সাবনেট মাস্ক ব্যবহার করে কোনো নেটওয়ার্কে বিভক্ত করলে আপনি সবকটি সাবনেটকে একই আকারের বানাতে পারেন। আপনি যদি চান বেশি সাবনেট তাহলে হোস্টের সংখ্যা সমানভাবে কমবে।
Variable Length Subnet Musk (VLSM) সব রাউটিং প্রটোকল সাপোর্ট করে না। যে সকল রাউটিং প্রটোকল সমূহ VLSM সাপোর্ট করে সে গুলো হলো EIGRP, OSPF, RIPv2.
আর যে সকল প্রটোকল VLSM সাপোর্ট করে না সেগুলো হলো, RIP, IGRP.
VLSM ব্যবহার করে আমরা IP address গুলোকে সুষ্ট ভাবে ব্যবহার করতে পারি এবং অতিরিক্ত IP গুলোকে ভবিষ্যতে ব্যবহার করার জন্য জমা রাখা যায়।
চলুন একটি উদাহরন এর মাধ্যমে জানার চেষ্টা করি
ধরুন আপনি একটি Telecom অথবা ISP company তে Engineer হিসেবে চাকরি করছেন অথবা Interview দেওয়ার জন্য গেলেন এখন যদি বলে আপনাকে এই (১৯২.১৬৮.১০.০/২৪) সাবনেইটি দিলাম এখন বলেন যে
২ ডিপার্টমেন্ট এ ৫০ টি করে হোস্ট প্রয়োজন
২ ডিপার্টমেন্ট এ ২৫ টি করে হোস্ট প্রয়োজন
২ ডিপার্টমেন্ট এ ১০ টি করে হোস্ট প্রয়োজন
তাহলে কিভাবে উত্তর দিবেন।
তা হলো,
২ ডিপার্টমেন্ট এ ৫০ টি করে হোস্ট প্রয়োজন হলে,
আমাদের নেটওয়ার্কটি হলো,
১৯২.১৬৮.১০.০/২৪
তাহলে
২৬=৬৪
আমরা হোস্ট বাহির করার Formula জানি যে,
Host = ৬৪-২=৬২
আর যেহেতু IPv4 এর সাইচ ৩২ বিট সেহেতু
৩২-৬=২৬ [ এখানে ২ হলো হোস্ট এর পাওয়ার]
নেটওয়ার্ক : ১৯২.১৬৮.১০.০/২৬
সাবনেট মাস্ক : ২৫৫.২৫৫.২৫৫.১৯২
তাহলে
২৫ =৩২
আমরা হোস্ট বাহির করার Formula জানি যে,
Host = ৩২-২=৩০
আর যেহেতু IPv4 এর সাইচ ৩২ বিট সেহেতু
৩২-৫=২৭ [ এখানে ২ হলো হোস্ট এর পাওয়ার]
নেটওয়ার্ক : ১৯২.১৬৮.১০.০/২৭
সাবনেট মাস্ক : ১৯২.১৬৮.১০.২২৪
তাহলে
২৪ =১৬
আমরা হোস্ট বাহির করার Formula জানি যে,
Host = ১৬-২=১৪
আর যেহেতু IPv4 এর সাইচ ৩২ বিট সেহেতু
৩২-৪=২৮ [ এখানে ২ হলো হোস্ট এর পাওয়ার]
নেটওয়ার্ক : ১৯২.১৬৮.১০.০/২৮
সাবনেট মাস্ক : ২৫৫.২৫৫.২৫৫.২৪০
চলুন এবার একটি practical করি:
Net | Host | Block size | Network | Subnet musk |
01 | 2 | 4 | 172.16.0.0/30 | 255.255.255.252 |
02 | 2 | 4 | 172.16.0.4/30 | 255.255.255.252 |
03 | 2 | 4 | 172.16.0.8/30 | 255.255.255.252 |
04 | 2 | 4 | 172.16.0.12/30 | 255.255.255.252 |
05 | 30 | 32 | 172.16.0.16/27 | 255.255.255.224 |
06 | 8 | 16 | 172.16.0.32/28 | 255.255.255.240 |
07 | 10 | 16 | 172.16.0.192/28 | 255.255.255.240 |
08 | 60 | 64 | 172.16.0.64 /26 | 255.255.255.192 |
09 | 40 | 64 | 172.16.0.128/26 | 255.255.255.192 |
বি দ্র - VLSM করার সময় যে বিষয়টি মনে রাখতে হতে তা হলো VLSM করার সময় এমন ধরনের প্রটোকল ব্যবহার করতে যা রাউট আপডেটের সাথে সাথে সাবনেট মাস্কের তথ্য প্ররণ করে।
আমি তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিতাস একটি নদীর নাম ............
ভাই, অনেক দিন এই সিরিজের নতুন কোনো লেখা পাচ্ছি না, ব্যাপার কি?