সিসিএনএ অভিযান :: নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করতে আগ্রহী, শুধু তাদের জন্য – VLSM [অভিযান-১১]

সিসিএনএ অভিযান

  •  Basic concept about Variable Length Subnet Musk (VLSM) :

সাবনেট মাস্ক ব্যবহার করে কোনো নেটওয়ার্কে বিভক্ত করলে আপনি সবকটি সাবনেটকে একই আকারের বানাতে পারেন। আপনি যদি চান বেশি সাবনেট তাহলে হোস্টের সংখ্যা সমানভাবে কমবে।

  • Supported protocols

Variable Length Subnet Musk (VLSM) সব রাউটিং প্রটোকল সাপোর্ট করে না। যে সকল রাউটিং প্রটোকল সমূহ VLSM সাপোর্ট করে সে গুলো হলো EIGRP, OSPF, RIPv2.

  • Unsupported protocols

আর যে সকল প্রটোকল VLSM সাপোর্ট করে না সেগুলো হলো, RIP, IGRP.

  •  VLSM  কেন ব্যবহার করা হয়?

VLSM  ব্যবহার করে আমরা IP address গুলোকে সুষ্ট ভাবে ব্যবহার করতে পারি এবং অতিরিক্ত IP গুলোকে ভবিষ্যতে ব্যবহার করার জন্য জমা রাখা যায়।

চলুন একটি উদাহরন এর মাধ্যমে জানার চেষ্টা করি

ধরুন আপনি একটি Telecom অথবা ISP company তে Engineer হিসেবে  চাকরি  করছেন অথবা Interview দেওয়ার জন্য গেলেন এখন যদি বলে আপনাকে এই  (১৯২.১৬৮.১০.০/২৪) সাবনেইটি দিলাম এখন বলেন যে

২ ডিপার্টমেন্ট এ ৫০ টি করে হোস্ট প্রয়োজন

২ ডিপার্টমেন্ট এ ২৫ টি করে হোস্ট প্রয়োজন

২ ডিপার্টমেন্ট এ ১০ টি করে হোস্ট প্রয়োজন

তাহলে কিভাবে উত্তর দিবেন।

তা হলো,

২ ডিপার্টমেন্ট এ ৫০ টি করে হোস্ট প্রয়োজন হলে,

আমাদের নেটওয়ার্কটি হলো,

১৯২.১৬৮.১০.০/২৪

আমাদের হোস্ট প্রয়োজন ৫০ টি

তাহলে

=৬৪

আমরা হোস্ট বাহির করার Formula জানি যে,

Host = ৬৪-২=৬২

আর যেহেতু IPv4 এর সাইচ ৩২ বিট সেহেতু

৩২-৬=২৬ [ এখানে ২ হলো হোস্ট এর পাওয়ার]

নেটওয়ার্ক       : ১৯২.১৬৮.১০.০/২৬

সাবনেট মাস্ক    : ২৫৫.২৫৫.২৫৫.১৯২

  • আমাদের হোস্ট প্রয়োজন ২৫ টি

তাহলে

=৩২

আমরা হোস্ট বাহির করার Formula জানি যে,

Host = ৩২-২=৩০

আর যেহেতু IPv4 এর সাইচ ৩২ বিট সেহেতু

৩২-৫=২৭ [ এখানে ২ হলো হোস্ট এর পাওয়ার]

নেটওয়ার্ক        : ১৯২.১৬৮.১০.০/২৭

সাবনেট মাস্ক     : ১৯২.১৬৮.১০.২২৪

  • আমাদের হোস্ট প্রয়োজন ১০ টি

তাহলে

=১৬

আমরা হোস্ট বাহির করার Formula জানি যে,

Host = ১৬-২=১৪

আর যেহেতু IPv4 এর সাইচ ৩২ বিট সেহেতু

৩২-৪=২৮ [ এখানে ২ হলো হোস্ট এর পাওয়ার]

