ইন্টারনেট শেয়ারিং এবং নেটওয়ার্কিং করার উপায়

আমি আপনাদের দেখাবো কি ভাবে ইন্টারনেট শেয়ার করা যায়। একটি মাত্র সংযোগ বা মডেম ব্যবহার করে ইন্টারনেট চালান একাধিক কম্পিউটারে। যদি শুধুমাত্র দুটি কম্পিউটার ইন্টারনেট
শেয়ার করতে চান তাহলে একটি ল্যান সংযোগ ক্যাবল থাকলেই চলবে। যদি একাধিক কম্পিউটার ইন্টারনেট শেয়ার করতে চান তাহলে  প্রত্যেকটা কম্পিউটার জন্য একেকটা ল্যান সংযোগ
ক্যাবল ও একটি
রাউডার বা সুইচ লাগবে। তাহলে আর কথা নয় একে একে কাজ শুরু করা যাকঃ
১. ১ম পিসি হতে ২য় পিসিতে কিভাবে ল্যান কানেকশন করব কিভাবে? ( এক্সপি থেকে এক্সপি)
প্রথমে লক্ষ করুন আপনার পিসিতে ল্যানের ড্রাইভার সেট আপ করা আছে কিনা। যদি না থাকে তাহলে মাদারবোর্ডের সিডি থেকে
ড্রাইভার সেট আপ করে নিন এবং ল্যান ক্যাবল দিয়ে সংযোগ দিন এবার স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে গিয়ে নেটওয়ার্কিং
কানেকশন সিলেক্ট করুন। এখন আপনার ল্যানের আইকনের উপর রাইট বাটন ক্লিক করুন এবং প্রপারটাইজ এ ক্লিক করুন, স্কিনশট
অনুসরন করুনঃ
1.

2.
Lan_Networking
3.
Lan_Networking
এবার আপনার মেইন পিসি বা হোস্ট পিসির কাজ শেষ। এখন আপনাকে ২য় পিসিতে কাজ করতে হবে। অনূরুপ
ভাবে আপনার গেস্ট পিসিতে ল্যান এর প্রপারটাইজে যান এবং নিচের স্কিনশট অনূসরন করুন।
4.
/Lan_Networking
এভাবে আপনার আই পি বসানো শেষ হলে ওকে করুন ব্যাস হয়ে গেল ল্যান নেটওয়ার্কিং। এবার আরেকটা পিসিতে নেটওয়ার্কিং করার জন্য দরকার একটি সুইচ বা রাউডার যেটির ১ম সকেটের সাথে যুক্ত করতে হোস্ট পিসির ক্যাবল
আর সেখানে বাকি পোর্ট গুলা যুক্ত করুন অন্য পিসির সাথে এবং  নিচের স্কিনশট অনুসরন করুনঃ
5.
/Lan_Networking.
এভাবে আপনার সুইচে যত পোর্ট থাকবে তত গুলা পিসিতে ল্যান নেটওয়ার্কিং করতে পারবেন। শুধু 3 এর জায়গায় 4,5,6 ক্রমিক এখন দেখাবো কি ভাবে ইন্টারনেট শেয়ার করতে হয়, এ জন্য আপনাকে পূর্বের মত নেটওয়ার্ক
কানেকশনে যেতে হবে এবং সেখানে পাবেন আপনি যে ইন্টারনেট সংযোগ ব্যবহার করেছেন তার আইকন। সেটার
উপর রাইট বাটন ওকে করুন এবং স্কিন শট অনুসরন করুন।
6.

ওকে করুন আর ব্যাবহার করুন একটি সংযোগে একাধিক পিসিতে ইন্টারনেট ব্যবহারের মজা।

Level 0

আমি রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Good

Level 0

vai jaan onek dina jabot eu roko tune pai na onek yhanks
but windows 7 er ta kivabe se nia plz ekta tune kore + netwoking lan cabale dia kiva games kela jai seta nia plzzzzz plzzzzzzzzzzz plzzzzzzzzzzzzzzzz

ভাই দেখেন তো বুঝেন কিনা

Level 2

ভাই টিউনটি ভাল হয়েছে । ভাই একটু হেল্প চাই । এক পিসিতে কিভাবে দুই মডেম ব্যবহার করব । ধন্যবাদ

ভাই পিকচার তো দেখা যায় না। যাইহোক, আমার মাইক্রোনেট ওয়ার‌্লেস ল্যান ব্রডব্যান্ড রাউটার-এর মধ্যে চারটা পিসি ল্যান এবং একটি ব্রডব্যান্ড লাইন রয়েছে। ল্যান নেটওয়ার্ক সঠিক রয়েছে। এক পিসি থেকে আরেক পিসিতে যাওয়া যায়। কিন্তু ব্রডব্যান্ড লাইনটি কোন পিসিতে শো করে না অর্থাৎ নেটওয়ার্কিং থাকে না, ব্রাউজিং করা যায় না। ব্রডব্যান্ড লাইনটি কিভাবে সব পিসিতে দেখা যাবে বা ব্রাউজিং করা যাবে। আমার মেইল: [email protected]

Level 0

ভাইয়া screen shot গুলো শো হচ্ছেনা । যদি আমার ইমেইল এ পাঠাতেন খুব উপকার হত। আমার মেইল আইডি — [email protected]

আমর দুইটা মডেম আছে । কেউ যদি দুইটা মডেম একসাথে এক পিসি তে
ব্যাবহার করার ট্রিক্রস টা দিতেন খুবই উপকৃত হইতাম ।[email protected] এইটা আমার mail address