আপনার ফেইসবুক পেইজের জন্য মোবাইল শেয়ার লিংক তৈরি করুন

ইন্টারনেট ব্যবহার করেন কিন্তূ ফেইসবুক ব্যবহার করেন না এমন কেউ কি আছেন ???

আমার জানামতে নেই।

আমরা সবাই পিসি অথবা মোবাইল দিয়েই ফেইসবুক ব্যবহার করি।

যারা পিসি দিয়ে করে তাদের কোন সমস্যাই নেই তবে যারা মোবাইল ব্যবহারকারী তারা বেশ কিছু সুযোগ থেকে বঞ্চিত হন।

 

আর মোবাইল ব্যবহারকারীরা সম্প্রতি যে সমস্যার সম্মুখিন হন তাহলো কোন স্ট্যাটাস মোবাইল দিয়ে শেয়ার করা যায়না।

আর এই সমস্যা এবং বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় বিভিন্ন পেইজের এডমিনরা।

কারন যারা মোবাইল ব্যবহারকারী তারা শুধু এডমিনদের কাছে মোবাইল শেয়ার লিংক চায়।

তখন আপনি কি করবেন ?

সিস্টেম জানা থাকলেতো ভালই কিন্তূ না থাকলে কি করবেন ???

 

আর চিন্তা করতে হবেনা আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই মোবাইল শেয়ার লিংক তৈরি করবেন।

 

  • এর জন্য প্রথমে এই  লিঙ্কে ক্লিক করুন ।
  •  এবার একটি লিংক বক্স দেখবেন। এখানে প্রথমেwww.facebook.com/sharer/sharer.php?u= এই লিংকটি এবং এর পর আপনার পেইজের লিংকটি কপি করে পাশাপাশি বসিয়ে Shorten এ ক্লিক করুন। অর্থাৎ u?= এর পর আপনার পেইজের লিংকটি বসাবেন।

  • এবার এই রকম একটি লিংক পাবেন এবং এটাই আপনার মোবাইল শেয়ার লিংক

 

আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরও কোথায়ও বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন।

আর আমি জানিনা এটি নিয়ে আর আগে কেউ টিউন করেছেন কিনা , যদি আর আগে কেউ করে থাকেন আমি টিউনার ভাইয়ের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি।

 

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদের সাব্বির আলম।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পেজ এর কোনো স্ট্যাটাস এর লিঙ্ক কিভাবে পাবো?

🙂

অনেকে status&photo এর সাথে share এর link দেয়।এটা কীভাবে?আপনি যেটা দিয়েছেন এটা পোষ্ট দেওয়ার পর শেয়ারের linkপাব এবং এটা কমেন্টে দিতে হবে।পোষ্ট দেওয়ার সাথেই শেয়ারের লিংক দেব কীভাবে?

Level 0

pskurl.com

আমি Social network ব্যবহার করা একদম করিনা তবুও শেয়ার করার জন্য শুকরিয়া

ধন্যযোগ .. এটাই খুঁজতেছিলাম! 🙂

টিউনটা অনেক উপকারে আসবে..

কাজে অসবে thanks

অসংখ্য ধন্যবাদ ।

@[349636461738323:]