যেভাবে Pc টু Pc LAN করে ফাইল শেয়ারিং চালু করবেন

  • এই টিউনে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি Pc টু Pc  LAN করে ফাইল শেয়ারিং চালু করবেন

আপনার যা প্রয়োজন হবে-

  • Ethernet Cable/ LAN Cable ১ টি
  • Windows 7 দুই কম্পিউটারেই
Ethernet Cable এর দাম খুব কম, কম্পিউটারের দোকানে গিয়ে বললেই আপনার ইচ্ছামত সাইজ এর Ethernet Cable বানিয়ে দেবে, তাদের বলে দিবেন যে pc to pc লেন করার জন্য ব্যেবহার করবেন।
এখন আপনাকে লেন সেটিংস কনফিগার করতে হবে । কেবল আগে বা পরে যে কন সময় লাগাতে পারেন
LAN সেটিংস কফিগারেশন
  • স্টার্ট মেনু তে জান
  • সার্চ প্রোগ্রামস এ লিখুন view network connections,
  • সার্চ প্রোগ্রামস এ লিখুন view network connections এ ক্লিক করুন
  • আপনার কম্পিউটারের মডেম গুল শো করবে  
  • আপনি যে মডেম দিয়ে লেন করছেন তার উপর Right Click  করুন -> Properties  এ জান
  • Internet Protocol Version 4 (TCP/IPv4 ) সিলেক্ট করুন ->  Properties   এ ক্লিক করুন 
  • Use the following IP address সিলেক্ট করুন
  • IP address: 192.168.0.1
  • Subnet mask: 255.255.255.0 Default gateway: 192.168.0.2 (এটা ২য় কম্পিউটারের IP Address)
  • OK করে বের হয়ে আসুন এবার ২য় কম্পিউটার কনফিগার করতে হবে
    • আগের ধাপ গুল অনুসরলন করে, ip,subnet,getway নিচের মত লিখুন
    • IP address: 192.168.0.2 Subnet mask: 255.255.255.0
    • Default gateway: 192.168.0.1 (এটা ১ম কম্পিউটারের IP Address)

    ওকে করে বের হয়ে আসুন Ethernet Cable/ LAN Cable দিয়ে দুই কম্পিউটার কানেক্ট করুন দেখবেন নেটওয়ার্কের জায়গায় অন্য কম্পিউটার শো করছে এই সেটিংস গুলো অনেকেই কতে পারেন তবে আপনারা ফাইল সেয়ারিং এ গিহে আটকে জান, অন্য কম্পিউটারের ফাইল Access করতে পারেন না, এখন দেখাব কিভাবে ফাইল শেয়ারিং চালু করতে হয়। ফাইল শেয়ারিং চালু করা ধরুন আপনি আপনার ১ নং কম্পিউটারের Local disk (D )২য় কম্পিউটারের সাথে শেয়ার করবেন,

    • My computer থেকে Local disk (D) (অথবা যে কন ড্রাইভ বা ফোল্ডার) এ রাইট ক্লিক করুন, -> Properties এ ক্লিক করুন
    • Security Tabe এ click করুন -> Edit এ Click করুন

    •   Add  এ ক্লিক করুন
    •  Enter  the object names  এ টাইপ করুন Everyone  , ok করে বের হয়ে আসুন
    • Properties থেকে Sharing Tab এ জান,
    • Advance sharing এ ক্লিক করুন,
    • Share this folder সিলেক্ট করুন, OK করে, close চেপে বের হয়ে আসূন,
    এখন অপর কম্পিউটার থেকে my computer-> Netwark এ গিয়ে ১ম কম্পিউটারে প্রবেশ করলে আপনে Local disk (D) দেখতে পারবেন,
    
    এভাবে আপনি আপনার  ১ নং অথবা ২নং কম্পীউটারের যে কোন ফাইল অপর কম্পীউটারের সাথে সেয়ার করতে পারবেন ।

    Level 0

    আমি tar3k। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    দারুন সুন্দর ভাবে বুঝিয়েছেন।

    ধন্যবাদ।

    Khub valo tune korechhen,
    Thanks.
    Anek bochhor age etar proyojoneeta ta bujhechhilam, tokhon khub darkar chhilo.
    Etake ”CROSS LAN CABLE” bole bodh hoy.

    net ar connection kevabe share kora jai, ai bapare jodi tune korten tahole khube valo hoto. ami banglalion usb modem chalai. . thanks

      Level 0

      @Tanveer Ahmed: e bepare Tune korbo

        Level 2

        @tar3k: প্লিজ প্লিজ , তাড়াতাড়ি করেন

      @Tanveer Ahmed:
      আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নম্বর হচ্ছে ০১৯১৩৩০১৮৬৬।

    Level 0

    Thanks, I was seeking about this.

