টিউনের টাইটেল দেখে মনে হয় বুঝতে পেরেছেন আমি কি নিয়ে শেয়ার করতে যাচ্ছি।
বিশেষ করে যারা মোবাইলে Ebuddy ব্যবহার করেন 😛 ।
আমরা মাঝেমাঝে যখন ঘুম থেকে উঠে দেখি Messege(10+) তখন সত্যি অবাক হই ।
পড়ি দেখি লেখা আছে যে বন্ধু কার সাথে Chat করতাছো আমাদের বাদ দিয়া, ভাই বিজি ? , কিরে বেডা ভাব বেড়ে গেছে ? 😀 ।
আবার অনেক বন্ধু রাগও করে ফেলে ।এটার মানে আপনাকে সারাদিন Online এ দেখাচ্ছে।
Ebuddy তে যখন আপনি log in করেন তখন দেখবেন লেখা আছে Sign in silently & Remember Password এই দুইটাতে টিক চিহ্ন দেওয়া আছে ।
এই টিক চিহ্ন গুলাই আপনাকে Online এ দেখানোর মূল কারন ।
এই কারনে আপনার Password টা মনে রেখে আপনাকে সারাদিন অনলাইনে এ দেখায় ।
এই দুইটাতে টিক চিহ্ন টা উঠিয়ে Sign in করবেন ।
দেখবেন আপনাকে আর অনলাইনে দেখাবেনা।
তারপরো আপনাকে সারাদিন অনলাইনে দেখালে আপনি আর এই Software টা রাখবেন না এটা Remove করে নতুন আরেকটা ডাউনলোড করে ফেলবেন । তারপর আপনাকে আর অনলাইনে এ দেখাবেনা । মনে রাখবেন Ebuddy ব্যবহার করলে পরে আর কখনও Sign in silently & Remember Password এই দুইটাতে টিক চিহ্ন দিবেননা ।
আশা করি অনেকের কাজে লাগবে। খুবই সহজ একটা টিপস যারা জানেননা তাদের জন্য শেয়ার করলাম।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
এই তাইলে কাহিনী…