Proxy Toxy বুঝিনা ! Facebook সহ যেকোন banned বা Future এ Banned হবে সেরকম সাইটে ঢুকতে ব্যবহার করুন Tor Browser

বেশ কয়েকদিন আমার কম্পিউটার Update করার জণ্য কারখানায়(!) ছিল। এমনকি সাইবার যোগাযোগের সংকটের সময় অর্থাৎ 'Facebook' block/banned হবার সময়ও আমি ছিলাম যোগাযোগ বিচ্ছিন্ন। জানি facebook block হবার পর জাতি ফেসবুক গুরু হিসেবে আমার মতামতের অপেক্ষায় ছিল। যাই হোক, ফেসবুক ব্লক হবার জন্য আমি কোন নিন্দা প্রকাশ করবনা। শুধু আফসুস করব এমন একটা ডিজিটাল দেশের ভাগীদার হওয়ার জন্য এবং কিছুটা লজ্জিতও হব।

বর্তমান সরকার যে কতটা প্রযুক্তি বান্ধব তা প্রমানিত হয়েছে তাদের কার্যকলাপে। ভবিষ্যতে এ নিয়ে টিউন করব।

ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in  http://techtunes . com.bd/tuner/facebook_master/

আজ ফেসবুক ব্যবহারের জন্য একটি browser এর কথা আপনাদের সামনে পেশ করব (যদিও কিছু টিউনার আমার উপর রেগে যাবেন জাতীকে আবার ফেসবুক এর মতো এইডস এর দিকে ঠেলে দেবার জন্য।[একজন কট্টরপন্থী টিউনারের Facebook কে Aids বলে মনে করেন!] )

Tor Browser দিয়ে আপনি শুধু ফেসবুক ই না, যেকোন সাইট ব্রাউজ করতে পারেন। সুতরাং Tor use করুন আর সরকারকে কাচকলা দেখান। প্রমান করুন, বর্তমানে কোন কিছুই নিষিদ্ধ না। নিচে ব্যবহারে নিয়ম কানুন স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হল।

ছবি:০১

প্রথমে http://www.torproject.org/ সাইটে যান।

ছবি:০২

ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in  http://techtunes . com.bd/tuner/facebook_master/

উপরের ৪টা থেকে যেকোন একটি বেছে নিন। এবং ডাউনলোড করুন।

ছবি: ০৩

পছন্দমত জায়গায় Extract করুন।

ছবি: ০৪

extract করার পর Start Tor Browser.exe তে ক্লিক করুন। Connected হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ছবি: ০৫

ছবি: ০৬

ḟ@¢ℯ♭øøḱ ❡üяü in  http://techtunes . com.bd/tuner/facebook_master/

লক্ষ্য করুন সাইটের এড্রেসটি। শুদ্ধ ফেসবুকের হোম পেজ এ আছেন আপনি। লগ ইন করুন।

ছবি: ০৭

কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। Continue তে ক্লিক করুন।

ছবি: ০৮

'Submit' করুন।।।

ছবি: ০৯

এবার 'Start' এ ক্লিক করুন। ঘাবরাবেন না। কর্তৃপক্ষ একেক সময়ে একেক রকমের প্রশ্ন করে। Quiz খেলছেন মনে করে চালিয়ে যান।

ছবি: ১০

এখানে ট্যাগ করা ব্যাক্তিটি সম্পর্কে জানাতে বলা হয়েছে। ক্লিক করে Confirm দিন। এর আগে আমাকে Date of Birth / Security Question জানতে চেয়েছিল। তবে সব প্রশ্নই ফেসবুক কেন্দ্রীক হবে।

ছবি: ১১

Facebook Home এ যেতে ক্লিক করুন।

ছবি: ১২

এবার আর কি কিছু বলার আছে? শুরু করে দিন আপনার কেরামতি !!!!

ফেসবুক ব্যবহার না করতে পেরে যারা হতাশায় ভরাক্রান্ত ছিলেন তারা মন্তব্য করুন। কে যেন বলেছিল ফেসবুক ব্যবহার করলে নাকি দেশ পিছিয়ে পড়বে। আমি তার বিপক্ষে অবস্থান নিচ্ছি। কারন ফেসবুক বন্ধ থাকার কারনে আমি রেকর্ড পরিমান ক্ষতির সম্মুখিন হয়েছি। তাই এটি কার জন্য ভাল আর কার জন্য খারাপ তা বলা মুশকিল।

[ একটু পর ক্লাসে যাব। তাই পুরোটা আবার পড়ে প্রকাশ করার সময় পেলাম না। ভুল থাকলে.... দু ষ কি ত । ক্লাস থেকে ফিরে ঠিক করে নেবক্ষন ]

Level 0

আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জোসসসসসসসসসস হইছে গুরু………………………………

    অনেক ধন্যবাদ আপনাকেও। ফেসবুকের ক্ষেত্রে যদিও দেরী হয়ে গেছে। তারপরেও সতর্ক থাকুন আগামী বছরগুলোর জন্য

কি দিলেন গুরু!!!!!!!!মাথা নষ্ট…অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ফেসবুক গুরু, এর চেয়ে সহজ এবং ছোট সফটওয়ার হলো ultrasurf যা নিচের লিংক হতে ডাউনলোড করা যাবে ।
http://www.ultrareach.com/downloads/ultrasurf/u996.zip
এবার বলছি এর ব্যবহার পদ্ধতি———
এটা একটা পোর্টএবল সফটওয়ার তাই শুধু আইকনে ক্লিক করলেই চলবে । এটার ডিফল্ট হিসাবে IE থাকে । আর আপনার পছন্দনীয় ব্রাউজারে সেট করতে চাইলে নিচের ফাইলটি ডাউনলোড করুন-
http://www.mediafire.com/?k5ooun3kwy4
ধরুন আপনি ফায়ারফক্সে এড করতে চাচ্ছেন । এর জন্য এই ফাইটি ফায়ারফক্সে ওপেন করে এডঅন যুক্ত করুন । ultrasurfটি অন করে WJ enable করুন ব্যাস কাজ শেষ….

