পি.এইচ.পি ও মাই.এস.কিউ.এল দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের Web Base Automation Application তৈরী-০১

অনেক দিন পর আবার সেই টেকটিউনস এ ফিরে এলাম। যাই হোক টেকটিউনস আমার সেই  শিক্ষক যার দ্বারা আমি আজ এতদূর আসতে পেরেছি। যাই হোক কাজের কথায় আসি। আমি অনেক দিন যাবত ভাবছিলাম php-mysql নিয়ে একটি পূর্নাঙ্গ একটি Web Base Automation তৈরীর ধারাবাহিক টিউটোরিয়াল লিখব। এখন ব্যস্ততা কম তাই শুরু করছি। আমি মূলত ২ টি Web Base Automation এর উপর টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব।

১. শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত)

২. ব্যবসায় প্রতিষ্ঠানের (মাঝারি আকারের)

এর মধ্যে প্রথমটি হবে শিক্ষাপ্রতিষ্ঠানের Web Base Automation  তৈরী।

শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলত একাডেমিক কার্যক্রম, ভর্তি কার্যক্রম, রেজাল্ট পাবলিকেশসন্স ইত্যাদি কিভাবে অনলাইন বেইস php-mysql দিয়ে ডেভলাপ করা যায় সেটা নিয়ে।

তো সবার দোয়া, উৎসাহ ও সমালোচনা কামনা করছি।

প্রথমেই আমাদের প্রয়োজন হবে যে কম্পিউটারে কাজ কাজ করব সেটাকে একটি সার্ভারে রুপান্তর করা। এর জন্য আমরা

ওয়াম্প সার্ভার
ওয়াম্প সার্ভার

WampServer ব্যবহার করব। আর WampServer ডাউলোড লিংক হলো http://www.wampserver.com

আর php,html,css,javascript এর কোড লেখার জন্য নোটপ্যাড++ ডাউনলোড করে ব্যবহার করব।তো ১ম পর্ব এতটুকুই।

২য় পর্বে আমি আপনাদের wamp এর ব্যবহার ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রমের Web Automation Application এর ইন্টারফেস পেজটি তৈরী করার প্রক্রিয়া দেখাবো ।

Level 0

আমি হুমায়ুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অতি সাধারন মানুষ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ছালাম জানাই। ভাই খুব একটা ভালো কাজ । চালিয়ে যান আমি আপনার সাথে আছি। আর একটু দরকার ভাই আপনার সাথে যোগাযোগ করার । কিন্তু কোন ভাবেই আপনার সন্ধান পাইলাম না। যদি পারেন আপনার ফেসবুক এডেস্য দেন। আর সাভার কোনটা ডাউন লোড করতে হবে বুজলাম না। পরবতি িটউনের অপেক্ষায় রইলাম।

    @Rezaul Karim: ভাই ধন্যবাদ। সার্ভার বলতে এখানে সার্ভার সফটওয়্যারকে বুঝিয়েছি। wamp server এ কাজের ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়। তাই আমি wamp server এর কথা বলেছি। আর বর্তমানে professional web application যারা develop করে তারা অনেকেই wamp server ব্যবহার করে। আমি নিজেও ব্যবহার করি। তবে কেউ যদি xampp ব্যবহার করে আমার প্রজেক্ট দুটি কে ফলো করেন তবে তা করা যাবে। কিন্তুু মনে রাখতে হবে wamp server এ প্রজেক্টটি রাখতে হবে www ফোল্ডারে আর xampp এর ক্ষেত্রে htdocs ফোল্ডারে।

চালিয়ে যান
Thanks

ভাই ধন্যবাদ

Level 0

খুব একটা ভালো কাজ । চালিয়ে যান আমি আপনার সাথে আছি।পরবতি িটউনের অপেক্ষায় রইলাম।