সবার প্রথমেই টেকটিউনস পরিবারের সকল সদস্যদের আমার সালাম - আসসালামুআলাইকুম।
মানুষের সময়ের মূল্য অনেক, তাই আমি ভূমিকা না করে সরাসরি মূল কথায় চলে যাচ্ছি।
সম্প্রতি মাসখানেক আগে আমি ফেসবুকে একটি পেইজ চালু করেছিলাম। পেইজটির নাম হল :- What's on your mind ? Share it through the world.
এখানে মানুষ তাদের Status Share করে, এবং আমরা তাদের Status তাদের Profile এর link সহ আমাদের wall এ share করে দেই যেন আমাদের পেইজ এর সব মেম্বাররা তা দেখতে পারে । আমার পেইজ এর কিছু নমুনা ছবি নিচে তুলে ধরা হল :-
ফেসবুকে এমন অনেকেই আছে যাদের বন্ধুর সংখ্যা অনেক কম। যে কারনে কোন Status দিলে Comment দেয়ার লোক খুজে পান না। তাদের জন্য এ পেইজটা অনেক কাজে লাগবে। আর ফেসবুকে Status দিয়ে যদি কোন Comment ই না পান তাহলে ফেসবুক ব্যাবহার করার মজাটাই বা কোথায়।
যাই হোক, অল্প কয়দিনেই পেইজটা অনেক জনপ্রিয় হয়ে গেছে। প্রতিদিন অসংখ্য ফ্যান এখানে Status Share করে।
এই পেইজ এ -
Indian Member ---> 25%
Bangladeshi Member ---> 20%
Indonesian Member ---> 10%
Philippine Member ---> 5%
South African Member ---> 10%
Australia & London Member ---> 10%
American & Others ---> 20%
যেহেতু এই পেইজের Admin একজন বাঙ্গালী, সুতরাং বাঙ্গালী হয়ে বাঙ্গালী বন্ধুদের আগে না বলে বিদেশীদের কিভাবে বলি।
আপনাদের সবাইকে আমার পেইজটি ভিজিট করার আমন্ত্রন রইল।
অনেক প্রত্যাশা নিয়ে এই পোষ্টটি করলাম। আপনাদের সবার কাছে অনুরোধ আমার এই Page খোলার Idea টা কেমন জানাবেন। এটাকে কিভাবে আরো জনপ্রিয় করা যায় এ ব্যাপারে পরামর্শ দিবেন।
Page এ যেতে এখানে ক্লিক করুন।
সবাইকে ধন্যবাদ।
আমি aclomac। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। লাইক করলাম। 😀