ইদানিং ব্লগে লেখার সময় হয়ে ওঠেনা। আবার লিখতে হলে কিছু তো আগে পড়া উচিত। অন্য টিউনারের তুলনায় আমার টিউন বরাবরের মতই ভিন্ন। আমি লিখি শুধুই ফেসবুক নিয়ে। কারো ফেসবুক জনিত সমস্যা হলে চেষ্টা করি সমাধান দেবার। টেকি মিট আপ ২০১১ (আনঅফিশিয়াল) এ অনেকেই তাদের বিভিন্ন সমস্যার কথা বলেছেন আমিও উত্তর দেবার চেষ্টা চালিয়েছিলাম। বিশ্বাস করুন আর নাই করুন, আমি সেরকম মানের টিউনার নই। কিন্ত মিটআপ এ অন্য টিউনাররা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, সম্মান দেখিয়েছে তাতে আমি কিছুটা বাকরুদ্ধ ছিলাম।
যাই হোক প্যাঁচাল তো অনেক হলো। এবার আসি আসল প্রসঙ্গে। স্বীদ্ধান্ত নিয়েছি এখন থেকে প্রতিমাসে একটি অন্তত টিউন দেব যাতে থাকবে ফেসবুক এর সেই মাসের গুরুত্বপূর্ণ কিছু খবর ও তথ্য। আমিতো চেষ্টা চালিয়ে যাবোই, বাকিটা আপনাদের দোয়া ও ভালোবাসা। কেউ ফেসবুক সম্পর্কে কোন খবর জেনে থাকলে আমার সাথে শেয়ার করুন। আমি চেষ্টা করবো সত্যতা যাচাই করে বিস্তারিত উপস্থাপনের। [email protected]
[দয়া করে ফেসবুক হ্যাকিং, ফ্লাডিং বা স্ক্যামিং জনিত কিছু পাবার আবদার করবেন না।]
ফেসবুক বন্ধু বাচালেন অপর বন্ধুর প্রাণ
এরকম একটি ঘটনাই ঘটেছে ব্রিটেনের একটি শহরে। ঘটনার দিন ৩০ বছর বয়সী ব্রিটিশ চিকিৎসক 'রাহুল ভ্যালিণ্যানি'(Rahul Velineni) নিজের হাসপাতালে বসে কাজ করছিলেন এবং সেই সাথে ফেসবুক এ লগইন করা অবস্থায় ছিলেন। এমন সময় তার ফেসবুক বন্ধু পিটার বল(Peter Ball) এর স্ট্যাটাস এ চোখ আটকে যায়। তিনি দেখেন তার সেই বন্ধু পাকস্থলি জনিত ব্যাথায় ভুগছে এবং অন্যান্য কমেন্টস এর মাধ্যমে তিনি এটিকে এপেন্ডিসাইটিস হিসেবে চিহ্নিত করেন, কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেন এবং দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শও দেন। পিটার বল রাহুল এর কথা রাখেন এবং হাসপাতালে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দ্রুত অপারেশনের মাধ্যমে এপেনডিক্স অপসারণ করেন। পিটার বল বলেন “এটি অতি মাত্রায় ঝুকিপূর্ণ ছিল বলে ডাক্তাররা তাকে জানায়” এবং সেই সাথে তিনি রাহুল ভ্যালিণ্যানি এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তথ্য : দি সান
জীবন বাচানোর উদাহরণ হিসেবে এটিই প্রথম ঘটনা নয়। এর আগে শুধুমাত্র একটি ফেসবুক পোস্ট এর মাধ্যমে মিনেসোটার(Minnesota ) একটি মেয়ে নতুন কিডনি লাভ করে নতুন জীবন ফিরে পায়।
ফেসবুক পেজ এখন আরো আকর্ষণীয়
কথাটা মিথ্যে নয়। ফেসবুক এখন তার গ্রাহকদের ব্যাবসায়ীক লাভ এর জন্য কিছু এপলিকেশন এর সুবিধা যুক্ত করেছে। তাতে আপনার ফেসবুক পেজ এখন হবে আরো আকর্ষণীয় এবং স্বতন্ত্র। কোন কিছু বলার আগে আমি নিজে সেটা check করে দেখি। নিচের ছবিটি দেখুন তাহলে!
আমি এখানে আমার একটি ফেসবুক পেজ এ পরীক্ষামূলক ভাবে শুধু টাইম কাউন্টার, পোল, কন্টাক্ট অপশন যুক্ত করেছি। আপনারাও পারবেন। এ কাজের জন্য আমি ব্যাবহার করেছি
ShortStack
আরো যেসব এপলিকেশন এর সহায়তা নিতে পারেন সেগুলো হলো:
Mediafeedia
Likeable Media
Context Optional
Syncapse
ফেসবুক সংক্রান্ত যেকোন সমস্যার কথা জানাতে পারেন এই গ্রুপ এ : Facebook Help Center (One Stop Solution)
এছাড়া আমাকে ফেসবুক ম্যাসেজে এর মাধ্যমে জানাতে পারেন: http://www.facebook.com/muntasironline
▌HappY FacEbOOkinG▒▒▒
আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...
Amar ek friend er comment korar option hide hoya giasa. shi thi Dekhta pachha Na. ekhon shi kotho comment korta parsa na. bolban ki somosa.