টিউন এর শিরোনাম এ অবাক হচ্ছেন?? চিন্তার কারন নেই! কিভাবে করবেন তা আমি আজ চুলচেরা বিশ্লেষন করবো। টিউন শুরু করার পূর্বে টিউনার আরফিন কে ধন্যযোগ! আজকের টিউনটি আরফিন এর প্রতি উৎসর্গ করলাম।
প্রথমেই বলে নেই, এইসবগুলোই হবে কিছু ' Script ' এর মাধ্যমে। এইসব স্ক্রিপ্ট পেতে হলে আপনাকে প্রথমে ‘Greasemonky’ ad-on টি ইনস্টল করে নিতে হবে। ( বলে নেওয়া ভালো আমি আগুন-শিয়াল ব্যবহার করি, তাই অন্য ব্রাউজার এ কাজ করবে কিনা তা নিশ্চত করতে পারছি না )
এড-অন টি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন
আপনি যদি ফায়ারফক্স ব্যবহারকারী হন তবে নিজ দায়িত্বে এই লিংক থেকে খুজে দেখতে পারেন>
FireFox
আপনি যদি ক্রোম ব্যবহারকারী হন তবে নিজ দায়িত্বে এই লিংক থেকে খুজে দেখতে পারেন>
mycromeaddons
আপনি যদি ক্রোম ব্যবহারকারী হন তবে নিজ দায়িত্বে এই লিংক থেকে খুজে দেখতে পারেন>
MyOpera
কিভাবে কি? (ফায়ার ফক্স )
এডঅন টি ইন্সটল করা হয়ে গেলে ব্রাউজার টি রিস্টার্ট করুন। নিচের মত ছবি দেখতে পাবেন
ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in http://techtunes . com.bd/tuner/facebook_master/
এবার নিচের ছবিটি লক্ষ্য করুন
ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in http://techtunes . com.bd/tuner/facebook_master/
নির্দেশনা:::
১. 1 চিহ্নিত জায়গায় ক্লিক করুন। এবার একটি পপ আপ উইন্ডো আসবে।
২. উইন্ডোটি থেকে 2 চিহ্নিত জায়গাতে ক্লিক দিন।
ক্লিক করার পর আসবে নিম্নের উইন্ডো।
চিহ্নিত অংশে অর্থাৎ "Get User Scripts" এ ক্লিক করুন।
তবে এত কষ্ট করার দরকার নাই 😉 । সোজাসুজি ইন্সটল করার পর চলে যান এই সাইটে> 😆
এখান থেকে বেছে নিন আপনার পছন্দের স্ক্রিপ্ট। এখানে এতগুলো স্ক্রিপ্ট আছে যে প্রত্যেকটি নিয়ে আলাদা ভাবে বলতে গেলে কিংবা যদি আলাদা করে টিউন করি তাহলে টপ-টিউনার হওয়া থাইকা ঠেকায় কে???
নিচের স্ক্রিপ্টগুলো নিয়ে আজ আমি আলোচনা করছি।
Unfriend Finder << এর জন্য এই লিংক থেকে স্ক্রিপ্ট টি ডাউনলোড করুন
Recent Activities Killer << এর জন্য এই লিংক থেকে স্ক্রিপ্ট টি ডাউনলোড করুন
Auto Like Bomb << এর জন্য এই লিংক থেকে স্ক্রিপ্ট টি ডাউনলোড করুন
Facebook Bulk Un-Friends << এর জন্য এই লিংক থেকে স্ক্রিপ্ট টি ডাউনলোড করুন
স্ক্রিপ্টগুলো ইন্সটল এর পর ব্রাউজার রিস্টার্ট করতে হবে। এবার আমি আপনাদের কে দেখাবো এইগুলো কিভাবে ব্যাবহার করতে হয়।
Unfriend-Finder
ইনস্টল করে রিস্টার্ট করার পর নতুন কিছু জিনিস দেখতে পাবেন ।
নিচের ছবির মত করে।
ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in http://techtunes . com.bd/tuner/facebook_master/
এখানে আপনাকে আর কিছুই করতে হবে না। শুধুমাত্র কেউ যখন আপনাকে তার ফ্রেন্ডলিস্ট থেকে ডিলিট করবে আপনি একটি নোটিফিকেশন দেখতে পাবেন >>
ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in http://techtunes . com.bd/tuner/facebook_master/
তাছাড়া এতে আরো কিছু ফিচার রয়েছে।
Awaiting Request (আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহন করেনি।)
ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in http://techtunes . com.bd/tuner/facebook_master/
Settings (এটি Unfriend Finder related কিছু Settings, পড়লেই বুঝবেন।
ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in http://techtunes . com.bd/tuner/facebook_master/
ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in http://techtunes . com.bd/tuner/facebook_master/
Recent Activities Killer
নামেই যার পরিচয়। এটি ইনস্টল এর ফলে আপনি লগইন এর পর যা যা করছেন তার একটি লিস্টি যেটি আপনার দেয়ালে প্রকাশিত হয় তা প্রতিরোধ করবে। শুধু ইনস্টল করলেই চলবে। একেবারেই সহহহহজ!!
ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in http://techtunes . com.bd/tuner/facebook_master/
Facebook Photo Theatre Killer
নাম দেখেই নিষ্চয়ই বুঝে গেছেন এর কাজ। ফেসবুক এ আজকাল ছবি দেখাটা প্রচন্ড বিরকাতিকর হয়ে দাড়িয়েছে। থিয়েটার মোড এর কারনে আসলে এমনটি হচ্ছে। এটি নিয়ে আমার একটি বিস্তারিত টিউন আছে (কিভাবে এটি থেকে মুক্তি পাওয়া যায় এ সম্পর্কে জানতে আমার টিউন টিও দেখতে পারেন)। এই স্ক্রিপ্ট টিতেও আপনাকে বিশেষ কিছু করতে হবে না। খালি ইনস্টল করে নিলেই হবে।
ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in http://techtunes . com.bd/tuner/facebook_master/
Auto Like Bomb
আমার কিছু ত্যাদর বাল্যবন্ধুদের জন্য মূলত আমি এই স্ক্রিপ্ট টি ব্যবহার করি। তারা কিভাবে আমার পোস্টগুলোতে লাইক দিয়ে আমার নোটিফিকেশন বক্স ভরিয়ে ফেলছে তা আমার জানা নেই। তবে তাদের আক্রমন এর পাল্টা জবাব হিসেবে এটি খারাপ না! (সতর্কীকরন: অতি মাত্রায় ব্যবহার করবেন না। নতুবা ফেসবুক আপনার Like button এর উপর ছড়ি ঘোড়াতে পারে। )
প্রথমেই স্ক্রিপ্ট ইনস্টল করে নিন। এরপর ব্রাউজার রিস্টার্ট করে আপনার যে বন্ধুর দেয়ালে লাইক এর বন্যায় ভাসিয়ে দিতে চান তার প্রোফাইল(দেয়াল) এ যান।
এবার আপনি পেজ এর যে কোন একটি খালি অংশে ক্লিক করুন।
নিচের ছবির মত আসবে >>
"Like Bomb" চিহ্নিত অংশে ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করুন , আপনি যার দেয়ালে আক্রমন করেছেন তার দেয়ালে কয়টি লাইক পড়েছে তা দেখাবে >>
ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in http://techtunes . com.bd/tuner/facebook_master/
বেশী লাইক দিতে চাইলে দেয়ালের একদম নিচে "Older Post" এ ক্লিক করতে পারেন।
এর ফলে লাইক দেয়ার ক্ষেত্র তৈরী হবে। লাইক এর পর আপনার বন্ধুটির নোটিফিকেশন বন্যায় ভেসে যাবে >>
ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in http://techtunes . com.bd/tuner/facebook_master/
ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in http://techtunes . com.bd/tuner/facebook_master/
Facebook Bulk Un-Friend
ফেসবুক এ আমি সময় কাটানোর জন্য বিভিন্ন গেম খেলতাম। তো সেই গেম চালানোর জন্য গেমার ফ্রেন্ড থাকা জরুরী ছিল। আর সে জন্যই আমার ফ্রেন্ড এর সংখ্যা একসময় ১৫০০ ছাড়িয়ে যায়। আর এ কারনে বিড়ম্বনায় কম পড়তে হয়নি। প্রতিদিনই দেখতাম ৭-৮ টি রিকোয়েস্ট আসছে। ইগনোর করেও কাজ হচ্ছিলনা। তাই অপ্রয়োজনীয় বন্ধু কমাতে শুরু করলাম এবং তা করতে গিয়ে পড়লাম আরেক ঝামেলা তে। একজন দুজন তো আর না প্রায় ১০০০ ফ্রেন্ড ডিলিট করতে হবে। তাও যে এক জায়গা থেকে ডিলিট করতে পারবো তাও নয়। প্রত্যেকের প্রোফাইলে গিয়ে তার আন ফ্রেন্ড করতে হত, যার ফলে সময় ও kb দুটোরই অপচয় হতে লাগলো। ঘটনাচক্রে সন্ধান পেলাম এই স্ক্রিপ্ট-টির। এর ফলে মাত্র ২-৩ টি ক্লিক এই ডিলিট করেছি প্রায় ৯০০ এর মত ফ্রেন্ড। আপনিও যদি আমার মত সমস্যায় ভোগেন। তাহলে এটাই সমাধান।
