আপনার যা প্রয়োজন হবে-
Ethernet Cable এর দাম খুব কম, কম্পিউটারের দোকানে গিয়ে বললেই আপনার ইচ্ছামত সাইজ এর Ethernet Cable বানিয়ে দেবে, তাদের বলে দিবেন যে pc to pc লেন করার জন্য ব্যেবহার করবেন।
এখন আপনাকে লেন সেটিংস কনফিগার করতে হবে । কেবল আগে বা পরে যে কন সময় লাগাতে পারেন
LAN সেটিংস কফিগারেশন
ওকে করে বের হয়ে আসুন Ethernet Cable/ LAN Cable দিয়ে দুই কম্পিউটার কানেক্ট করুন দেখবেন নেটওয়ার্কের জায়গায় অন্য কম্পিউটার শো করছে এই সেটিংস গুলো অনেকেই কতে পারেন তবে আপনারা ফাইল সেয়ারিং এ গিহে আটকে জান, অন্য কম্পিউটারের ফাইল Access করতে পারেন না, এখন দেখাব কিভাবে ফাইল শেয়ারিং চালু করতে হয়। ফাইল শেয়ারিং চালু করা ধরুন আপনি আপনার ১ নং কম্পিউটারের Local disk (D )২য় কম্পিউটারের সাথে শেয়ার করবেন,
এখন অপর কম্পিউটার থেকে my computer-> Netwark এ গিয়ে ১ম কম্পিউটারে প্রবেশ করলে আপনে Local disk (D) দেখতে পারবেন, এভাবে আপনি আপনার ১ নং অথবা ২নং কম্পীউটারের যে কোন ফাইল অপর কম্পীউটারের সাথে সেয়ার করতে পারবেন ।
আমি tar3k। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন সুন্দর ভাবে বুঝিয়েছেন।
ধন্যবাদ।