আমি জানিনা, এ বিষয়ে আমার পোষ্ট দেয়াটা যুক্তি সংগত কিনা। তবে যেহেতু টিটির হাজার ব্লগার এর মধ্যে কেবল আমিই শুধুমাত্র সামাজিক যোগাযোগের সাইট নিয়ে লিখছি, তাই দায়িত্বটা আমার ঘাড়েই বর্তায় বৈকি। 😀
এখন মূল কথা হলো আমরা যারা সামাজিক যোগাযোগের সাইট নিয়ে লিখছি টেকটিউন্স এর জন্মের পর থেকে গত সপ্তাহ এর আগ পর্যন্ত সামাজিক নেটওয়ার্ক এর কোন বিভাগ ছিল না। আর এ কারনে আমাদের কে বিভিন্ন সময়ে শুধুমাত্র বিভাগ দেয়া লাগবে বলেই কখনো ইন্টারনেট, কখনো টিপস এন্ড ট্রিকস, ইত্যাদি বিভাগে দিয়ে দিতাম।
কিন্তু এখন অবস্থা পাল্টেছে। গত কয়েকদিন ধরে আমার চলমান ঘ্যানর ঘ্যানর এর কারনে অবশেষে টিটির এডমিন/মড শুধুমাত্র সামাজিক যোগাযোগের সাইট নিয়ে আলাদা ভাবে ' নেটিজেন নেটওয়ার্ক ' নামে বিভাগ/Category খুলে দিয়েছেন। এর পেছনে উদ্দেশ্য ছিল পাঠকগণ যাতে সরাসরি ফেসবুক বা টুইটার সম্পর্কে বা অন্যান্য সামাজিক সাইট সম্পর্কে আপডেট তথ্যটি পেতে পারে।
এখন ক্যাটাগরি তো হলো, কিন্তু আপনাদের কাজ কিন্তু বাকি আছে। বিশেষ করে আপনারা যারা ফেসবুক, টুইটার, মাইস্পেস বা অন্যান্য সামাজিক সাইট সম্পর্কে লিখেছেন তারা টেকটিউনস এর স্বার্থে আপনাদের করা পোষ্টগুলো পুনরায় সম্পাদনা করুন এবং বিভাগ পরিবর্তন করে "নেটিজেন নেটওয়ার্ক" এ নিয়ে আসুন। আমি ইতোমধ্যে করে ফেলেছি। এবার আপনাদের পালা। আপনার লেখার বিষয় যাই হোক না কেন, মূল বিষয় যদি সামাজিক যোগাযোগ এর হয় তবে আজই শুরু করে দিন।
আমি জানি আমার এই পোষ্ট দুইদিন এর মধ্যেই পেজ থেকে সরে যাবে। আর এর ফলে টিটির ম্যাক্সিমাম লেখক রা ব্যাপারটি সম্পর্কে জানতে পারবেন না। আমি জানিনা আপনারা কি করবেন। কিন্তু যাতে বেশিরভাগ লেখক এ ব্যপারে জানতে পারেন এমন ব্যবস্থা করে দিন। ভালো হয় যদি ফেসবুকে ম্যাসেজ আকারে জানিয়ে দেন। হাজার হোক যারা সামাজিক সাইট নিয়ে লেখেন তারা টিটিতে কম আসলেও অন্তত ফেসবুক এ তো নিয়মিত! 😉
আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...
ধন্যবাদ আপনাকে। ভালোই হলো।