ফেসবুক চ্যাটিংয়ে নতুনত্ব আনার জন্য শাওন ভাইর তৈরি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন যেটা দিয়ে টেক্সটকে সহজেই কোডে রূপান্তরিত করা যাবে। 🙂 কনভার্ট হওয়া কোড ক্লিপবোর্ডে এড হয়ে যাবে। অর্থাৎ কপি করার কোন ঝামেলা নাই। 8) অটোমেটিক কপি, তবে হ্যাঁ আপনাকে যেটা করতে হবে সেটা হল পেস্ট করা।
তাহলে চলুন দেখা যাক সফটওয়্যারটি কীভাবে চালাবেন:
- প্রথমেই নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে 4MB সাইজের সফটওয়্যারটি নামিয়ে নিন:
- এবার ডাউনলোড শেষে যেখানে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে .sfx ফাইলটার উপর রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট করুন (ডাবল ক্লিক করলেও এক্সট্র্যাক্ট হবে):
- এক্সট্র্যাক্ট হওয়া ফোল্ডারটি ওপেন করুন:
- এবার আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে উইন্ডোজ ফোল্ডারে যান আর লিনাক্স ব্যবহার করলে লিনাক্স ফোল্ডারটি ওপেন করুন:
- উইন্ডোজের ক্ষেত্রে দেখুন Text to F9 Emo নামের .exe ফাইল আছে, সেটা ওপেন করুন:
- ফেবুতে আগে থেকে লগিন করা থাকলে ভাল না থাকলে লগিন করে নিন:
- এবার সফটওয়্যারটির টেক্সট এডিটরে ইংরেজি বর্ণমালায় কিছু লিখুন, তারপর Convert and Copy বাটনে ক্লিক করুন:
- ফেবুতে কারও চ্যাটবাক্সে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট চাপুন অথবা Ctrl+V দিন; কোড পেস্টিংয়ের পর Enter চাপুন:
কিছু ফিচার্স:
- ইমোটিকন কোডের জন্য Famoticon বাটন চাপলে Famoticon এর ওয়েবসাইট ওপেন হবে এবং সেখান থেকে পছন্দমত ইমোর কোড কপি করে চ্যাটবক্সে পেস্ট করতে পারেন:
- ফেবু পাগলাদের জন্য রয়েছে ওয়ান ক্লিক ফেবু এক্সেস বাটন: 😛
- ইচ্ছা করলে এটাকে ড্র্যাগ করে আপনার টাস্কবারে পিন করে রাখতে পারেন:
কৃতজ্ঞতা স্বীকার:
সফটওয়্যারটি তৈরি করেছেন মিনহাজুল হক শাওন। আমি শুধু রিভিউ আর ব্যবহার দেখিয়ে দিলাম। 🙂
হঠাৎ মাথায় ঝোক উঠে গেল বলে বানিয়ে ফেললাম। এটা দিয়ে টেক্সটকে সহজেই ইমোটিকন কোডে রূপান্তরিত করা যাবে। কনভার্ট হওয়া কোড ক্লিপবোর্ডে এড হয়ে যাবে। তাছাড়া ফেসবুক ও ফেমোটিকনের মূল সাইটে যাওয়ার লিংকও যুক্ত করা হয়েছে। উইন্ডোজ ও লিনাক্স এক্সিকিউটেবল সহ সোর্স কোড যুক্ত করা হয়েছে। আশা করি কাজটি ভাল লাগবে। ধন্যবাদ।
সিস্টেম রিক্যোয়ারমেন্টস:
- উইন্ডোজ/লিনাক্স ৩২ এবং ৬৪ বিট সাপোর্ট করে
দ্রষ্টব্য:
এটা শুধু f9 emoticon কনভার্টার। এটা দিয়ে বাংলায় লিখলে কিছুই আসবে না, এটি শুধু ইংরেজি বর্ণমালাকে ছবিতে রূপান্তরিত করার কোডে কনভার্ট করে।
এখন চ্যাটিংয়ে আনুন নতুনত্ব! টিউন পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
ডাউনলোড করে ফিডব্যাক জানান।
ধন্যবাদান্তে-
জটিল! সবচেয়ে জটিল তোমার স্ক্রিণশট নেবার সফটটি 🙂