আমাদের অনেকেরই ফেসবুক পেজ আছে । কিন্তু আমরা তা ঠিক মত সুন্দর করে তুলতে পারি না । এর পর ফ্যান বাড়ানোর ঝামেলা তো আছেই... তাই আপনাদের জন্য কিছু দরকারি জিনিস নিয়ে এলাম । আশা করি ভাল লাগবে ।
বাম পাশে Add to page এ ক্লিক করুণ ।
Static FBML - এটি দিয়ে পেজ এ ওয়েলকাম টেব বানানো যায় । সামান্য HTML জানা থাকলে খুব সহজেই সুন্দর করে আপনার পেজ টি আপনি ডিজাইন করে নিতে পারবেন । বেশি কিছু জানতে হবে না । সামান্য ধারনা থাকলেই হবে.. না থাকলেও সমস্যা নাই google করে নেন 😀 । আপনি টেব এ ক্লিক করলেই এডিটর পেজ দেখতে পাবেন । ওখানে দুটি বক্স থাকবে । না থাকলে উপরে দুটি টিক দেয়ার ঘর দেখতে পাবেন । ওগুলো উঠিয়ে দিন । প্রথম টা সবাই দেখতে পাবে । এখানে সাধারণত পেজ লাইক করতে বলা হয় । নিচের বক্স টা শুধু ফ্যান রা দেখতে পাবে । এখানে আপনি সব দরকারি জিনিস বা কথা অ্যাড করবেন । এবার উপরে ডান পাশে Save and Continue তে ক্লিক করে চেক করে নিন ।
Twitter App - আপনার টুইটার অ্যাকাউন্ট থাকলে এটা আপনার কাজে লাগবে ।
Extended Info - এটা বারতি ইনফো দেয়ার জন্য ।
Welcome Tab For Pages - পেজ এর জন্য ওয়েলকাম টেব তৈরি করে ।
Posted Items Pro - এটি দিয়ে পেজে ভিডিও গান এগুলো লাইভ স্ট্রিম করা যায় ।
Flash Player - এটি দিয়ে গেম বা ভিডিও জোগ করতে পারবেন ।
Blog RSS Feed Reader - এটি আপনার ব্লগ এর জন্য দরকারি !
Discussion Board - পেজে ডিসকাশন টেব দেয় । এখানে আলোচনা করা হয় ।
RSS Graffiti - আপনার ব্লগ পোস্ট অটো পেজে শেয়ার হবে... ।
YouTube Video Box - পেজে ইউটিউব এড হয় ।
Poll - ভোটাভোটির বেবস্থা ।
Reviews - আপনার পেজ সমন্ধে সবার মতামত গ্রহন !
My Top Fans - পেজের টপ ফ্যান নির্বাচন করা হয় ।
আরও পেতে গুগল এবং ফেসবুক এ সার্চ দিন.... 😉
আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.
এই টা পুরাই পাংখ্যা টিউন তবে আরেকটু বিস্তারিত লিখলে ভালো হত। আমার বেশ কাজে লাগবে। প্রিয়তে নিলাম।