সিসিএন এ অভিযান :: নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করতে আগ্রহী, শুধু তাদের জন্য – রাউটার বেসিক [অভিযান-০৭]

সিসিএনএ অভিযান

নেটওয়ার্ক রাউট কী?

রাউটার হলো এমন একটি ডিভাইস যা লেয়ার ৩ এ কাজ করে এবং এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্যাকেট পাঠায়। আর নেটওয়ার্ক রাউট হলো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্যাকেট পাঠানোর যে পথ সেটিই নেটওয়ার্ক রাউট।

সাধারণত তিন ধরনের রাউট হয়ে থাকে:

  • স্ট্যাটিক রাউট
  • ডাইনামিক রাউট
  • ডিফল্ট রাউট

স্ট্যাটিক রাউট:
ছোট নেটওয়াকের্র ক্ষেত্রে স্ট্যাটিক রাউট ব্যবহিত হয়ে থাকে। এই রাউটিং এ যদি রাউট পরিবর্তন ঘটে তাহলে ম্যানুয়ালি তা আপডেট করতে হয়।

স্ট্যাটিক রাউট এর কমান্ড সিন ট্যাক্স হলো:

Ip route dest-ip subnet{next-hop-ip/interface}

ডাইনামিক রাউট

ডাইনামিক রাউট হলো সে সব রাউট যা সময়ের সাথে সাথে আপনা আপনি পরিবর্তন ঘটে। ফলে ম্যানুয়ালি কিছু করার প্রয়োজন হয় না। যেকোন রাউট পরিবর্তন হলে সেটি অটুমেটিক্যালী রাউটিং টেবিল এ যোগ হয়।

ডিফল্ট রাউট

কোন গন্তব্যের জন্য রাউট নির্ধারণ করে না দেয়া থাকলে রাউটার ডিফল্ট হিসেবে যে পথ বেছে নেবে সেটিই হলো ডিফল্ট রাউট।

বেসিক রাউটার ব্লক ডায়াগ্রাম:

ফ্লাশ মেমরি:

ফ্লাশ মেমরি ব্যবহার করা হয় অপারেটিং সিস্টেম জমা রাখার জন্য।

র‌্যাম:

র‌্যাম ব্যবহার করা হয় রাউটিং টেবিল এর তথ্য এবং রানিং কনফিগারেশন এর ফাইল জমা রাখার জন্য।

এনভির‌্যাম:

এনভির‌্যাম ব্যবহার করা হয় স্টার্টআপ ফাইল জমা রাখার জন্য।

________________________________________________________________

Level 2

আমি তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিতাস একটি নদীর নাম ............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ami emnite login kori na, but apnar tune guli amar valo lagtese, pls thamben na

    ধন্যবাদ আপনাকে। লগ ইন হয়ে কমেন্ট করার জন্য। আশা রাখি সাথে থাকবেন সব সময়। আপনার শুভ কামনায়। :

Level 0

Bai ami abu dhabi thayke apner sob tune portechi, khob balo lagteche, apni amake janaben ki bangladeshe kothay balo ccna cource korano hoy,janle address ta please diben. thank you .

আরও Details চাই… 🙂

Level 0

check in http://www.9tut.com/category/ccna-knowledge for best info about CCNA knowledge exam question and simulatior.

Level New

প্রথমে আমার সালাম নিবেন, আশা করি ভাল আছেন এবং সব সময় ভাল থাকবেন। আপনার টিউনগুলো যেন ফুঁড়িয়ে না যায় কুমিল্লার তিতাস গ্যাস মত। আপনার টিউনগুলো আমি সব সময় দেখি। আমার ডিগ্রি শেষ করার পর CCNA কোর্স টা করব। এটা আমার শিখা বাধ্যতামূলক হয়েগেছে। এ জন্য আপনার CCNA এর উপর টিউনগুলো আমার খুবই প্রয়জন। আপনার কাছে একবার যানতে চেয়েছিলাম কোন প্রাইভেট প্রতিষ্ঠানে শিখলে ভাল হবে এবং কত দিন লাগবে। যাই হোক আপনার টিউনগুলর ধারাবাহিকতা আমাদের কাম্য। আবারও বলছি ভাল থাকেন সুস্থ থাকেন, সবাইকে নিয়ে সুখে থাকেন। আল্লাহ হাফেজ।

Level 0

ধন্যবাদ ভাই।টিউনটি পড়ে ভালো লাগল।ভাই রাইটারের Hardware(serial interface,Ethernet interface and Port) এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলে আরো উপকৃত হব।

    @reader72: serial Interface এ serial cable এর সাহায্যে Router to router connect করার জন্য ব্যবহার করা হয়।এই Serial cable এর এক পাশের নাম DCE আর অন্য পাশের নাম DTE. DCE side এ clock rate set করে দিতে হয়। Ethernet interface সাধারণত তিন ধরনের হয়ে থাকে। (Ethernet-10mbps, Fastethernet-100, Gigabyte -1000mbps). আর port গুলো হলো console, Auxiliary, vty 0 4. কম্পিউটার এর সাখে রাউটারকে সংযুক্ত করার জন্য console port use করা হয়, Dial up connection এর জন্য auxiliary port use করা হয় আর telnet connection establish করার জন্য vty 0 4 use করা হয়।

Level 0

ধন্যাবাদ তিতাস ভাই।অনেক কিছু জানতে পারলাম।আপনার সুস্বাস্থ্য কামনা করি।