আপনার অনেকেই জেনে থাকবেন যে, এখন ফেইসবুকেও সামুর ইমোটিকন ব্যবহার করা যায়। গতমাসে মাত্র হাতেগোনা কয়েকটি ইমোটিকন ফেইসবুকে যুক্ত করা হয়। তবে পরবর্তীতে ওই কয়েকটি ইমোটিকন বেশ জনপ্রিয়তা পাওয়ায় সবগুলি ইমোটিকন যুক্ত করা হয়।
সামহোয়্যার ইন ব্লগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ। সবাই আদর করে একে "সামু" বলে। এদের ইমোটিকনগুলি বেশ জনপ্রিয় ও অনেকেরই পছন্দনীয় হওয়ায় আমি মূলত শখের বসেই ব্যাক্তিগত উদ্দ্যোগে ইমোটিকনগুলি ফেইসবুকে ব্যবহার করার উপযোগী করে তুলি। সামুর এই ইমোটিকনগুলির সাহায্যে মূলত হাস্যকর ভাবে মনের ভাব প্রকাশ করা যায়।
তাহলে আর দেরি কেন? নিচের লিংকটাতে ক্লিক করে দেখেন নিন ইমোটিকনগুলির কোড ও ব্যবহার !
.......... ইমোটিকনগুলির কোড পেতে এখানে ক্লিক করুন।
পরের ইমোটিকনগুলির নাম দিতে সাহায্য করায় তন্ময় তাহমিদকে বিশেষ ধন্যবাদ 🙂
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
সরাসর প্রিয়তে। [[samuobak]]
খুব ভালো থাকবেন। [[partiden]]