ফেসবুক চ্যাটিংয়ে ইমোটিকন কোড কপি-পেস্টিংয়ে সহজ সমাধান, চ্যাটিংয়ে আনুন নতুনত্ব ছোট্ট স্বদেশী সফটওয়্যার দিয়েই [ফেবু পাগলাদের অবশ্যপাঠ্য]

ফেসবুক চ্যাটিংয়ে নতুনত্ব আনার জন্য শাওন ভাইর তৈরি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন যেটা দিয়ে টেক্সটকে সহজেই কোডে রূপান্তরিত করা যাবে। 🙂 কনভার্ট হওয়া কোড ক্লিপবোর্ডে এড হয়ে যাবে। অর্থাৎ কপি করার কোন ঝামেলা নাই। 8) অটোমেটিক কপি, তবে হ্যাঁ আপনাকে যেটা করতে হবে সেটা হল পেস্ট করা। :mrgreen:

তাহলে চলুন দেখা যাক সফটওয়্যারটি কীভাবে চালাবেন:

  • প্রথমেই নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে 4MB সাইজের সফটওয়্যারটি নামিয়ে নিন:

  • এবার ডাউনলোড শেষে যেখানে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে .sfx ফাইলটার উপর রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট করুন (ডাবল ক্লিক করলেও এক্সট্র্যাক্ট হবে):

  • এক্সট্র্যাক্ট হওয়া ফোল্ডারটি ওপেন করুন:

  • এবার আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে উইন্ডোজ ফোল্ডারে যান আর লিনাক্স ব্যবহার করলে লিনাক্স ফোল্ডারটি ওপেন করুন:

  • উইন্ডোজের ক্ষেত্রে দেখুন Text to F9 Emo নামের .exe ফাইল আছে, সেটা ওপেন করুন:

  • ফেবুতে আগে থেকে লগিন করা থাকলে ভাল না থাকলে লগিন করে নিন:

  • এবার সফটওয়্যারটির টেক্সট এডিটরে ইংরেজি বর্ণমালায় কিছু লিখুন, তারপর Convert and Copy বাটনে ক্লিক করুন:

  • ফেবুতে কারও চ্যাটবাক্সে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট চাপুন অথবা Ctrl+V দিন; কোড পেস্টিংয়ের পর Enter চাপুন:

  • এই দেখুন ডেমো:

কিছু ফিচার্স:

  • ইমোটিকন কোডের জন্য Famoticon বাটন চাপলে Famoticon এর ওয়েবসাইট ওপেন হবে এবং সেখান থেকে পছন্দমত ইমোর কোড কপি করে চ্যাটবক্সে পেস্ট করতে পারেন:

  • ফেবু পাগলাদের জন্য রয়েছে ওয়ান ক্লিক ফেবু এক্সেস বাটন: 😛

  • ইচ্ছা করলে এটাকে ড্র্যাগ করে আপনার টাস্কবারে পিন করে রাখতে পারেন:

কৃতজ্ঞতা স্বীকার:

সফটওয়্যারটি তৈরি করেছেন মিনহাজুল হক শাওন। আমি শুধু রিভিউ আর ব্যবহার দেখিয়ে দিলাম। 🙂

হঠাৎ মাথায় ঝোক উঠে গেল বলে বানিয়ে ফেললাম। এটা দিয়ে টেক্সটকে সহজেই ইমোটিকন কোডে রূপান্তরিত করা যাবে। কনভার্ট হওয়া কোড ক্লিপবোর্ডে এড হয়ে যাবে। তাছাড়া ফেসবুক ও ফেমোটিকনের মূল সাইটে যাওয়ার লিংকও যুক্ত করা হয়েছে। উইন্ডোজ ও লিনাক্স এক্সিকিউটেবল সহ সোর্স কোড যুক্ত করা হয়েছে। আশা করি কাজটি ভাল লাগবে। ধন্যবাদ।

সিস্টেম রিক্যোয়ারমেন্টস:

  • উইন্ডোজ/লিনাক্স ৩২ এবং ৬৪ বিট সাপোর্ট করে

দ্রষ্টব্য:

এটা শুধু f9 emoticon কনভার্টার। এটা দিয়ে বাংলায় লিখলে কিছুই আসবে না, এটি শুধু ইংরেজি বর্ণমালাকে ছবিতে রূপান্তরিত করার কোডে কনভার্ট করে।

এখন চ্যাটিংয়ে আনুন নতুনত্ব! টিউন পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

ডাউনলোড করে ফিডব্যাক জানান।

ধন্যবাদান্তে-

Level 0

আমি নিওফাইটের রাজ্যে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শ্রবণ, মনন , অনুশীলন


