ফেইসবুকের আপডেডের মনে হয় শেষ নেই।
তবে এখন আর তেমন আপডেড হচ্ছেনা।
আর এই সিস্টেম আপডেডের সব চেয়ে মজার বা সব চেয়ে বিরক্তকর হচ্ছে টাইম লাইন।
অনেকের কাছেই টাইম লাইন ভালো লাগে আবার অনেকের কাছেই বিরক্ত লাগে।
আর আমিও সেই বিরক্তদের কাতারে।
অনেকেই অনেক ভাবে এই টাইম লাইন থেকে মুক্তি পাওয়ার জন্য টিউন করেছে।
তবে কাদের এই নিয়মে হয়েছে আমার জানা নেই , তবে আমি শত চেষ্টা করেও করতে পারিনি 🙁
তো এখন গুগল মামারে ছাড়া কি আর কোন উপায় আছে ? 😆
গুগলে অনেক সার্চ করেছি তবে সবার দেখানো নিয়ম একি যেমন করে টিটিতে টিউন হয়েছিল।
তবে কালকে একটি সহজ এবং জটিল এই সিস্টেম পেয়ে গেলাম।
আর যারা আমার মত বিরক্তের ভিতর আছেন তাদের মুক্তি দেওয়ার জন্য আজকে আমার এই টিউন।
আসুন এবার কাজের কথায় আসি।
প্রথমে বলি রাখি আমার দেখানো সিস্টেম একটি এডওনের মাধ্যমে এবং এটি ফায়ারফক্সে কাজ করবে।
আশা করি অনেকেরি কাজে লাগবে। আর গুগল ক্রম ব্যবহারকারীদের যদি এই ধরনের টিপস দরকার হয় তাহলে কমেন্টে বলতে পারেন।
ভালো লাগলে কমেন্ট করবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
ভাই, এতে করে টাইমলাইন ডিএক্টিভেট হবে না।