জুন মাসের পরীক্ষা, টিটি'র আপডেট সহ বিভিন্ন কারনে একটু ছন্নছাড়া থাকার পর প্রতিশ্রুতি অনুযায়ী ফিরে এলাম আবার টেকটিউন এর নীড়ে! সবাই আশা করি বহাল তবিয়তেই আছেন। আজকের এই টিউনের শুরুতে মতলবের লঞ্চ দূর্ঘটনায় নিহত ব্যাক্তিদের রুহ এর মাগফেরাত কামনা করছি।
আমি আজ আপনাদের সাথে ফেসবুক নিয়ে দু-চারটি কথা বলতে এসেছি। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি ব্যবহারকারীরা স্প্যামিং , জাভাস্ক্রিপ্ট, ফেসবুক চ্যাট এর অফলাইন জনিত সমস্যা, হ্যাকিং এর খপ্পরে পরছেন। তবে আজকের মূল বিষয় "ফেসবুক ভিডিও কলিং"(ফেসবুক হেল্প সেন্টারের এক মেম্বারের সমস্যার সমাধান করতে গিয়ে যখন ফেসবুক ঘাটছিলাম তখন ব্যাপারটা আবার মনে পড়লো)। এসম্পর্কে আপনারা কম বেশী সবাই অবগত থাকতে পারেন। খুব সম্ভবত ২০১০ এর শেষের দিকে ফেসবুক ভিডিও চ্যাট এর ঘোষনা প্রদান করে। আর মাত্র দুদিন আগে অর্থাৎ ৬ জুলাই তে এ ব্যাপারে চুড়ান্ত ঘোষনা প্রদান করে ফেসবুক। ফেসবুক এর ভিডিও চ্যাট পার্টনার স্কাইপ(Skype) এর ভাইস প্রেসিডেন্ট ও কনজিউমার জেনারেল ম্যানেজার 'নেইল স্টিভেনস' কোম্পানির ব্লগসাইট এর মাধ্যমে তাদের জয়েন্ট ভেঞ্চার সম্পর্কে বিস্তারিত বর্ননা করেন।
ফেসবুক এর নতুন ফিচার সম্পর্কে CEO Mark Zuckerberg বলেন "Facebook would be launching several new features, including ad hoc group chat, a new design for its Chat interface, and a Skype integration to allow for video calling"
যার মধ্যে ভিডিও কলিং এর ফিচার টি বিশ্বের কোটি ব্যাবহারকারীদের মাঝে অবমুক্ত করা হয়েছে। মার্ক নিশ্চিত করেন বর্তমানে প্রায় ৭৫০ সচল ব্যাবহারকারী আছেন এবং এর প্রায় অর্ধেক ব্যবহারকারী আছেন যারা ফেসবুক গ্রুপ এ সচল। তিনি বলেন, "Users share several billion items a day on the site, and people are sharing online content twice as much today as they did a year ago, and that has been the growth rate for the last several years."
কিছু Screenshot share করলাম:
খুব শিঘ্রই আপনাআপনি আপগ্রেড হয়ে যাবে এ সুবিধাসমূহ। তবে ম্যানুয়ালি করতে চাইলে videocalling ভিসিট করতে পারেন। লিনাক্স ব্যবহারকারীরা এটি এখনই ব্যবহার করতে পারবেন বলে মনে হচ্ছে না, কেননা এটি এক্টিভ্যাট করতে গেলে একটি .exe plugin/software install করতে বলছে। আর লিনাক্স এ exe file না চলারই কথা।
নিম্নোক্ত লিংক সমূহ থেকে এইসব ফিচার সম্পর্কে বিস্তারিত ধারনা লাভ করতে পারবেন।
Allfacebook.com ; Allfacebook.com again ; insidefacebook
তাছাড়া এ বিষয়ে টেকটিউন এর নিয়মিত টিউনারদের টিউন ও দেখে নিতে পারেন।
- ফেসবুক সম্পর্কে যে কোন আপডেট জানতে অথবা কোন সমস্যা সম্পর্কে জানাতে আমাদের পেজ ভিসিট করুন: http://www.facebook.com/hlpcntr
- টুইটারেও আমাদের পেতে পারেন। টুইটারে আমাদের সাথে যোগ দিন: http://twitter.com/FB_Help_Center
- ফেসবুক গুরুর সাথে ফেসবুক চ্যাট করতে যোগ দিতে পারেন এই গ্রুপ এ : http://www.facebook.com/groups/141109882621443?ap=1
- আমার আগের করা সব টিউন দেখতে পারেন:
https://www.techtunes.io/tuner/facebook_master
https://www.techtunes.io/tuner/netizen.sifu (পরীক্ষামূলক)আপাতত এটুকুই। সবাই ভালো থাকবেন (টিউনটির লেখার বানান ভুল থাকলে এঞ্জেল মড দায়ী!!!)
▌HappY FacEbOOkinG▒▒▒
আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...
আমার তো ওয়েব ক্যামেরা নাই এখন আমার কি হবে ?????? 🙁