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল! সবচেয়ে জটিল তোমার স্ক্রিণশট নেবার সফটটি 🙂

Awesome Soft…
Kaje Lagbe

তাইতো কই, আমার চ্যাটবক্সে হঠাত তুই ঐগুলা লেখতে গেলি ক্যা 😛

পুস্টে পিলাচ 🙂

ভাই ফেচবুকে ঢুকব কিন্তু চ্যাট অফ থাকবে কিভাবে? বললে উপকার হতো। টিউনের জন্য Thanks a lot

হুম ব্যবহার করে দেখেছি। চরম জিনিস। তবে শাওন ভাই নিজে টিউন করলে আরো বেশি ভাল হইত।

আচ্ছা ফেসবুক চ্যাট যদি প্রিন্ট করি তাহলে প্রিন্টারে এই লিখাগুলো আসবেতো? 😛 😆

বহত আচ্ছা । ইদানিং ইমোটিকনের ব্যাবহার চরম পর্যায়ে চলে গেছে । তাই প্রিয়তেই রাখলাম ।

Level 0

অনেক উপকারি হলাম। ধন্নবাদ

সফটওয়্যার টি বানানোর জন্য শাওন ভাইকে ১ মন ধইন্না 😀
কি আপনি mon kharap korlen?
Accha jan apnar jonno 32 kg dhoinna :p

    @মেহেদী হাসান বাপ্পী: শাওন ভাইকে তো আর ১ মণ ধইন্ন্যা দেন নাই, তাই ভাগের দিক থেকে আমিই বেশি পেলাম আরকি। 😛
    এত ধইন্ন্যা পেয়েও মন খারাপ করাটা অপরাধের পর্যায়ে পড়ে, তাই খুশি মনে ধইন্ন্যা ফ্রিজে তুইল্ল্যা রাখলাম 😉 :mrgreen:

Level 0

this site also awesome symbol nd text generator for fb 😛 i like it http://www.symbol4u.com

    @game: হুম এতে তো Alt Code এর পাশাপাশি সুন্দর কোড আছে দেখা যায়! শেয়ার করার জন্য ধন্যবাদ। 🙂

ধন্নবাদ

Level 0

জটিল পোস্ট!!! অনেক ধন্যবাদ সুন্দর এই পোস্টের জন্য।
ভাই, ১টি অফটপিক প্রশ্ন ছিলঃ স্ক্রীনশটে বাংলা লেখেন কিভাবে? আমি স্ক্রীনশট নেয়ার জন্য Snagit ব্যবহার করি। কিন্তু, ঐখানে অভ্র দিয়ে বাংলা লেখা যায় না ঠিকমত।

    @dolar: মন্তব্যের জন্য ধন্যবাদ 😀

    অফটপিক: আমিও স্ন্যাগিট ব্যবহার করি সেটা স্ক্রিনশটের স্টাইল দেখেই বুঝতে পারছেন! স্ন্যাগিটে অভ্র ফোনেটিক দিয়ে বাংলা লেখা যায় তবে স্পেসিংটা বেশি হয়ে যায়, তাই আমি অভ্র Output ANSI সিলেক্ট করে ANSI kalpurush ফন্টটি দিয়ে বাংলা লিখি। দেখবেন এতে লেখা কিন্তু ঠিকই আছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

      Level 0

      @নিওফাইটের রাজ্যে: ভাই, Output as ANSI সিলেক্ট করে বাংলায় লিখলেও তো(পপ আপে লেখা বাংলায় দেখালেও) ইংলিশে লেখা আসে উলটাপাল্টা শব্দের যেগুলার অর্থ নাই!
      আপনি অবশ্য বলেছেন ANSI kalpurush দিয়ে লেখেন। ঐটা করিনি আমি, এজন্যই মনে হয় এরকম হচ্ছে আমার। কিন্তু, Output as ANSI সিলেক্ট তারপর কোথা থেকে ANSI kalpurush ফন্ট সিলেক্ট করে স্ন্যাগিটে ছবিতে বাংলা লিখতে হবে?

