বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি ফেসবুক এ কোন ছবি দেখতে গেলে কালো ব্যাকগ্রাউন্ড আসে তারপর ধীরে ধীরে আসে ছবিটা যা আমাদের মত কেবিপিএস ধারী ইন্টারনেট ব্যাবহারকারীদের বিরক্তির উদ্রেক ঘটানো টাই স্বাভাবিক।
এটাকে ফেসবুক বলছে "Theatre Mode"। অনেক দিন ধরে তাই বিভিন্ন ব্লগসাইটে এটি নিয়ে অনেক মতামত, পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখে আসছি। কিন্তু আমাদের দরকার সমাধান। আজ আমি আপনাদের এ সমস্যা(যারা মনে করেন সমস্যা) থেকে মুক্তির কয়েকটি পদ্ধতি জানিয়ে দিতে কীবোর্ড হাতে তুলে নিয়েছি। আপনাদের যেটা ভালো লাগে ফলো করবেন।
প্রথম তরীকা:
১। ছবিটি ওপেন করুন নতুন "Theatre Mode" এ।
২। Browser এর URL এর দিকে খেয়াল করুন। URL এর শেষের দিকে &theater লেখাটি মুছে দিন এবং Enter চাপুন।
৩। এখন দেখুন মজা! গায়েব হয়ে যাবে "Theatre Mode" এবং আপনি ফিরে পাবেন আপনার পরিচিত ছবি দেখার মোড।
৪। লক্ষ্য করুন, এটি স্থায়ী সমাধান নয়। প্রতিবারই আপনাকে এটি করতে হবে
দ্বিতীয় তরীকা:
"Theatre Mode" এ আসার পর পেজটিকে রিফ্রেশ করুন অথবা Ctrl+R চাপুন। এটিও প্রথমটির মত স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান পেতে নিচের তরীকাটি ব্যাবহার করতে পারেন।
তৃত্বীয় তরীকা:
এই পদ্ধতি কেবল মাত্র যারা ফায়ারফক্স এবং ক্রোম ব্যাবহার করছেন তাদের জন্য। নিচের প্লাগিন আপনাকে স্থায়ী ভাবে এ সমস্যা থেকে মুক্তি দিতে পারবে বলে আশা করছি। ক্রোম এর প্লাগীন টি আমি পরীক্ষা করে দেখার সুযোগ পাইনি। কারন আমি শুধুমাত্র ফায়ারফক্স ব্যাবহার করছি।
ফায়ারফক্স এর জন্য >>> **Click Here**
ক্রোম এর জন্য >>> **Click Here**
আপডেট:::
প্রদত্ত প্লাগীন টি(ফায়ারফক্স) এখনো Beta Version এ আছে। কারো Browser এ কাজ না করলে আমি দায়ী নই।
ফেসবুক সংক্রান্ত যেকোন সমস্যার কথা জানাতে পারেন এই গ্রুপ এ : Facebook Help Center (One Stop Solution)
এছাড়া আমাকে ফেসবুক ম্যাসেজে এর মাধ্যমে জানাতে পারেন: http://www.facebook.com/muntasironline
▌HappY FacEbOOkinG▒▒▒
To keep Sundarban in the new seven wonder's finalist's list we must vote for it by using our e-mail ID.
Direct Link of Voting Page>
http://www.new7wonders.com/community/en/new7wonders/new7wonders_of_nature/voting
Method of Voting>
http://www.new7wonders.com/file/download/mediendb/1/id/20645/
More Info About Sundarban>
http://votesundarban.net/
আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...
ধন্যবাদ ফেসবুক গুরু, ভালো বিষয়ে জানতে পারলাম।