নেটওয়ার্ক        : ১৯২.১৬৮.১০.০/২৮

সাবনেট মাস্ক     : ২৫৫.২৫৫.২৫৫.২৪০

চলুন  এবার একটি  practical করি:

Net

Host

Block size

Network

Subnet musk

0124172.16.0.0/30255.255.255.252
0224172.16.0.4/30255.255.255.252
0324172.16.0.8/30255.255.255.252
0424172.16.0.12/30255.255.255.252
053032172.16.0.16/27255.255.255.224
06816172.16.0.32/28255.255.255.240
071016172.16.0.192/28255.255.255.240
086064172.16.0.64 /26255.255.255.192
094064172.16.0.128/26255.255.255.192

বি দ্র - VLSM করার সময় যে বিষয়টি মনে রাখতে হতে তা হলো VLSM করার সময় এমন ধরনের প্রটোকল ব্যবহার করতে যা রাউট আপডেটের সাথে সাথে সাবনেট মাস্কের তথ্য প্ররণ করে।

Level 2

আমি তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিতাস একটি নদীর নাম ............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, অনেক দিন এই সিরিজের নতুন কোনো লেখা পাচ্ছি না, ব্যাপার কি?

    ব্যস্ততার মাঝে সময় যাচ্ছে ভাই। তারপর আপনি কেমন আছেন।

      @তিতাস:
      জ্বি ভাই, ভালোই আছি। আমি আসলে আপনার লেখাগুলো পড়ে মজা পাচ্ছিলাম, তাই KUET এ CCNA শুরু করেছিলাম। এক সেমিষ্টার ভালোভাবেই শেষ করেছি।

তিতাস ভাই এখানে আপনি কাজ লেখার মাধ্যমে দেখিয়েছেন class C এর IP দিয়ে।আর pratrical এ টেবিল আর মধ্যে দিয়েচেন ক্লাস B এর IP. এখন আমারা কি করব?

আপনি এখানে যে ২টি উদাহরন দেখলেন প্রত্যেকটি ভিন্ন। দুইটা এক সাথে করলে কিন্তু জিলাপি হয়ে যাবে। :((

তিতাস ভাঈ আমি নতুন টিঊনার Networking এ carrier গরতে চাই।আমি Management থেকে Masters করলাম।একটা private Firm এ আছি। আমার এক Friend তিন মাস মেয়াদি Professional Course করার পরামরশ দেয়।আমি কি করব বুঝে উথতে পারছিনা। I want to change my track. As early as possible need to talk with you . If you don’t mind pls give your cell no. My email address is [email protected] Pls help me .

Wish you all the best – Allah Hafez

    নেটওয়ার্কিং এর প্রথম ধাপই হলো CCNA. আমি এখানে সিসিএনএ এর কিছু তথ্য শেয়ার করলাম । কোন তথ্য বুঝতে অসুবিধা হলে আমাকে মেইল করতে পারেন। আমার ই-মেইল এড্রেস হলো – [email protected]

যে উদার সে অপর কে দিতে পারে।
ধন্যবাদ আপনার এ দারুন কাজের জন্য।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

Level 0

ভাই আর পোষ্ট করবেন না??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

    নিশ্চয় করব। সাথে থাকেন।

titas vai ai hard networking korchhi
network protocol er OSI layer modle samporke ektu post korle khub upokar pai
tnks

Level 2

Thanks a lot, I’m from Cape Town, RSA. Studying IT. Your Notes are gona help me a lot.

শুনে ভাল লাগল।

নেট ৫ এ ব্লক সাইজ 32 এবং নেটওয়ার্ক 172.16.0.16/27। পরবর্তী নেটওয়ার্ক 172.16.0.48/28 না হয়ে 172.16.0.32/28 কেন হলো? ইহা বুঝতে পারি নাই। আমার কাছে মনে হচ্ছে ভুল আছে? নেট 6 এ নেটওয়ার্ক 172.16.0.48/28 হওয়া উচিত। দয়া করে একটু ব্যাখা করবেন ।