আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা ? নিশ্চয়ই ভাল । আমি ভাল আছি তবে খুব চাপের মধ্যে আছি । আজকের টিউনটি শুধু আপনাদের এটা জানানোর জন্য যে, আমি আগামী ৬/৭ মাসের জন্য টেকটিউনস থেকে সাময়িক বিদায় নিচ্ছি । কারণ আমি বর্তমানে এক বছরের একটি পেশাগত ট্রেনিং করছি । ট্রেনিংয়ের ৬ মাস শেষ হয়েছে । এতদিন আমি আমার বাসা থেকে আসা যাওয়া করে ট্রেনিং করেছি । কিন্তু এখন কাজের চাপ বেড়ে যাওয়ায় হোস্টেলে থেকে ট্রেনিং করতে হবে । তাই সেখানে আমার পিসি নিয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা । ফলে আমি টিউন করতে পারবনা । আশা করি আবার যখন সুযোগ আসবে তখন আবার টিউন করতে পারব ইনশাল্লাহ ।
আজ আপনাদের কাছে যে বিষয়টি শেয়ার করব তা হল আপনার ফেসবুক পাসওয়ার্ড যদি কেউ জেনে ফেলে তবুও সে আপনার নিদির্ষ্ট করে দেয়া কম্পিউটার ছাড়া অন্য কোথাও থেকে আপনার ফেসবুক একাউন্টে ঢুকতে পারবে না । যখনই কেউ ঢুকার চেষ্টা করবে তখনই আপনার মোবাইলে সংকেত চলে আসবে কিন্তু সে প্রবেশ করতে পারবেনা ।
এখন প্রশ্ন হল যদি আপনি কখনো অন্য কোন খান থেকে আপনার একাউন্টে ঢুকতে চান তাহলে কি করবেন ? তখন আপনি লগ ইন করতে চাইলে আপনার মোবাইলে একটা কোড নাম্বার আসবে যা দিয়ে আপনি আপনার একাউন্টে ঢুকতে পারবেন ।
সবাইকে ধন্যবাদ রইল । সবাই ভাল থাকুন আর আমার জন্য দোয়া করবেন ঠিক ঠিক ভাবে ট্রেনিং শেষ করে আবার আপনাদের মাঝে যেন ফিরে আসতে পারি ।
আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।
আপনি আবার সুস্থ দেহ, মন নিয়ে ফিরে আসুন। সে কামনাই রইল। টিপসটি বেশ কাজের। ধন্যবাদ ভাই।