Level 0

দারুন টিউন।আমার মনে হয় এটাই সবচেয়ে সহজ উপায়।ধন্যবাদ

Your comment is awaiting moderation.
এরকম কেন ?
আমার আগের কমেন্টটি এলাও করুন…………….

আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজ আপনাদের সবার কাছে একটা সাহায্যের জন্য আশা হলো।
আমি যদি টেকটিউনসে কিছু টিউন করি তা কেমন হলো???
টিউনটির উপরে কেউ কমেন্ট করতি পারে না।এই বিষয়ে উপর কেউ কি একটু সাহায্য করবেন।খুবই কৃতজ্ঞ হবে।
আশা করি আপনাদের মধ্যে কেউ আমাকে সাহায্য করবেন।

    বশির ভাই, কোন সমস্যা থাকলে, টেকটিউনের সাহায্য পাতায় লিখুন।

ফেসবুক গরু, ভাল টিউন চালিয়ে যান 😆

    আপনাকেও ধন্যবাদ। মশাই, ‘ ফেসবুক গুরু ‘ নামকে কি এখন ‘ফেসবুক গরু’ কিংবা ‘Facebook Cow’ ডাকতে বেশী মন চাইতেছে?

আমাদের এখানে (কাতরে) আপনার দেয়া সাইটা ও ব্লক । শুধু এটা না এই ধরনের সকল সাইট এখানে ব্লক ।
সুতরাং আমি আপনার Top Broser ব্যবহার করতে পারলাম না ।

aga ata niya tune kora hoyasa

    Level 0

    একমত……………

    আগে টিউন করা হলে নিয়ম হলো টিউনটির লিংক প্রদান করে প্রমান করা। এবং প্রমান করতে হবে যে আমার টিউনটি পূর্ববর্তী টিউনের নকল।

    Level 0

    ভাই আপনি কি জানেন “Esshan গুরু ” তোর ব্রাউজার নিয়ে একখনা জটিল টিউন করেছিল।
    আর এই নিন লিঙ্কঃ https://www.techtunes.io/hacking/tune-id/25672/ প্লীজ মেহেরবাণী করে আমার মন্ত্যব খানা গায়েব করে দিয়েন না।

    Esshan Dada, আপনার জটিল টিউন টা পড়লাম। দুটো টিউন পাশাপাশি আনলে যে কেউ বলে দিতে পারে কোন টিউনটি বেশী তথ্যপূর্ণ ছিল। বিজয় কীবোর্ডের কোন key পাল্টিয়ে ফেলে নতুন key এর জন্ম দেয়া যায়। তবে অন্য কোন লেখার বর্ণনার সাথে যদি আমার টিউনের বিন্দুমাত্র পার্থ্যক্য থাকে তাহলে আর তা “নকল” টিউন থাকে না।

    আরেকটা বিষয়, অন্যান্য ব্লগে খোজ নিয়া দেখেন, অনেকে আপনার বহু আগে এ বিষয়ে লিখে গেছে। আমার কাজ ছিল কেবল, আমি যা জানি তা সবার সাথে শেয়ার করা।

ফেসবুক গুরু , অন্যরকম টিউন ভাল টিউন চালিয়ে যান । ধন্যবাদ আপনাকে ।

ভালো টিউন। এ +

ফেসবুক গুরু ভাই, গুগল ক্রোমে কিভাবে ব্যবহার করবো ???

Level 0

টর ব্রাউজার ওনেক স্লো. 🙁

    কি কন??? আমার কাছে তো আলাদা কিছু লাগে নাই। টেকটিউন ও আমি Tor দিয়া চালাইতেছি! (যদিও টেকটিউন ব্লক হয় নাই)

Level 0

এটার আর দরকার নাই! ফেসবুক অপেন করে দিছে সরকার……।।কি মজা…

    তাইতো !!!!!

    যাউকগা কালেকশনে রাখেন সামনের ৪ বছরে আরো অনেক কিছুই হবে 😀

    Level 0

    হ্যা সংগ্রহে রাখা যায়।

অনেক সুন্দর উপস্থাপনা গুরু……………..

টর ব্রাউজার প্রক্সি ব্যবহার করে রে ভাই…

Level 0

FATA FATR GORO….FATA FATR…..100 Te 100..
THANK U……..

    Level 0

    Sorry GORO Khose te akto vol hoya galo FAT(R)>E hoba..

Level New

ফেসবুক গুরু , torproject এর ডাউনলোড লিংকটা দেন। আপনি যে সাইটটি দিছেন, এটা সৌদি আরবে ব্লগ আছে। এখানে এ সাইটটা ওপেন হয় না। দোয়া করে সফটওয়ার টা ডাউনলোড করে লিংক টা দেন। ধন্যবাদ আপনার সুন্দর টিউনটি শেয়ার করার জন্য।

চমৎকার…।।