দেখে নিন কত সহজেই Virtualbox এ ভার্চুয়াল হার্ডডিস্ক এর স্পেস বাড়ানো যায়।

সবাই কেমন আছেন?

আজকে আমার সাম্প্রতিক  ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করি

আমাদের সফটওয়্যার টেস্ট করার জন্য বিভিন্ন এনভায়রনমেন্ট প্রয়োজন হয় । এনভায়রনমেন্ট বলতে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ-৭(৩২ বিট),উইন্ডোজ-৭(৬৪বিট), উইন্ডোজ-৮,উবুন্টু, সেন্টওস ইত্যাদি।  তাই কম বেশি  সবাই ভার্চুয়াল ব্ক্স ব্যবহার করে বিভিন্ন এনভায়রনমেন্ট রেডি করার জন্য ।  কিন্তু ভার্চুয়াল বক্স ইন্সটলের সময় ডিফল্ট হার্ড ডিক্স স্পেস থাকে ২৫জিবি। সমস্যা হলো ভার্চুয়াল পিসিতে যখন উইন্ডোজের ভিতরে ভিজ্যুয়াল স্টুডিও, এসকিউএল ইত্যাদি ইন্সটলের দরকার হয় তখনই দেখা যায় হার্ডডিক্স এর স্পেস নাই। ঠিক তখনই প্রয়োজন হয় ভার্চুয়াল হার্ডডিক্সের স্পেস বাড়ানোর। এই সমস্যাটি আমি গত সপ্তাহে ৩বার সমাধান করেছি। তাই মনে করলাম এই প্রবলেমটির একটি টিউটোরিয়াল তৈরি করি ফেলি যেন পরবর্তীতে কেউ এ ধরনের সমস্যায় পড়লে নিজেই সমাধান করতে পারে। কেমন হলো ব্যাপারটাচলেন তাহলে দেখি কিভাবে ভার্চুয়াল হার্ডডিস্ক এর স্পেস কিভাবে বাড়ানো যায়

১. প্রথমে  ভার্চুয়াল হার্ডডিস্ক স্পেস চেক করে করুন নিন। অথার্ৎ কতটুক স্পেস বৃদ্ধি করতে হবে।

২.কমান্ড প্রম্পট থেকে যে লকেশনে ভার্চুয়াল বক্স ইন্সটল করা আছে সেই লকেশনে যান। ডিফল্ড থাকে এই লকেশনে- C :\Program Files\Oracle\VirtualBox\VboxManage modifiyhd “.vdi file location” –resize 40960

৩. তারপর .vdi ফাইলটির লকেশন যুক্ত  করুন

modifiyhd “.vdi file location”

৪. তারপর টোটাল ভার্চুয়াল হার্ডডিস্ক অর্থাৎ এখন যে স্পেস আছে এবং যতটুকু স্পেস বাড়ানো দরকার তা  দিয়ে ইন্টার দিয়ে প্রস করুন।

–resize 40960

টোটাল কমান্ডটি হলো

C :\Program Files\Oracle\VirtualBox\VboxManage modifiyhd “.vdi file location” –resize 40960

৫. সবশেযে ভার্চুয়াল বক্স থেকে ওএসটি রান করে ,মাই কম্পিউটার এর আইকন এ রাইট বাটন ক্লিক করে  ম্যানেজ অপশনে ক্লিক করতে হবে।  সেখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট এ ক্লিক করতে হবে । একটি ডায়লগ বক্স আসবে সেখান র্ভাচুয়াল ড্রাইবে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সপান্ড করতে হবে।

এখানে বুঝতে সমস্যা হলে ভিডিএটি দেখতে পারেন সেখানে আামি প্রত্যেকটি স্টেপ দেখানোর চেস্টা করেছি

নোট: আপনিও প্রত্যেকটি কাজের একটি  গাইডলাইন তৈরি করে রাখতে পারেন। কারন বিভিন্ন কাজের ব্যস্ততায় দেখবেন সহজ কাজটিই ভুলে গেছেন। সবচেয়ে বড় কথা হলো আপনার অনুপস্থিতিতে অন্য কেউ সহজেই কাজটি সর্ম্পুন করতে পারবে যদি একটি গাইডলাইন থাকে । আজকে তাহলে এখানেই শেষ করছি।

ও আরেকটি কথা আপনার পাশে শীতার্ত মানুষটিকে একটি শীতের বস্ত্র দিতে বুলবেন না কিন্তু!

Level 2

আমি তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিতাস একটি নদীর নাম ............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভার্চুয়াল ব্ক্স থেকে হার্ড ডিস্ক অ্যাক্সেস করতে পারছি না । কিভাবে হার্ড ডিস্ক এর ফাইল গুলো অ্যাক্সেস করব ?

    @নীলোৎপল বেদী: ভার্চুয়াল ব্ক্স এ ওএস ইন্সটলের সময় একটি.vdi তৈরি হয়েছে। এই ফাইলটি আপনার হোস্ট পিসির যেকোন একটি লকশনে আছে । এই ফাইলটি কপি করে অন্য কোন পিসির ভার্চুয়াল ব্ক্স এ অন করে দেখেন।

কিছুই বুঝলাম না !! 🙁

    @নীলোৎপল বেদী: @অদৃশ্যলোক: কি এবং কোথায় বুঝেন নাই?

ভার্টুয়াল বক্স ভাল, কিন্তু আমার কাছে VMware বেশী ভাল মনে হইছে। ধন্যবাদ টিউনটি করার জন্য।

স্বাগতম।