আমরা যারা ফেসবুক ব্যবহার করি, মাঝে মাঝে মনে হয় যদি একঘেয়ে ফেসবুক Theme পরিবর্তন করে নিজের মনের মত একটা লুক দিতে পারতাম তাহলে খুবই ভালো হত। জ্বী জনাব এটা সম্ভব যদি আপনি ফায়ারফক্স ব্যবহার করেন এবং ছোট্ট একটি এড অন থাকে! তবে গুগল ক্রোম দিয়ে ও সম্ভব!
বিস্তারিত:
০১. প্রথমেই আপনাকে Add-on টি ইনস্টল করে নিতে হবে।
০২. Install হবার পর Firfox restart করতে হবে।
০৩. restart হবার পর Ad-on window এর পরিবর্তন টুকু দেখুন
০৪. এবার পছন্দমত Theme Install করুন এ সাইট থেকে
০৫. উপরের Theme গুলো থেকে আপনার পছন্দ অনুযায়ী Theme এ ক্লিক করুন। উদাহরন স্বরুপ আমি Facebook Theme - Wolf Theme- টি ইনস্টল করে দেখাচ্ছি। থিম এর লিঙ্ক এ ক্লিক করলে নিচের ছবির মত পেজ আসবে।
০৬. এরপর যে Window আসবে, তাতে Install button চাপুন। চাইলে Code edit করে নিতে পারেন। তবে এই কাজটি পরে ও করতে পারবেন।
০৭. এবার Firefox এর Tools > Add-on এ ক্লিক করে আপনার ইনস্টল হওয়া Theme টি দেখুন। এভাবে আরো থিম ইনস্টল করে নিতে পারেন।
০৮. তবে ততক্ষনে আপনার Theme টি Automatically update হয়ে যাবে। নিচের ছবিটি দেখুন
ধুর্ত শেয়ালটির জায়গায় আপনার ছবি বসাতে পারেন code edit করে।
কিছু কথা:
০১. এরকম টিউন করা হয়ে থাকলে মন্তব্য আকারে লিঙ্ক শেয়ার করুন।
০২. আপনার PC এর নেট স্পীড ধীর গতির (5kb-15kb)থাকলে আমার পরামর্শ হবে এ Theme না ব্যবহার করার।
০৩. এরকম থীম আপনার বন্ধুদের দেখাতে হলে অবশ্যই তাদেরও Add-on টি থাকতে হবে। সুতরাং বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন এর খোঁজ।
০৪. এই থীম টি Google Chrome ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারেন। এখানে বিস্তারিত পাবেন।
আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...
ভালো লিখেছেন গুরু, কিন্তু এই অধম এখোনও বিষয়টা তথাস্থ্য করতে পারেনি।
শুকরিয়া,,,,,,,,,,,,,,