এটি আমার লেখা ধারাবাহিক ফেসবুক বার্তা । ফেব্রুয়ারী মাসের বার্তা তে চোখ বুলিয়ে নিতে এই লিংক এ ক্লিকাতে পারেন। তবে আর দেরী না করে চলুন দেখে নেওয়া যাক এ মাসের গুরুত্বপূর্ণ কয়েকটি ফেসবুক সংবাদ।
পড়ছিলেন শিরোনামসমূহ। এবারে বিস্তারিত।
এ ঘটনাটি ঘটেছে চলতি বছরের ফেব্রুয়ারী তে। "United States Patent" সংস্থাটির মতে ,
Search results, including sponsored links and algorithmic search results, are generated in response to a query, and are marked based on frequency of clicks on the search results by members of social network who are within a predetermined degree of separation from the member who submitted the query. The markers are visual tags and comprise either a text string or an image.
প্যাটেন্ট তো হল, এখন আর এর মাধ্যমে আর কোন সামাজিক সাইট ফটো ট্যাগ সিস্টেমটি ব্যাবহার করতে পারবে না। আপনি কি মনে করেন?
সূত্র: অলফেসবুক
স্ক্যাম এর ম্যাসেজ:
(This msg is a direct update from Facebook) We are getting overpopulated soon all the accounts would be closed if you are an active user please verify your account before its too late! Official Announcement-Account verification
স্ক্যাম এর ধরণ:
Survey Scam - Rogue Application
বিবরণ: যখনই এই Wall Post এর link এ ক্লিক করা হয়, তখন নিচের ছবির মত একটি পেজ আসবে যাতে "view_your_problem" Facebook application এই কথাটি বলে ইন্সটল করতে বলবে।
ভূলেও Allow করবেননা। আর যদি করেও ফেলেন ফলো করুন নিচের স্টেপ।
Allow করলে আপনার বেসিক তথ্যগুলো চলে যাবে আর এতেই স্ক্যামিং এর শুরু। সুতরাং যত দ্রুত সম্ভব এপস টি রিমুভ করে দিন সেটিংস এ গিয়ে।
চারাদিকে আজ শুধু ফেসবুক এর জয়জয়কার অবস্থা। যেখানেই যান না কেন আড্ডার ছলে দু একটি ফেসবুক নিয়ে কথা তো উঠেই থাকে, তাই না? আজকাল তাই ট্রেন্ড হয়ে উঠেছে সবকিছুর সাথেই ফেসবুক কে জুড়ে দেবার। এবার এই ট্রেন্ড এর সাথে যুক্ত হলো কী-বোর্ড। আমেরিকার কয়েকজন ফেসবুক পাগলা ফেসবুক ব্যবহার কে আরো সহজতর করতে কী-বোর্ড এই যুক্ত করে নিয়েছে প্রয়োজনীয় ফেসবুক ফিচার। আপনিও চাইলে এমন একটি কী-বোর্ড এর মালিক বনে যেতে পারেন। বিস্তারিত দেখুন এখানে
SocialKeyboards এর ইউটিউব পাঠশালা
কথগুলো একটু আজব মনে হলেও কথা সত্য। নিজেই একটু চিন্তা করে দেখুন না। আপনি মারা গেলেন অথচ কাউকে আপনি আপনার মনের কথাটি হয়তো বলে যেতে পারলেন না। ভবিষ্যতে বলবেন ভেবে তুলে রেখেছেন, কিন্তু মানুষের জীবনে প্রতিটা মুহূর্তই মৃত্যুর আগ মুহূর্ত এর মতই। কখন কি হয়ে যায় কেউ কি আর বলতে পারে? আর এইসব কথা ভেবেই তৈরী করা হয়েছে একটি ফেসবুক এপলিকেশন। যার মাধ্যমে আপনার মৃত্যুর পর আপনার সব বন্ধুরা আপনার রেখে যাওয়া বার্তা পড়তে অথবা দেখতে পাবে। ভাবছেন বার্তা সংরক্ষণ করলে সেটা মৃত্যুর পর ফেসবুক জানবে কিভাবে? এ ক্ষেত্রে সাহায্য করবে আপনার ফেসবুক এর তিনজন বিশ্বস্ত বন্ধু। এই তিনজন একত্রে যখন নিশ্চত করবেন আপনার মৃত্যুর ব্যপারটি তখন আপনার রেখে দেয়া বার্তাটি প্রকাশ পাবে সবার কাছে। বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই এলাউ করতে হবে এই এপস টি >>
http://apps.facebook.com/if_i_die
IF i Die App এর ইউটিউব পাঠশালা
টেকটিউন্স এ ফেসবুক নিয়ে আলাদা একটি বিভাগ বা ক্যাটাগরী দাবী করছি। ক্যাটাগরী এর নাম "ফেসবুক" অথবা "সামাজিক সাইট" প্রস্তাব করছি। এটি এখন সময়ের দাবী এবং ফেসবুক গুরুর দাবী। এটি হবার উপরে টিটিতে আমার পরবর্তী টিউন পোস্ট হওয়া বা না হওয়া নির্ভর করছে। টিটির মডদের প্রতি আমার আবেদন , যত দ্রুত সম্ভব বিভাগটি চালু করা হোক এবং এর সংশ্লিষ্ট যাবতীয় পোষ্ট গুলোকে সেখানে নিয়ে যাওয়া হোক।
ফেসবুক সংক্রান্ত যেকোন সমস্যার কথা জানাতে পারেন এই গ্রুপ এ : Facebook Help Center (One Stop Solution)
এছাড়া আমাকে ফেসবুক ম্যাসেজে এর মাধ্যমে জানাতে পারেন: http://www.facebook.com/muntasironline
▌HappY FacEbOOkinG▒▒▒
To keep Sundarban in the new seven wonder's finalist's list we must vote for it by using our e-mail ID.
Direct Link of Voting Page>
http://www.new7wonders.com/community/en/new7wonders/new7wonders_of_nature/voting
Method of Voting>
http://www.new7wonders.com/file/download/mediendb/1/id/20645/
More Info About Sundarban>
http://votesundarban.net/
আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...
ভাই এটা কোন চ্যানেলের সংবাদ? দারুণ হয়েছে চুপিচুপি বলে দিলাম।