মেইল নিবেন মেইল??? ফেসবুক মেইল!!!!

অবশেষে চালু হয়ে গেলো বহু প্রতিক্ষার ফেসবুক মেইল। অনেক জল্পনা কল্পনা শেষে ফেসবুক তাদের মেইলিং সার্ভিস চালু করেছে। এখনো এটি সব প্রোফাইলের ক্ষেত্রে চালু হয়নি। ভাগ্যবানদের মাঝে আমি একজন :mrgreen: । কিছুক্ষন আগে আমার ফেসবুক আইডি দিয়ে লগইন করার পর দেখাচ্ছিল আমার নাকি ৫৩ টি মেসেজ এসেছে! আমার তো আক্কেল গুরুম!!! কারন তার মাত্র ঘন্টাখানেক আগেও আমি ফেসবুক এ ছিলাম, মেসেজ ও চেক করেছি। তাহলে এত কম সময়ে এত মেসেজ আসে কিভাবে?? যাই হোক ক্লিক করলাম মেসেজ অপশনে। গিয়ে দেখি, মাত্র তিনটা নতুন মেসেজ  😕 ।

ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in  http:// techtunes. com.bd/tuner/ facebook_master/

পরক্ষনেই চোখে পড়লো নতুন কিছু।

মন তখন আকুপাকু করে নাচছে আর আমি Next button এ ক্লিক দিচ্ছি। কয়েকটা ক্লিক দেবার পর এলো "confirmation message"

এবার মেসেজ পাঠানোর পালা। এখানে দুটো জিনিস বলা হয়েছে।  ১ম টি ফ্রেন্ড মেসেজ পাঠালে আপনার মেসেজ বক্স এ দেখাবে। ২য় টি অন্য কোন মেইল আইডি যেমন gmail, yahoo থেকে মেসেজ আসলে তা আলাদা ভাবে দেখাবে। টেস্ট করার জন্য আমি আমার জিমেইল আইডি থেকে পাঠালাম

" Test mail"

test mail পাঠানো সম্পন্ন হলো.......

ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in  http:// techtunes. com.bd/tuner/ facebook_master/

এবার আমার ফেসবুক আইডি তে মেসেজ এসেছে কিনা তা কনফার্ম করার পালা...

সাথে সাথে চলে এলো আমার কাছে মেসেজ টি যেটা আমি gmail id থেকে পাঠিয়েছিলাম।

ম্যানুয়ালি username@facebook.com পেতে চাইলে পড়তে পারেন এই পোষ্ট টি>>

How to get a  [email protected] EmailAddress

ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in  http:// techtunes. com.bd/tuner/ facebook_master/

আমি জানিনা সুবিধাটি আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন কিনা। সবাই পেয়েছে কিনা জানার জন্য আমি আমার বড় ভাইয়ের একাউন্ট এ ঢুকলাম কিন্তু সেরকম কোন আলামত দেখলাম না। নিশ্চত হবার জন্য আমার নিজের আরো কয়েকটি একাউন্ট এও ঢু মারলাম কিন্তু সেখানেও কিছু পাইনি। তাই ইচ্ছা থাকা স্বত্বেও আরো কিছু Screenshot দিতে পারলাম না। আপনারা কি পেয়েছেন এই সুবিধা? পেয়ে থাকলে কমেন্ট এর মাধ্যমে জানান। আমি অধির আগ্রতে অপেক্ষা করছি। আমি আমার বিজনেস কার্ড এ এই ইমেইল ঠিকানা ব্যবহার করবো কি বলেন? 😉

Level 0

আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক দিন থেকেই চালু হয়েছে। তবে এখনো ইউস করি নাই। ধন্যবাদ গুরুজি……। হিহি

অভিনন্দন আপনাকে । ফেসবুক গুরু হিসাবে ফেসবুক এর মেইল সার্ভিস প্রথম আপনি যে পাবেন এই বিষয়ে কোন সন্দেহের অবকাশ নাই……হা…হা…। আমারটাও চেক করেছি, কিন্তু সুখবর টা এখনও পাইনাই ।

    আমার পরিচিত কেউ এই সার্ভিস পেয়েছে বলে শুনিনি… সেই হিসেবে আমিই প্রথম.. 🙂 কিন্তু তাই বলে বাংলাদেশে আমিই প্রথম সার্ভিসটি পেয়েছি এটা বলছিনা।

আমারটা অনেক আগেই হয়েছে।

প্রথম থেকেই পেয়েছি……….ইউজ করে মজা পাইনি………
প্রচলিত মেইল ক্লায়েন্টগুলির বিকল্প হতে এখনো অনেকদুর…….
আসলে টেক জায়ান্টরা এরকম ঘোষণা দিয়ে এ সার্ভিসগুলি এনেছে, তার অধিকাংশই ফ্লপ হয়েছে……গুগল ওয়েভ একটি উদাহরণ, এরকম আরো আছে…..
আর অধিকাংশ বর্তমান টেকজায়ান্টদের আবির্ভাব কিন্তু ঢাকঢোল পিটিয়ে নয়…….অনেকটা হঠাৎ করেই…….গুগল, ফেসবুক, ইউটিউব সব কিন্তু এমেচারদের হাত ধরেই আসা………..

@ গুরুজি, আমিও আপনার মতো খুশিতে লাফ দিছিলাম……….বাস্তবে ধপাস করে মাটিতে পরেছি……. 🙁

    ভাল লাগলো আপনার কমেন্ট পরে !!!
    আমি কি লিখব ?

    খাটি কথা বলছেন কৌশিক। কতবড় ভুলই না করলাম 🙁

খেয়াল করিনি আগে। শেয়ারের জন্য ধন্যবাদ ফেবুগুরু।

আমারটাতে দেখলাম ইয়াহু থেকে মেইল যায় না।

Level 0

chat history টা ভাল লেগেছে। আমিও email id পেয়েছি কিন্তু use করি না।

Level New

১ মাস থেকে বেশি হল যে পেয়ে গেছি

    Level New

    আরেক টা কথা, যাকে মেঈল পাঠাবেন তার সাথে আপনার এড করা থাকতে হবে,

আমি ছয়মাস আগেই পাইছি ভাই, নতুন কিছু নয় ।

Level 0

পাইয়াছি গো ভাই পাইয়াছি। আফনি পাওয়ার আগেই আমারটা কনফার্ম হইয়াছে। ভাবতেই মজা লাগে

আমি অখনো হাই ন। :'(

Level 0

vai jan amar ta to prai 1 mash holo chalu joi seeeeee.thanks

ami onek agai email paysi kintu mail pathalay facebook e mail asena…..:(

ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করবার জন্য।

আগেই পেয়েছি……….ইউজ করে মজা পাইনাই তাই ইউজ করি না /। ফ্রেন্ড ছাড়া কারো কাছে পাঠান যায় না । 🙁

দেখি চেষ্টা করে

হু

রিকুয়েস্ট দেওয়ার ৮মাস হয়ে গেছে। এখনো কোন ইনভিটিশন পাইলাম না।
যার দরকার তাকে দেয় না। ভূয় ফেসবুকমেইল।

    পান নাই দেইখা শুকরিয়া আদায় করেন… ফালতু জিনিস এইডা 🙁

অনেক দিন আগেই পেয়েছি।

হুদা কাম
কি ধরকার
গুগল বসসসসসসসস

ধন্যবাদ এরকম একটা টিউনস খুব উপকারে আসবে,

chat history mail a কিভাবে পাবো?