আপনার পিসি থেকে শেয়ার করুন ইন্টারনেট, ওয়ারলেস নেটওয়ার্ক এর মাধ্যমে এবং আপনার মোবাইল বা ল্যাপটপ এ ইন্টারনেট চালান ফ্রীতে…..

আজকে আমি আপনাদেরকে পিসি থেকে ইন্টারনেট শেয়ার করা শিখাবো, প্রথমে দেখে নিন কি কি লাগবে......

  1. ইন্টারনেট
  2. একটি USB WLAN Router  ডিভাইস ( এটা আপনি বাজারে কিনতে পারবেন, দাম মাত্র ২০০ কি ২৫০ টাকা ) / অথবা, আপনার ল্যাপটপ।
  3. Connectify  নামের একটি সফটওয়্যার ( ডাউনলোড করুন এখান থেকে)

এবার USB WLAN ডিভাইস টি আপনার কম্পিউটার এ লাগান, সফটওয়্যার টি ইন্সটল করুন (যে সফটওয়্যার টি আপনাদের দিয়েছি) । পিসি রিস্টার্ট চাইবে, রিস্টার্ট দিন। রিস্টার্ট হওয়ার পর দেখবেন যে CONNECTIFY  নামের সফটওয়্যার টি ওপেন হয়েছে।

লক্ষ্য করুন আপনার হটস্পট টি অফ লাইন আছে, এবার আমরা Connectify সফটওয়্যার এর সেটিং এ যা যা করা দরকার তা করব। ১।    Hostpot Name:    ( যে নামে ইন্টারনেট শেয়ার করতে চাইছেন সে নাম দিন)

২।     Password :             (এখানে আপনি আপনার ইচ্ছা মত Password দিন)

৩।     Internet :               (এখানে আপনি যে ইন্টারনেট টি শেয়ার করবেন তা সিলেক্ট করুন মানে আপনি যে ইন্টারনেট চালান  এখানে সেটা দেখাবে এবং তা সিলেক্ট করে দিন, যেমন আমি Broadband চালাই তাই Broadband সিলেক্ট করেছি )

৪।     Advanced :             (এখানে দেখুন Shar over  &  sharing mode রয়েছে, Share over আপনার WLAN ডিভাইসটি সিলেক্ট করুন ও sharing mode এ WI-Fi Access Point, Encrypted(WPA2) সিলেক্ট করে দেন।

৫।     এবার Start Hotspot এ ক্লিক করুন একটু অপেক্ষা করুন তারপর দেখুন আপনার হটস্পট টি চালু হয়ে গেসে। এবার আপনার মোবাইল বা ল্যাপটপ এ Wirless Lan সার্চ দেন দেখুন আপনার হটস্পট টি পেয়েছে আপনার নামে( Hostpot name এ যে নাম লিখেছিলেন সে নামে পাবে) আপনার মোবাইল বা ল্যাপটপ এ ওয়াইফাই টি চালু করতে হলে দেখবেন password চাইতেছে আপনার password টি দেন (মানে আপনি Connectify এর password এ যে password দিয়ে ছিলেন সেটি দিন)।

এবার মনের আনন্দে আপনার মোবাইল বা ল্যাপটপ এ ফ্রী নেট চালান। আশা করি সবাই বুঝতে পারছেন যদি সমস্যা হয় বা ভাল লেগে তাকে তাহলে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন সবাই কে অনেক ধন্যবাদ...

এয় পোস্টটি আগে বিডিটিউনার.কম এ লিখেছিলাম

Level 0

আমি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শুভ। নিজের সম্পর্কে বলার মত কিছু নেই, কিছুই জানি না পারিনা,কিছু জানা ও শিখার আশাই সবার মাঝে মিশে থাকি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা নিয়ে টিটি তে অনেক আগেই টিউন হয়েছে তার পর ও টিউন টির জন্য ধন্যবাদ নতুন দের কাজে লাগবে

USB WLAN Router ২০০ টাকা এটা কি আপনি শিওর?? আমি দাম জানিনা এজন্য জানতে চাছি

Level 0

Desktop পিসির জন্য USB WLAN Router ডিভাইস কোন দোকানে পাবো? ঢাকার কোন দোকান থেকে আপনি কিনেছেন একটু বলবেন কি? ধন্যবাদ

Level 0

ভাইয়া IDB তে পাবেন udvotfahad ভাই

Level 0

হ্যাঁ ভাই একন হয়তও একটু দাম বারতে পারে masternoion@live

Level New

আমি Qubee Shuttle Modem ইউস করি , এইটা দিয়া কি আমার PC থেকে মোবাইল এ wifi চালানো যাবে ?

    Level 0

    @Emran: হ্যাঁ ভাইয়া পারবেন

Level 0

vai,ami koekdin age use korsi,kintu Windows setup deyor por r kaj kore na,jai Start Hotspot dai shei amr laptop off hoye jai.pore r windows start hoi na. error show kore off hoye jai,ki korbo plz bolen.

    Level 0

    @kaise: পিসি টা নতুন করে সেটআপ দেন আশা করি হবে। ধন্যবাদ

Level 0

আমার laptop এ wifi or lan যেকোনো একটা চালানো যায় , ব্রডব্যান্ড এর কানেকশন দিলে wlan অফ হয়ে যায় অটো , এক্ষেত্রে করনীয় কি বললে সুবিধা হয় , উল্লেখ্য আমার উইন্ডোজ ৭ এবং এইচপি ল্যাপটপ

Level New

vai ei wifi hotspot connection ki Blackberry diye use kora jaabe….er aage ami win7 e defult program use kore hotspot baaniye try korsi…Nokia te hoise bt Blackberry te hoy nai….plz help.
Thanks in advance.

Level 0

start hot spot click korle akta lekha ase.ami bujtesina.vai amake help korben.lekha ta holo `The configured share over device is correctly attached to a network using DHCP.please disconnect it from this network to start a hotspot on this device

ভাই অনেক চেষ্টা করেও নেটওয়াক্ পেলাম না

Level 0

price 200-250? এত কম? chittagong এ কোথায় পাব?
USB WLAN router এর নাম+মডেল কি?

Level 0

vai ai softwear dia ami amr friend er dell inspiron mini netbook a use korechi , abong ami amr android mobile a connection o payechi …..but amr desktop a wifi nai……akhon ami kun dhoroner USB WLAN Router kinle desktop a use korte parbo , doya kore 1tu bolen vaiya ….Mane desktop er jonno USB WLAN Router er modeler nam jante chachi……Price Doesn’t Fact….Kun Modeler USB WLAN Router kinle ami Connectify Use korte parbo ……..Anyone …plz…plz….plz…..

Level 0

ami koyek din age tplink er TL-WN821N wifi adapter kinachi……. but aita dia hotspot hoy but acces point pay na …..Plz Amake help korun ….Kun Modeler USB WLAN Router kinle ami Connectify Use korte parbo ……..Anyone …plz…plz….plz…..

amer iphone 3gs ami kibhabe boeard bend line tekhe amer iphone net share korbho shovo bhai

Level New

ভাই আমার nokia n97. Pc theke wifi দিয়ে connect করলে mobile e “Invalid Servier name” দেখাএ। pls er shomadhan ta ektu diben

Level 0

ভাই intex modem diye wi fi korte parbo

Level 0

kam korena vaiii………

ভাই লাইসেন্স কোডটা আছে? কারো কাছে থাকলে দেন অনেক উপকৃত হব ।pls pls………pls

Level 2

et diya ki mobile er internet laptop e share kora jabe??