সর্বপ্রথম নিশ্চিত হয়ে নিন আপনার ইনস্টলকৃত স্ক্রিপ্ট টি এনাবল আচে কিনা।
এবার সর্বপ্রথম "Edit Friends" এ ক্লিক করুন। মনে রাখবেন "Bulk Delete" এর জন্য ফ্রেন্ড লিস্ট থাকলে ভালো হয়।
ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in http://techtunes . com.bd/tuner/facebook_master/
সবুজ কালি দিয়ে মার্ক করা অংশটির মাধ্যমেই মূলত আপনি Bulk Delete এর কাজটি করবেন। যে লিস্ট থেকে ডিলিট করবেন তা সিলেক্ট করুন। আমি এখানে টিটি সিলেক্ট করলাম। চিহ্নিত অংশটিতে ক্লিক করুন।
ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in http://techtunes . com.bd/tuner/facebook_master/
1. Delete all friends in the next pages too কথাটির মানে হল সিলেক্টকৃত লিস্ট এর পরবর্তী পেজ এর বন্ধুদের ও অপসারন করবেন কিনা। করতে চাইলে টিক চিহ্ন দেবেন।
2. Highlight Only এর মাধ্যমে ডিলিট হয়না। এর কাজ হল আপনার লিস্টে ডিলিট করা হবে সেগুলোকে হাইলাইট করা।
3. Unselect/Select :
Select : ফ্রেন্ড দের নামের বাম পাশে বক্স চিহ্ন আছে খেয়াল করবেন। Select করা মানে হল যখন ডিলিট বাটনে চাপ দেবেন তখন Selected Friend delete হবে না।
Un-select: এটি Select এর কাজের ঠিক বিপরীত।
4. Delete all EXCEPT selected : এটি Bulk Delete এর সর্বশেষ ধাপ। Box check/Selected বাদে অন্যান্য বন্ধুদের(Un-Selected) পলকের মধ্যে লিস্ট থেকে রিমোভ করে দেবে।
মনে রাখবেন:
একবার ডিলিট করে দিলে পুনরুদ্ধারের কোন উপায় থাকবেনা। তাই এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন।
সম্পূর্ণ রূপে ডিলিট সম্পন্ন হতে কয়েক মিনিট/ কয়েক ঘন্টা এমনকি ১-২ দিন ও লেগে যেতে পারে। ধৈর্য্য হারাবেন না।
ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in http://techtunes . com.bd/tuner/facebook_master/
ফেসবুক সংক্রান্ত যেকোন সমস্যার কথা জানাতে পারেন এই গ্রুপ এ : Facebook Help Center (One Stop Solution)
আমার সাথে লাইভ চ্যাট করতে যোগ দিন : Facebook Guru
ফেসবুক গুরু' র ফ্যান পেজ (কেউ আমার ঢোল পিটায় না, তাই নিজেরটা নিজেই!! ) : ফেসবুক গুরু(fb guru)
▌HappY FacEbOOkinG▒▒▒
Cast Your Vote For Sundarban
To keep Sundarban in the new seven wonder's finalist's list we must vote for it by using our e-mail ID.
Direct Link of Voting Page>
http://www.new7wonders.com/community/en/new7wonders/new7wonders_of_nature/voting
Method of Voting>
http://www.new7wonders.com/file/download/mediendb/1/id/20645/
More Info About Sundarban>
http://votesundarban.net/
Nice Tune