সহটিউনার প্রবাসী ভাই এর একজন প্রবাসীর বিদায় এবং কিছু কথা।(শেষ টিউন) িদুঃখজনক হলেও যৌক্তিক নয়। “প্রবাসী” ভাইয়ের মত পরিপক্ক নিক থেকে এধরণের টিউন আমাদের হতবিহ্বল করেছে।
“প্রবাসী” ভাই এর মত একজন জেষ্ট, পরিপক্ক টিউনারের লেখার ধরণ এমন কাঁচা হতে পারেনা। তিনি যা লিখেছেন তা ক্ষণিকের আবেগবশতঃ হতে পারে। এর সাথে বাস্তবতার কোন মিল নেই। শীঘ্রই তিনি ফিরে আসবেন, কারণ সেবা একটি মহৎকর্ম। তিনি জাতিকে যে সেবা দিয়ে যাচ্ছেন তাঁর ক্ষণিকের আবেগ সেই সেবা প্রদানকে বন্ধ করতে পারেনা। কারণ তিনি নিজের বিবেকের কাছে দায়বদ্ধ।
জেষ্ট ব্লগার হিসাবে ফেসবুক, টেকটিউনস্ সহ সকল ব্লগে কমেন্ট করবার সময় নিজের মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে। আমার বক্তব্যে যেন এমনকিছু প্রকাশ না পায় যার জন্য অন্যরা আমাকে কিছু বলার সুযোগ পায়। বক্তব্য হওয়া উচিত যৌক্তিক, ব্যক্তিগত-আক্রমণমুক্ত ও প্রফেশনালীটি যুক্ত।
টেকটিউনসের বর্তমান মডারেটরদের এদিকে নজর দেবার অনুরোধ জানাচ্ছি। যখন আমি টেকটিউনসকে প্রতিনিধিত্ব করব, আমার বক্তব্যের ভাষা যেন হয় সে মোতাবেক।
ভাল থাকুন সুস্থ থাকুন-
নেট মাস্টার ।
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সহমত।