বেশ কয়েকদিন আমার কম্পিউটার Update করার জণ্য কারখানায়(!) ছিল। এমনকি সাইবার যোগাযোগের সংকটের সময় অর্থাৎ 'Facebook' block/banned হবার সময়ও আমি ছিলাম যোগাযোগ বিচ্ছিন্ন। জানি facebook block হবার পর জাতি ফেসবুক গুরু হিসেবে আমার মতামতের অপেক্ষায় ছিল। যাই হোক, ফেসবুক ব্লক হবার জন্য আমি কোন নিন্দা প্রকাশ করবনা। শুধু আফসুস করব এমন একটা ডিজিটাল দেশের ভাগীদার হওয়ার জন্য এবং কিছুটা লজ্জিতও হব।
বর্তমান সরকার যে কতটা প্রযুক্তি বান্ধব তা প্রমানিত হয়েছে তাদের কার্যকলাপে। ভবিষ্যতে এ নিয়ে টিউন করব।
আজ ফেসবুক ব্যবহারের জন্য একটি browser এর কথা আপনাদের সামনে পেশ করব (যদিও কিছু টিউনার আমার উপর রেগে যাবেন জাতীকে আবার ফেসবুক এর মতো এইডস এর দিকে ঠেলে দেবার জন্য।[একজন কট্টরপন্থী টিউনারের Facebook কে Aids বলে মনে করেন!] )
Tor Browser দিয়ে আপনি শুধু ফেসবুক ই না, যেকোন সাইট ব্রাউজ করতে পারেন। সুতরাং Tor use করুন আর সরকারকে কাচকলা দেখান। প্রমান করুন, বর্তমানে কোন কিছুই নিষিদ্ধ না। নিচে ব্যবহারে নিয়ম কানুন স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হল।
ছবি:০১
প্রথমে http://www.torproject.org/ সাইটে যান।
ছবি:০২
উপরের ৪টা থেকে যেকোন একটি বেছে নিন। এবং ডাউনলোড করুন।
ছবি: ০৩
পছন্দমত জায়গায় Extract করুন।
ছবি: ০৪
extract করার পর Start Tor Browser.exe তে ক্লিক করুন। Connected হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ছবি: ০৫
ছবি: ০৬
লক্ষ্য করুন সাইটের এড্রেসটি। শুদ্ধ ফেসবুকের হোম পেজ এ আছেন আপনি। লগ ইন করুন।
ছবি: ০৭
কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। Continue তে ক্লিক করুন।
ছবি: ০৮
'Submit' করুন।।।
ছবি: ০৯
এবার 'Start' এ ক্লিক করুন। ঘাবরাবেন না। কর্তৃপক্ষ একেক সময়ে একেক রকমের প্রশ্ন করে। Quiz খেলছেন মনে করে চালিয়ে যান।
ছবি: ১০
এখানে ট্যাগ করা ব্যাক্তিটি সম্পর্কে জানাতে বলা হয়েছে। ক্লিক করে Confirm দিন। এর আগে আমাকে Date of Birth / Security Question জানতে চেয়েছিল। তবে সব প্রশ্নই ফেসবুক কেন্দ্রীক হবে।
ছবি: ১১
Facebook Home এ যেতে ক্লিক করুন।
ছবি: ১২
এবার আর কি কিছু বলার আছে? শুরু করে দিন আপনার কেরামতি !!!!
ফেসবুক ব্যবহার না করতে পেরে যারা হতাশায় ভরাক্রান্ত ছিলেন তারা মন্তব্য করুন। কে যেন বলেছিল ফেসবুক ব্যবহার করলে নাকি দেশ পিছিয়ে পড়বে। আমি তার বিপক্ষে অবস্থান নিচ্ছি। কারন ফেসবুক বন্ধ থাকার কারনে আমি রেকর্ড পরিমান ক্ষতির সম্মুখিন হয়েছি। তাই এটি কার জন্য ভাল আর কার জন্য খারাপ তা বলা মুশকিল।
[ একটু পর ক্লাসে যাব। তাই পুরোটা আবার পড়ে প্রকাশ করার সময় পেলাম না। ভুল থাকলে.... দু ষ কি ত । ক্লাস থেকে ফিরে ঠিক করে নেবক্ষন ]
আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...
জোসসসসসসসসসস হইছে গুরু………………………………