পাঠক বন্ধু গণ.... কেমন আছেন আপনারা? আবার চলে এলাম আপনাদের মাঝে। কি করব বলুন? এমন কিছু এপস্ এর সন্ধান পেলাম যে শেয়ার না করে থাকতে পারছিনা। আশা করি আমার সর্বশেষ করা ফেসবুক বার্তা আপনাদের পছন্দ হয়েছে। গত টিউনে এক ভাই বলেছিলেন, "vai amon kono app nai jeta daily amar status update korbe?" এটা উনি কেন বলেছিলেন জানিনা, কিন্তু মাথায় ঢুকে গিয়েছিল ব্যপারটা। আজ এ নিয়েও থাকছে একটি টিপস.. কোন প্রকার এপস্ সম্পর্কে জানানোর আগে স্প্যাম কিনা চেক করে নেই। তারপরও যদি কেউ আমার শেয়ার কৃত কোন এপস এ ভেজাল পান তবে কমেন্টস করে জানাবেন, আমি সেইমত ব্যবস্থা নেব। স্ট্যাটাস আপডেট নিয়ে খুজতে গিয়ে অনেক কিছুই তো পেলাম যার অনেকগুলোই আপনারা জানেন, এ নিয়ে হয়তো টিউন ও হয়েছে। আজ থাকছে স্ট্যাটাস কে কেন্দ্র করে কিছু টিপস এন্ড ট্রিকস...<
লুকিয়ে রাখুন আপনার ফেসবুক স্ট্যাটাস। মনে করুন আপনার ফেসবুক আইডি একটাই, চাকুরীজীবি মানুষ আপনি। অফিস এ এমন কোন ঘটনা ঘটে গেল যা আপনি শেয়ার করতে চান কিন্তু ত্যাদর বস এর জন্য সাহস করছেন না। তাই দিলেন ও না। এমন অবস্থায় এটি আপনাতে দেবদূতের মত হেল্পাবে 😀
কিভাবে করতে হবে বলছি। সর্ব প্রথমে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তা নাহলে কাজটা ক্যামনে করবেন? অবশ্য সাইবার ক্যাফে তে বইসাও করতে পারেন, ঠেকাইছে কে আপনারে? এর পর আপনাকে যা করতে হবে তা হল.... ওয়েট মনে কইরা নেই, ভুলে গেছি......
(২ মিনিট ২৯ সেকেন্ড পর) প্রথমে Privacy Setting এ চলে যান। অনভিজ্ঞদের জন্য একটু সহজ করি। স্টেপ গুলো ফলো করুন মনোযোগ সহকারে।
উপরের ডান পাশের কোণায় Account লেখাটিতে ক্লিক করুন। এরপর যান Privacy Setting এ। Things others share বিভাগের ২য় অপশন Can comment on posts এ দেখুন কি আছে। ওখানে গিয়ে আপনার মনের মত সেটিং প্রদান করুন।
(এর থেকে সহজ করে বলা আমার পক্ষে সম্ভব নয়। এভাবে লিখেছি, কারন জনৈক এক টিউন কমেন্টার ৯ বার আমার সাথে ফেসবই তে ম্যাসেজ আদান এর পর বুঝেছেন কিভাবে unfriend করতে হয়। বিশ্বাস করুন আর নাই করুন, ইহা সত্য )
এখানেও একটি উদাহরন দেয়া যাক। ধরুন আপনি এমন কোথাও যাবেন যেখানে সহজে ইন্টারনেট নেটওয়ার্ক পাওয়া যায়না(কোথায়ইবা পাওয়া যায়?)। সেখানে যখন থাকবেন তখন হয়তো আপনার গার্লফ্রেন্ড এর জন্মদিন বা এমন কিছু উপলক্ষ যে তাতে আপনার স্ট্যাটাস দিতেই হবে। অথবা অনেকেই সকাল সকাল উঠে সব বন্ধুকে ডেইলি Good Morning জানাতে চান (যদিও আপনি ঘুম থেকে উঠেন সকাল ১২ টার পর)। তাহলে কেবল আপনার জন্যই রয়েছে এ্ সুবিধা। প্যাচাল তবে এবার বাদ দেই। কি করতে হবে তাই বলি।
আসলে আপনাকে কিছুই করতে হবে না। যা করার তেনারাই করবেন। আপনি শুধু প্রদর্শিত লিঙ্ক এ চলে যান। নিচের ছবিটি দেখুন
প্রথমে আপনাকে লগিন করতে হবে সাইট এ গিয়ে। এরপর উপরের পেজটি আসবে।
1> আপনার ফেসবুক নাম দেখাবে
2> ১৪০ শব্দের মাঝে লিখুন আপনার স্ট্যাটাস।
3> কবে এবং কখন আপনার স্ট্যাটাসটি প্রকাশিত হবে তা ঠিক করে দিন।
4> প্রতিদিন ই একই স্ট্যাটাস দিতে চাইলে সিলেক্ট করুন Daily। এভাবে আপনার খুশি মত সিলেক্ট করুন।
5> সবশেষে Schedule এ ক্লিক করুন।
১০ টি ট্রিকস একত্রে দেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু আগামীকাল সকাল এ ক্লাস আছে তাই আর দেয়া গেলনা। বাকিটা আগামী কোন একদিন শেয়ার করবো। থাকছে কিছু চমকপ্রদ টিপস এবং এপস্ যা আপনাকে ভাবিয়ে তুলবেই এবং আগে কোথাও দেখেননি। সবাই ভালো থাকবেন ফেসবুক এর সাথেই থাকবেন , ফেসবুক গুরুর সাথে থাকবেন।
▌HappY FacEbOOkinG▒▒▒
ফেসবুক সংক্রান্ত যেকোন সমস্যার কথা জানাতে পারেন এই গ্রুপ এ : Facebook Help Center (One Stop Solution)
এছাড়া আমাকে ফেসবুক ম্যাসেজে এর মাধ্যমে জানাতে পারেন: http://www.facebook.com/muntasironline
ফেসবুক এ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে দয়া করে সাথে ম্যাসেজ যুক্ত করে দিবেন যে আপনি টেকি টিউনার
Cast Your Vote For Sundarban
To keep Sundarban in the new seven wonder’s finalist’s list we must vote for it by using our e-mail ID.
Direct Link of Voting Page>
http://www.new7wonders.com/community/en/new7wonders/new7wonders_of_nature/votingMethod of Voting>
http://www.new7wonders.com/file/download/mediendb/1/id/20645/More Info About Sundarban>
http://votesundarban.net/
আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...
ফেসবুকের এই গোপন ব্যাপারগুলো তেমন বুঝি না তাই আপনার ধারাবাহিক এই টিউনটি আমার সহায়ক হবে।