ফেইসবুকে ভিডিও কলিং সেবাটি চালু আর এর পেছনের কিছু কথা আমি বিজ্ঞান প্রযুক্তি ব্লগে প্রকাশিত একটি পোস্টে লিখেছি। এখানে ক্লিক করে সেটি একনজরে দেখে নিতে পারেন। ফেইসবুক ভিডিও কলিং সম্পর্কে কতটুকু জানা হলো? আমি যতটুকু জেনেছি তার সবই আগের পোস্টে শেয়ার করা হয়েছে। কোন তথ্য জানার থাকলে মন্তব্যের মাধ্যমে প্রশ্ন করতে পারেন।
ভিডিও কলিং সম্পর্কে তো অনেক জানা হলো, চলুন এবার প্র্যাক্টিক্যাল করার পালা। ফেইসবুক বন্ধুদের সাথে কিভাবে ভিডিও চ্যাটিং করা যাবে সেটিই এখন আপনাদের দেখাবো। এজন্য প্রথমে আপনার ফেইসবুকে লগ-ইন করুন। এবার ফেইসবুক.কম/ভিডিওকলিং লিংকটিতে ক্লিকান। নিচের মতো একটি পেইজ পাবেন।
এবার Get Started লেখা বাটনটিতে ক্লিক করতে হবে। আপনার কতজন বন্ধু ইতিমধ্যে ফেইসবুক ভিডিও কলিং সেবাটি চালু করেছেন নিচে সেটি দেখার সুযোগ পাবেন। মূলত ফেইসবুক ভিডিও চ্যাটিংটি আপনার জন্য চালু হয়ে গেল। এবার আপনার চ্যাট অপশনটিতে বেশকিছু পরিবর্তন আসবে। যেমন আগে যেখানে আপনার চ্যাটিং বারে শুধু মিনিমাইজ করার একটি অপশন থাকতো সেখানে ‘Start a video call’ এবং Settings নামে দুটি বাটন যুক্ত হয়েছে।
চ্যাট অপশন থেকে যেকোন একজন অনলাইন বন্ধুর নামের উপর ক্লিক করুন। এরপর চ্যাটবারের উপরের দিক থেকে ‘Start a video call’ বানটটিতে (ক্যামেরা চিহ্ন)ক্লিক করুন। নিচের ছবিতে দেখানো হলো।
প্রথমবারের ক্ষেত্রে স্বয়ংক্রীয়ভাবে একটি সফটওয়্যার ডাউনলোড শুরু হবে। আমার স্ক্রিনশট টা নিচে দিয়ে দিলাম।
এটি মূলত স্কাইপ ভিডিও টেকনোলজির সাথে ব্রাউজারকে কম্পাটিবল করার জন্য একটি অ্যাড-অনস সফটওয়্যার। ডাউনলোড শেষে সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করুন। এবার আপনি ফেইসবুকে ভিডিও কলিংয়ের জন্য উপযুক্ত হলেন। এখন আপনার যে বন্ধুটির সাথে ভিডিও কলিং করতে চান তাকেও বলুন একইভাবে সফটওয়্যারটি সেটআপ করে নেয়ার জন্য। দুইজনের কম্পিউটারই সঠিকভাবে সেটআপ না হলে ভিডিও চ্যাটিং করা যাবেনা। দুজনেরই সেট আপ সম্পূর্ণ হওয়ার পর আবার চ্যাটবার থেকে উক্ত বন্ধুর নামের উপর ক্লিক করুন। চ্যাটবার ওপেন হবে। উপর থেকে আবারও ‘Start a video call’ বানটটিতে ক্লিক করুন। দেখবেন বন্ধুকে ভিডিও কলিংয়ের জন্য আমন্ত্রণ জানাতে শুরু করেছে ব্রাউজার নিজেই। একটি পপ আপ উইন্ডো নিচের মতো বার্তা প্রদর্শন করবে।
আপনার বন্ধুর কাছে কল এসেছে এমন একটি পপ আপ বার্তা প্রদর্শিত হবে স্বয়ংক্রীয়ভাবে। সেখান থেকে কল অ্যানসার করার একটি অপশনও থাকবে। উনি কেবল মাউস দিয়ে অ্যানসার বাটনটিতে ক্লিক করলেই হলো। শুরু হয়ে যাবে দুজনের ভিডিও কলিং।
ভিডিও কলিং শুরু করার আগে নিজের হেডফোন এবং ওয়েবক্যামের সেটিংস ঠিক আছে কিনা দেখে নিবেন। ওয়েবক্যাম ঠিক না থাকলে যেমন ভিডিও দেখা যাবেনা তেমনি হেডফোন ঠিক না থাকলে কথা বলার সুযোগ থাকবেনা।
প্রিয় পাঠক, ফেইসবুকের নতুন এ ফিচারটি আপনার কেমন লাগছে? এটি কি গুগল প্লাস হ্যাংউটের কাছে হেরে যাবে নাকি বিজয়ী হবে? আপনার মতামত মন্তব্যের মাধ্যমে জানান দিন।
বন্ধুদের জানানোর জন্য এটি যেকোন সামাজিক যোগাযোগ সাইটে শেয়ার করা যাবে। 🙂
বি: দ্র: লেখাটি প্রথমে বিজ্ঞান প্রযুক্তি ব্লগে প্রকাশিত।
আমি আল-আমিন কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পেশা সাংবাদিকতা, কাজের ক্ষেত্র তথ্যপ্রযুক্তি। বর্তমানে দৈনিক কালের কন্ঠে কাজ করছি। ব্লগিংয়েও নিয়মিত।
ধন্যবাদ শেয়ার করার জন্য