অবশেষে চালু হয়ে গেলো বহু প্রতিক্ষার ফেসবুক মেইল। অনেক জল্পনা কল্পনা শেষে ফেসবুক তাদের মেইলিং সার্ভিস চালু করেছে। এখনো এটি সব প্রোফাইলের ক্ষেত্রে চালু হয়নি। ভাগ্যবানদের মাঝে আমি একজন । কিছুক্ষন আগে আমার ফেসবুক আইডি দিয়ে লগইন করার পর দেখাচ্ছিল আমার নাকি ৫৩ টি মেসেজ এসেছে! আমার তো আক্কেল গুরুম!!! কারন তার মাত্র ঘন্টাখানেক আগেও আমি ফেসবুক এ ছিলাম, মেসেজ ও চেক করেছি। তাহলে এত কম সময়ে এত মেসেজ আসে কিভাবে?? যাই হোক ক্লিক করলাম মেসেজ অপশনে। গিয়ে দেখি, মাত্র তিনটা নতুন মেসেজ 😕 ।
এবার মেসেজ পাঠানোর পালা। এখানে দুটো জিনিস বলা হয়েছে। ১ম টি ফ্রেন্ড মেসেজ পাঠালে আপনার মেসেজ বক্স এ দেখাবে। ২য় টি অন্য কোন মেইল আইডি যেমন gmail, yahoo থেকে মেসেজ আসলে তা আলাদা ভাবে দেখাবে। টেস্ট করার জন্য আমি আমার জিমেইল আইডি থেকে পাঠালাম
" Test mail"
test mail পাঠানো সম্পন্ন হলো.......
এবার আমার ফেসবুক আইডি তে মেসেজ এসেছে কিনা তা কনফার্ম করার পালা...
সাথে সাথে চলে এলো আমার কাছে মেসেজ টি যেটা আমি gmail id থেকে পাঠিয়েছিলাম।
ম্যানুয়ালি username@facebook.com পেতে চাইলে পড়তে পারেন এই পোষ্ট টি>>
How to get a [email protected] EmailAddress
আমি জানিনা সুবিধাটি আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন কিনা। সবাই পেয়েছে কিনা জানার জন্য আমি আমার বড় ভাইয়ের একাউন্ট এ ঢুকলাম কিন্তু সেরকম কোন আলামত দেখলাম না। নিশ্চত হবার জন্য আমার নিজের আরো কয়েকটি একাউন্ট এও ঢু মারলাম কিন্তু সেখানেও কিছু পাইনি। তাই ইচ্ছা থাকা স্বত্বেও আরো কিছু Screenshot দিতে পারলাম না। আপনারা কি পেয়েছেন এই সুবিধা? পেয়ে থাকলে কমেন্ট এর মাধ্যমে জানান। আমি অধির আগ্রতে অপেক্ষা করছি। আমি আমার বিজনেস কার্ড এ এই ইমেইল ঠিকানা ব্যবহার করবো কি বলেন? 😉
আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...
অনেক দিন থেকেই চালু হয়েছে। তবে এখনো ইউস করি নাই। ধন্যবাদ গুরুজি……। হিহি