    Level 0

    vai apnaka honak thank…..

    Level 0

    windows 7 e ki eita homegroup e join kore o kora jai…….

    Thanks,for ur tune……….. 🙂

      Level 0

      @banti0211: homegroup জয়েন করে লেন করা জায়, কিন্তু ফাইল শেয়ারিং টা এভাবেই করতে হয়

    Level 0

    bai window 7 kora jai na,,,,,,,,,,,,,,,,,,,,,,, please tell

      Level 0

      @virus boy: ভাই, এটা windows 7 এ কিভাবে করা হয় সেটিই এখানে দেখানো হয়েছে, আপনি আপনার লেন মডেম সেটিংস চেক করুন

    একই ভাবে কী এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা যায়?এটা কীভাবে করে?

    Level 0

    acca amar w7 64 bits r amar frnd er w7 32 bits…. etar karone ki connect hote sommosha hoche… er somadhan ki???????

      Level 0

      @sporso: সরি ভাই, এটা ঠিক বলতে পারলাম না

    চমৎকার ! আমার ল্যাপি টু ল্যাপিও কি এইভাবে করতে পারবো ?

    Level 0

    জি ভাই

    Level 0

    আচ্ছা ভাই এই লেন সংযোগ দিয়ে কি ইন্টারনেট শেয়ার করে ব্যবহার
    করা যাবে?

      Level 0

      @amimanush: @amimanush: লেন দিয়ে ইন্টারনেট সেয়ার করা যাবে, তবে সেটিংস ভিন্ন হবে

    Level 0

    how can I use ftp in this lan?

    অসাধারণ! প্রিয়তে নিলাম 😀

    সুন্দর টিউন, ধন্যবাদ আপনাকে।

    প্রিয়তে রাখলাম। পরে কাজে লাগবে। কোন সমস্যা হলে আপনাকে জানাবো।

    Level 0

    অনেক অনেক ধন্যবাদ প্রিয়তে নিয়ে নিলাম।

    Level 0

    অনেক ধন্যবাদ ভাই। প্রিযতে যুক্ত করলাম।

    kaje lagse vaijan, Donnobad.

    You did not clear one thing that iswhich cable we use
    1.Crossover Cable
    or
    2.Straight Cable?

    Level 0

    গেম খেলা যাবে? যদি যায় তবে কিভাবে?

    সব করা যায় আমি পাশের বাসার সাথে ল্যান করেছিলাম গত বছর মাল্টিপ্লেয়ার গেম খেলতে খুব ই মজা 🙂

    অনেক ভালো । অনেক চমৎকার । অনেক ধন্যবাদ ।

    এই টিউনটা আমার সব জামেলা মুক্ত করেছে। ধন্যবাদ এই টিউনের জন্য

    ধন্যবাদ এটা অনেক দিক ধরে শিখার ইচ্ছা ছিল ….তা আজকে শিখতে পারলাম…….

    kaj kore na. network a onno computer show kore na.

    Level 0

    amar ta windows 64 bit. onnota 32 bit darun kaj korche

    many many thanks

    Pc 2 Pc লেন দিয়ে কিভাবে গেম খেলবো ?? শুধু তার লাগালেই হবে নাকি আলাদা কোন কার্ড বা কিছু ইউস করতে হবে ??

    Level 0

    বস কঠিক একটা পোস্ট করছেন কিন্তু বস আমি আই পি এর বিষয় টা ক্লিয়ার হতে পারি নাই।

    Level 0

    Onek onek dhonnobad apnake a rokom akta important post korar jonno..

    laptop thake mobile lan kamne use kora jai???anyone???

    Level 0

    ধন্য দিয়া আব বাদ দিতে পারমো না, তবে শুকরিয়া……

    Level 2

    tune ta valo korsen. Donnobad.

    ভাই। wifi দিয়ে কিভাবে lan করবো

    টিউন টি অনেক শিক্ষামূলক ছিলো ধন্যবাদ ভাইয়া