আসুন শিখে ফেলি কি ভাবে এক্সপি হতে সেভেন/ভিস্তা অথবা সেভেন/ভিস্তা হতে এক্সপিতে নেটওয়ার্কিং করা যায়

এক পাঠক ভাই অনেক দামি দামি কথা খরচ করেছেন এই টিউন করার জন্য কিন্তু কেউ কিছু লিখে নাই, তাতে কি আজ আমি আপনাদের দেখাবো কি ভাবে এই জলের মত সহজ কাজটি করা যায়। আর ফালতু কথা বলতে চাচ্ছিনা তো শুরু করা যাকঃ

যারা আমার ১ম টিউনটি পড়েছেন তাদের কিছু হলেও নেটওয়ার্কিং সমন্ধে ধারনা আছে যারা পড়েননি তারা এখানে ক্লিক করুন।

এখন আমরা ঠিক করবো Windows7 চালিত Computer টি Host না Guest যেটাই হোক না কেন পরিবর্তন যেটা করবো সেটা পরে এখন আমরা সরাসরি চলে যাব Control Panel এ সেখানে দেখতে পাব Network and Sharing Center দেখুন Screen Shoot...

1.

Network and Sharing Center Open করার পর বামে উপরে লক্ষ্য করুন লিখা আছে Change adapter setting এটাতে Click করুন আপনার LAN Connection এর Icon দেখতে পাবেন এটার উপর ডান বাটন Click করুন এবং Properties এ Click করুন।

নতুন একটা Window পাবেন এটাতে লক্ষ করুন লিখা আছে Internet Protocol Version 4 (PCT/IPv4) এটার উপর Click করুন আর না বুঝলে Screen Shoot দেখুনঃ

2.

এবার Properties এ Click করুন নতুন একটি Window পাবেন সেটাতে IP বসান প্রয়োজনে screen shoot দেখুনঃ

3.

এবার Ok  করুন ব্যাস কর্ম সারা ।

বিস্তারিত কিছু কথা IP বসানোর window তে ache

IP address:192.168.0.1 এটা ধ্রুব এটার পরিবর্তন হবে না যদি এটা আপনার Host Pc হয়, আর যদি Guest Pc হয় তাহলে শেষের 1 এর জায়গায় তাহলে এটা আপনার Network এর কত নাম্বার Pc সেটা লিখুন যেমন 1 এর স্থানে 2 or 3 or 4 এর পর Tab Button চাপুন দেখুন ২নং Box এ Subnet mask এর IP আপনাআপনি পূরন হয়ে গেছে। এটার পরিবর্তন কখনো হবে না, এরপর দেখুন Default gateway এখানে আপনার যদি Guest PC হয় তাহলে কিছু লিখতে হবে না আর যদি Host Pc হয় তাহলে লিখুন 192.168.0.1 । আর বাদ বাকি preferred DNS server এবং   Alternate DNS server

এর মান ধ্রুব অর্থাৎ সব সময় একই হবে। ধন্যবাদ সবাই কে আর সবাই ভালো থাকবেন। নতুন টিউনার ভূল হলে মাফ করে দিবেন।বিদায়!!!!!

Level 0

আমি রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কুপা ” 😀 সুন্দর পোস্ট

Level 0

valo hoyse vai , onek kishu jante parlam , amr R akta jinis janar ase jodi janen tahole janayn

amr pc shudhu 1 web run korbe R kono web site dile o asbe na

aita kivabe korbe jodi janen ta hole janayen

    Level 0

    @mithushan: Parental Control or Site Bloking software use korte paren..

    Level 0

    @mithushan: 1. Load your Internet explorer
    2. Click Tools
    3. Click Internet Options
    4. Click the Privacy tab
    5. Under the Privacy window, Click Sites
    6. Type in the site address that you want to Block and Click OK.

    Note that you need to type in all forms of of a site. For example, if you add yahoo.com to your restricted site list you should write 3 entries for yahoo.com…

    Asa kori Bujhte Parsen..
    Mozillar jonne “siteblock” namer ekta pluin use korte paren…

ভাই আপনার কথা স্পস্ট বুঝি নাই ভালো করে বুঝাইয়া লিখবেন সমাধানের চেষ্টা করব।

ভাই সেভেন এ হোম গ্রুপ কিভাবে চালু করতে হবে এবং অন্য কম্পিউটারের সাথে লানে কিভাবে সংযুক্ত হতে হবে? একটু বলবেন। আমার অফিসে ১০ কম্পিউটার ল্যান দিয়ে সংযুক্ত আছে এখন আমরা পরস্পরকে আইপি দিয়ে নেটওয়ার্কিং করি। কিভাবে হোম গ্রুপ চালু করে ব্যাবহার করতে পারবো?

Level 0

ধন্যবাদ, কাজে লাগবে

Level 0

@anirban014, VI apne k mone hoy ami bujate pari nai

ami shudhu akta web site use korbooooo…….

baki sob site jano na ase seta kono rasta ase naki

IPV6, মানে সেকেন্ড জেনারেশান আইপি সম্পর্কে কেউ কিছু আলোকপাত করুন না খুব ভাল হয়