আসসালামু আলাইকুম, ভাইয়েরা কেমন আছেন সবাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নেটওয়ার্কের সকল কম্পিউটারের প্রিন্ট বের করুন একটা প্রিন্টার থেকেই। তো কথা নয় চলুন কাজ শুরু করা যাকঃ
প্রথমে আপনার দেখুন আপনার পিসিতে নেটওয়ার্কিং ঠিক আছে কিনা যদি না থাকে তাহলে এখানে ক্লিক করুন।
এবার আপনার হোস্ট পিসির প্রিন্টার শেয়ার করুন। প্রিন্টার শেয়ার করতে আপনার Computer এর Control
Panel এ গিয়ে Printer and Faxes select করুন এখানে আপনার ইন্সটল করা প্রিন্টারের আইকন দেখতে পাবেন। এটার উপর রাইট বাটনে ক্লিক করুন এবং Properties click করুন এবং Sharing এ click করুন। স্কিন
শট দেখুনঃ
1.
এবার Ok করুন, আপনার হোস্ট পিসির কাজ শেষ মানে Printer Share করা শেষ।
এবার আপনার হোস্ট বা নেটওয়ার্কের অন্য পিসিতে যান এবং পূর্বের ন্যায় Control Panel & Printer and
Faxes এ Click করুন, এবার বামে লক্ষ্য করুন লেখা আছে Add a printer এটাতে click করুন। আর বাদ বাকিটার জন্য আছে Screen Shoot দেখুনঃ
2.
Next এ Click করুন
3.
লাল দাগ দেওয়া Cheek Box এ Click করুন এবং Next এ Click করুন
4.
লাল টিক দেওয়া box এ লিখুন \\192.168.0.1\Samsung এখানে 192.168.0.1 এর জায়গায় আপনার
পিসির IP লেখুন আর Printer এর জায়গায় আপনার Printer এর নাম ও মডেল লিখুন তারপর Next এ ক্লিক
করুন আর Finish এ Click করুন। ব্যাস হয়ে গেলো এবার অন্য পিসি থেকে প্রিন্ট করুন।
ভিন্ন পদ্ধতি
উপরের ২ নং Screen Shoot পর্যন্ত ঠিক আছে।তারপর লালদাগ দেওয়া Cheek Box এ Click করুন তারপর Next এ Click করুন , Screen Shoot দেখুনঃ
5.
এবার আপনার নেটওয়ার্কের প্রিন্টার খুজে বের করার জন্য কিছু সময় নিবে অপেক্ষা করুন। Printer Search করা শেষ হলে আপনি আপনার নেটওয়ার্কের যে Printer ব্যবহার করতে চান সেটা Select করুন আর Next এ Click করুন, Screen Shoot দেখুনঃ
6.
এবার list দেখাবে সেখান থেকে আপনার Printer টি Select করুন প্রয়োজনে screen shoot দেখুন।
7.
এবার দেখাবে আপনি Printer টি Default Printer হিসাবে ব্যবহার করবেন কিনা Yes or No তে Click করুন এবং Finish এ Click করুন। ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনি আপনার নেটওয়ার্কের পিসি হতে প্রিন্ট করুন।
সবাই ভালো থাকবেন। নতুন টিউনার, ভূল মার্জনার দৃষ্টিতে দেখবেন।
আমি রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
rasel vai apnar tune er screen short gulo dekha jache na