টাইমলাইন থেকে ফিরে আসুন পুরোনো ইষ্টাইলে!! :)

সম্মানিত টিউনার,

সম্প্রতি ফেসবুক থেকে সাফ সাফ জানিয়ে দেয়া হয়েছে আগামী মাস থেকেই ফেসবুক এ টাইমলাইন বাধ্যতামূলক করে ফেলা হবে অর্থাৎ এবার আপনি না চাইলেও টাইমলাইন ই চালাতে হবে। অন্যদের ব্যাপারে জানিনা তবে টাইমলাইন আমার কাছে খারাপ লাগেনি। বরং বেশ কিছু ফিচারের কারনে আগের চেয়ে বেশী আকর্শনীয় মনে হয়েছে। বিশেষ করে এর কভার ফটো!! আর খারাপ লাগার মতো বিষয় হলো এতে প্রাইভেসি অনেক খারাপ। আমার কমেন্ট আরেকজন পাচ্ছে, তারটা পাচ্ছি আমি। কে কুন পেজ এ লাইক দিলো কার সাথে ব্যাক্তিগত আলাপ করলো তাও অনেকটা ফাঁশ হয়ে যাচ্ছে। ১৮+ বা ২১+ জোকস বা সুড়সুড়ি মূলক পেইজ এ অনেকে এখন লিখতেও ভয় পান কারন টিকার বেটা সব শেয়ার করে দিচ্ছে :@

এছাড়া অনেকের আরো অনেক যুক্তি আছে তবে সেসব এর আড়ালে মূল যুক্তিগুলো উপরে আলোকপাত করেছি 🙂 । এখন এই টাইমলাইন থেকে বাচতে একেকজন একেক পদ্ধতি ব্যবহার করছেন। এটা নিয়ে নিয়ে হয়তো বিস্তর টিউন ও হয়েছে। যারা জানেন টিউন হয়েছে এবং  ইতোমধ্যে হাত নিশপিশ করছে নিম্নোক্ত কিছু মন্তব্য করার ::

" আপনি কি নিয়মিত টিউন পড়েন বা দেখেন? আর টিউন করার আগে কি সার্চ করে দেখেন এই বিষয় নিয়ে কোন টিউন হয়েছে কিনা? না দেখলে তা নিয়ে তর্ক করা ঠিক না। "

"এত দিন পর ফিরে এলেন বাসি খবর নিয়ে।হাহাহাহা।গতকাল ই এটা নিয়ে পর পর ২টি টিউন হয়েছে।"

" আচ্ছা আপনারা কি পোস্ট করার আগে একটু
সার্চ দিতে পারেন না???? একি পোস্ট তিন জন তিন ভাবে করে…। আজব তো!!!!!!!!!!!!!!!!!! "

উপরোক্ত মন্তব্যসমূহ আমারই একটি টিউনের মন্তব্য থেকে সরাসরি কপি-পেষ্ট করলাম। তো যা বলছিলাম, আপনি যদি জেনে থাকেন তাহলে প্লিজ পড়বেন না। মৌলিক পোষ্ট বলে কিছু নাই। একই বিষয়কে একেক জন একেক ভাবে লিখতে পারে। এই স্বাধীনতা টিউনারের অবশ্যই আছে। তবে যদি পারেন তাহলে বলুন আমি কপি-পেষ্ট পোষ্ট করেছি।
যাই হোক যা বলছিলাম, দীর্ঘ বিরতির পর আজ আমার লেখার বিষয় হিসেবে নিয়েছি "টাইমলাইন রিমুভার"। আপনাদেরকে এবার পরিচয় করিয়ে দেবো নতুন একটি পণ্য বা সুবিধার সাথে "Restyle Timeline " । এটা গতানুগতিক টাইমলাইন রিমুভার নয়। এর মাধ্যমে আপনি যেকোন সময় টাইমলাইন থেকে পুরোনো অবস্থায় ফিরে যেতে পারেন আবার কথনো টাইমলাইন দেখতে মন চাইলে সেখানেও ঢু মারতে পারেন। এ যেন ঘরে বসে হিমালয় আর সমূদ্র দুই'ই দেখে নেয়ার মতো !! 🙂

আর এজন্য খুব বেশী কষ্ট করতে হবে না আপনাকে। শুধু Restyle Timeline  এ ভিসিট করুন। কি করতে হবে না হবে তা ওখানেই দেয়া আছে। শুধু ব্রাউজার অনুযায়ী ইনস্টল করুন আর তারপর কি করতে হবে তা দেখুন >>

মন্তব্য: টাইমলাইনে থাকাকালীন আপনার প্রোফাইল থাকছে এরকম

মন্তব্য: ইনস্টল এর পর এখানটায় ক্লিক করুন

মন্তব্য:  Timeline থেকে পুরোনো অবস্থায় বা পুরোনো অবস্থা থেকে Timeline এ যেতে বাছাই করুন এবং এরপর close করুন। অটো রিফ্রেশ হবে আর না হলে রিফ্রেশ করে দেখুন!!!

মন্তব্য:  টাইমলাইন সরিয়ে ফেলার পর এরকম টা হয়ে যাবে।

এভাবে বারবার আপনি একই সাথে দুটোর মজা নিন। Restyle Timeline   এর যেকোন সাপোর্ট এর জন্য  ক্লিক করুন

আশা করি এরপর বাকিটা আপনারাই বের করে নিতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্য: এ পদ্ধতিতে স্বাভাবিক ভাবে শুধু আপনিই উপকৃত হবেন। অর্থাৎ পুরোনো অবস্থা শুধু আপনিই দেখতে পারবেন আপনার ফ্রেন্ডরা নয়।

এক্সটেনশন টি এখনো বেটা পর্যায়ে রয়েছে , সুতরাং কিছু সমস্যা থাকতেও পারে।

                       ▌HappY FacEbOOkinG▒▒▒

Level 0

আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বহুদিন পরে আপনার টিউন পেলাম 🙂 আশাকরি নিয়মিত পাবো ফেসবুক নিয়ে। ফ্যান পেজ এ বেশি লাইক পাত্তয়া যায় কি ভাবে? মূলত ত্তডেস্কের জব গুলোতে যদি জানা থাকে তবে শেয়ার করবেন।

    @swordfish: ফেসবুক নিয়ে এখন মাতামাতি অনেক কমে গেছে আসলে। তাছাড়া টিটির…. না থাক! আর অশান্তি বাড়িয়ে কি হবে………….

এটাই খুজছিলাম ধন্যবাদ ফেসবুক গুরু ভাই

Level 0

ধন্যবাদ ফেসবুক গুরু ভাই 🙂

টাইম লাইন ভালো লাগে নাই বলে কখনো ইন্সটল করি নাই।

ভাই ঢাকা শহরের ডিজিটাল ম্যাপটা আমাকে একটু দিতে পারবেন প্লিজ।তাহলে আমি খুবই উপকৃত হব।আপনার এই লিংকটা কাজ করেনা।আমার
Email: [email protected]