খুব সহজেই আপনার ফেইসবুক পেইজের সেরা ফ্যান নির্বাচন করুন এবং ফ্যানদের মজা দিন :D

কেমন আছেন সবাই ?

আশা করি সবাই ভালো আছেন।

 

আজকে প্রায় ২ মাস পর টিটিতে টিউন করতে বসলাম।

নিজের ব্যাক্তিগত কিছু কাজে খুব ব্যাস্ত থাকার কারনে টিউন করতে পারিনি এবং টিটির বেহাল অবস্থার জন্যও টিউন করার আগ্রহ হারিয়ে ফেলি 🙁

এবং আমার সব চেয়ে বড় আফসোস এবং দুঃখ লাগছে এই বিষয়ে যে  আমি টিটির এই অবস্থায় কেন, কি হচ্ছে , কেন হচ্ছেনা এবং কবে হবে টিটির এডমিন এবং মডুদের অনেক অনেক বার ম্যাসেজ , স্ট্যাটাসে ট্যাগ এবং টিটির গ্রপে ট্যাগ করে অনেক স্ট্যাটাস দিয়েছিলাম জানতে চেয়ে কিন্তূ কোন অজানা কারনে কেউ আমাকে কোন রিপ্লে দিলনা 🙁

কেন দিলনা একমাত্র উনারাই জানে , হয়তো আমি একজন সাধারন টিউনার আর উনারা অনেক ব্যাস্ত মানুষ তাই আমার মত সাধারন টিউনারের কথায় কিছু যায় আসেনা।

যাই হোক অফটপিক বাদ দিয়ে এবার আমরা টিউনে ফিরে আসি 😀

 

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেইসবুক পেইজের সেরা ফ্যান নির্বাচন করবেন ।

আমাদের অনেকেরই ফেইসবুক পেইজ আছে এবং আমরা সবাই চাই যে আমাদের পেইজ একটিভ থাকুক।

আর এই সেরা ফ্যান নির্ধারণ করার মাধ্যমে পেইজের একটিভিটি বাড়াতে পারবেন এবং মজাও করতে পারবেন 😀

তাহলে আসুন তাহলে আবার  কাজ শুরু করি।

যেভাবে সেরা ফ্যান নির্বাচন করবেন :

 

 

  • প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন
  • এই লিঙ্কে যাওয়ার পর আপনার পেইজ সিলেক্ট করুন ( নিচের ছবিগুলো দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন )

 

এই যে দেখেন আমি আমার পেইজের সেরা ফ্যানদের পেয়ে গেলাম 😀 আপনিও নিশ্চয়ই পেয়ে গেছে ?

আশা করি বুঝতে পেরেছেন এবং সবাই মজা পাবেন 😀

দোয়া করবেন যাতে নিয়মিত টিউন নিয়ে আসতে পারি ।

 

আর বাংলাদেশের রাজপুত্র সাকিব আল হাসানকে লাইক করলে আমার এই ছোট্ট পেইজে লাইকাইতে পারেন 😀  পেইজটি লাইক করতে এখানে ক্লিক করেন

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এত সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ সাব্বির ভাই । আমার পেজের কাজে আসবে –
http:facebook.com/we.hate.starjalsha

    ধন্যবাদ । আর এতো সুন্দর একটি পেইজ খুলার জন্য আপনাকে স্পেশাল ধন্যবাদ 😀 @new rafiq:

সাব্বির ভাই আমি মনে করেছি ১০০ করে অবসর নিয়েছেন। ভাল হইছে ।

অনেক দিন পর আবারো সেই সাব্বির 😀