        @dolar: এত কিছু করা লাগবে না, অভ্র ফোনেটিকে রেখে ফন্ট সোলাইমান লিপি সিলেক্ট করুন, তারপর লিখুন। এটাতে সমস্যা করছে না 🙂

          Level 0

          সবই বুঝলাম ভাই। কিন্তু, ঐ ফন্টটা সিলেক্ট করে কোথা থেকে। অনেক আগে কিভাবে জানি ডিফল্ট বাংলা ফন্ট সিয়াম রুপালি সিলেক্ট করসিলাম। কিন্তু, এখন কোন সফটওয়্যারে বাংলা লেখার জন্য কিভাবে/কোথা থেকে ডিফল্ট ফন্ট পরিবর্তন করব/সোলইমান ফন্ট সিলেক্ট করব অভ্রের জন্য, ওইটাই বুঝতেসি না। অভ্রতে ফন্ট পরিবর্তনের কোন অপশনও তো পাই না।

        @dolar: আপনি টেক্সট এডিটরটা (A নামের যে বাটনটা আছে) তে ক্লিক করে ড্র্যাগিং করে একটা বাক্স আঁকুন তারপর সেটার উপর রাইট ক্লিক করলে ফন্ট, সাইজ কালার এর একটা ছোট্ট সেমি-ট্রান্সপারেন্ট টুলবক্স দেখবেন, সেখান থেকে ফন্ট পরিবর্তন করে নিবেন!
        ধন্যবাদ। তাও সমস্যা হলে বলবেন, আমি স্ক্রিনশটসহ দেখিয়ে দেব 🙂

          Level 0

          ভাই, আপনাকে অনেক ধন্যবাদ 🙂

        @dolar: স্বাগতম :mrgreen: 🙂

মজার সফটওয়ার, চ্যাটিং এ এখন যে কোন লেখা ছবি আকারে দেব।টিটি না দেখলে কেউ বুঝতেই পারবে না কিভাবে করা হয়েছে। ধন্যবাদ ভাই সফটটা শেয়ার করার জন্য।সাথে শাওন ভাইকেও ধন্যবাদ। আপনার স্ক্রিনশট নেয়ার সফটওয়ারের লিঙ্কটা কি দিতে পারবেন ।

    @নকশিকাথা: হুম, মজা করার জন্যই সফটওয়্যার! 🙂
    ব্যবহার করতে থাকুন। 😀
    আমি স্ক্রিনশট নেওয়ার জন্য স্ন্যাগিট ১০ (Snagit by Techsmith) ব্যবহার করি। মিডিয়াফায়ার ফাইল মুছে দিয়েছে, আপনি টরেন্টে সার্চ করলে নিশ্চিৎ পাবেন। 🙂

স্ক্রিণশট গুলো জটিল……………..

Level 0

চরম একটা পোস্ট…।

স্টিকি করা হোক

chomotkar soft sathe apnar presentation o sundor

সুন্দর এই সফটওয়্যার টি তৈরি করেছেন আমাদেরি একজন, তার সম্মানার্থে টিউনটি নির্বাচিত করা হোক। ( আপদেট করে শাওন ভাইয়ের কিছু ভাষ্য দিয়ে দিলে ভালো হয় )

    @মেহেদী হাসান বাপ্পী: নির্বাচিত করতে চাইলে টেকটিউনস ডেস্কে আবেদন করে দেখতে পারেন 😛
    শাওন ভাইর কথাতো পোস্টে দেওয়া আছে “কৃতজ্ঞতা স্বীকার” ট্যাগলাইনের নিচে। আপনার জন্য দিলাম:

    হঠাৎ মাথায় ঝোক উঠে গেল বলে বানিয়ে ফেললাম। এটা দিয়ে টেক্সটকে সহজেই ইমোটিকন কোডে রূপান্তরিত করা যাবে। কনভার্ট হওয়া কোড ক্লিপবোর্ডে এড হয়ে যাবে। তাছাড়া ফেসবুক ও ফেমোটিকনের মূল সাইটে যাওয়ার লিংকও যুক্ত করা হয়েছে। উইন্ডোজ ও লিনাক্স এক্সিকিউটেবল সহ সোর্স কোড যুক্ত করা হয়েছে। আশা করি কাজটি ভাল লাগবে। ধন্যবাদ

ভাই, শেষের Kingdom of neophyte সিগনেচার টা কি দিয়া বানাইসেন??? আমিও বানাইতে চাই।

    @HyBrid Tanvir: ম্যাট্রিক্স জিফ ব্যাকগ্রাউন্ড প্যাটার্নের সাথে গিম্প সফটওয়্যারের কম্বিনেশনে তৈরি, আপনি যে নামে সিগনেচার বানাতে চান সেটা আমাকে বলতে পারেন। সময় পেলে তৈরি করে দিব 😀
    ধন্যবাদ 🙂

চরম হৈছে ভাই!

ভাই সফট্ ডাউনলোড হয় না। ওয়েবপেজ ডালো হয়। লিংক ঠিক কইরা দেন।

@লুলীয় ব্লগার: ফেসবুক আইকন গুগলেই পাওয়া যাবে। আর গিয়ার, ডাউনলোড বাটন এবং শেষের ছবিটা আমার বানানো 😛
ধন্যবাদ 🙂