পৃথিবীর সবচেয়ে পাতলা স্মার্টফোন আনছে মটোরোলা

কেমন আছেন সবাই ???

আশা করি ভালই আছেন।

সব সময় ভালো থাকুন এই প্রত্যাশায় আমি আজকের টিউন শুরু করছি।

জানিনা কে কে মটোরোলা ব্যবহার করেন ।

আমার কাছে কখনো মটোরোলা ভালো লাগেনি।

টিউনের টাইটেল দেখে মনে হয় সবাই বুঝে গেছেন যে আমি কি নিয়ে টিউন করতে বসলাম।

সম্প্রতি মটোরোলা পৃথিবীর সবচেয়ে পাতলা স্মার্টফোন বাজারজাত করছে।

মোবাইলটির ফিউচার

  • নাম -  মটোরোলা ড্রয়েড রেজর
  • স্ক্রীন- ৪.৩ ইঞ্চির
  • চওড়া - ৭.১ মিলিমিটার
  • ক্যামেরা- ৮ মেগাপিক্সেল
  • প্রসেসর- ১.২
  •  র‍্যাম- ১ জিবি
  •  অপারেটিং সিস্টেমের - অ্যান্ড্রয়েড জিঞ্জারবার্ড

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনে কই দেখলেন এইডার দাম 22800 টাকা?
আমি তো কোন জায়গায়ই 45000 এর নিচে পাইলাম না!

    আমিতো দাম পাইলাম ৩০০ ডলার । তাহলে ৩০০ ডলার মানে কত ??? @বাবর:

      @সাব্বির আলম: ভাই কোথায় দেখেছেন লিংকটা দেয়া যাবে?
      আমি যে কয়টা পেলাম কোনটাই 650 ডলারের নিচে বলতেছে না।

      Level New

      @সাব্বির আলম: বুঝছি, সাব্বির ভাই আমেরিকান/ ইউরোপিয়ান কন্ট্রাক্ট প্রাস দেখে প্যাচায়ে ফেলছেন। ওদের দেশের মোবাইল মার্কেটিং পলিসি আর আমাদেরটা ১০০% আলাদা। সেখানে সবাই মোবাইল কিনে মোবাইল অপারেটরের কাছ থেকে। এর জন্য আমেরিকায় আপনাকে ২৪ মাসের কন্ট্রাক্ট সাইন করতে হয়। মানে ৩০০ ডলার দিয়ে ফোন কিনে আপনাকে পরবর্তী ২৪ মাসের জন্য ৩০-৮০ ডলার/মাসের টকটাইম+এসএমএস+ইন্টারনেট অফার একইসাথে কিনতে হয়, যেটা আপনি মাসে মাসে পরিশোধ করবেন। আর ইউরোপ/কানাডায় সময়সীমা ১২-৩৬ মাস। অস্ট্রেলিয়াতেও একই নিয়ম। সুতরাং সেসব দেশের সাইটে মোবাইলের দাম বলতে কন্ট্রাক্ট সাইনিং প্রাইসকে বুঝানো হয়। আনলক/কন্ট্রাক্ট ফ্রি হলে সেটা উল্লেখ থাকবে। আশা করি পরিস্কার হয়েছে।
      যেমন এপলের মেইন সাইটে গেলে আপনি আমেরিকার দাম দেখবেন, সেখানে লেখা Buy iPhone from $0। আশা করি তখন নিজেই বুঝে যাবেন।
      এখন পর্যন্ত আমি যতোটুকু জানি আমেরিকায় আনলক ভার্সন ৬৫০ ডলার, ইউকেতে ৪৫৫ পাউন্ড আর ভারতে ৩৩৯০০ রুপী।

      @সাব্বির আলম: এইডা ভাই কিসের লিংক দিলেন!!!! ওখানে গেলে এই হেডলাইন দেখায় “আজ থেকে মুঠোফোনে অর্থহীনের ‘অসমাপ্ত-২'” !!!!!!!!!!
      তারচেয়ে আপনি এক কাজ করেন, এমাজনে গিয়ে সার্চ দেন।

    Oh nooo, sorry sorry sorry. Wait @বাবর:

      @সাব্বির আলম: ভাই এটা যে এক মাসেরও বেশি পুরোনো খবর সেটা খেয়াল করেছেন? তখনও ফোন রিলিজই হয় নাই।
      আরও বিস্তারিত জানতে সেতু ভাইয়ের কমেন্টটা পড়ে দেখুন।

    হুম কমেন্ট পড়লাম । উনার কথাই ঠিক হবে @বাবর:

      Level New

      @সাব্বির আলম: আমাজনে গেলেও ভেজাল আছে। আমেরিকায় মটোরোলা রেজরের এক্সক্লুসিভ রিলিজ পার্টনার হচ্ছে ভেরিজন ওয়ারলেস, যেটা সেদেশের সবচেয়ে বড় সিডিএমএ মোবাইল অপারেটর। আমাজনের তাদের লিঙ্ক সবার আগে থাকবে যেখানে ৩০০ ডলার দাম লিখা থাকবে। আর আমেরিকায় মটোরোলা রেজরের নাম শুধু ড্রয়েড রেজর, আবার ইন্টারন্যাশনাল ভার্সনের নাম মটোরোলা রেজর। আমেরিকায় বেশিরভাগ মোবাইলই মোবাইল অপারেটররা বিক্রি করে দেখে সেখানে নির্মাতার নাম থাকে না সেটের গায়ে। এবং আমেরিকান রেজর LTE এনাবেল ৪জি সিডিএমএ। আর ইন্টারন্যশনাল মডেল ৩জি জিএসএম। আর আমেরিকায় বেশিরভাগ মোবাইল হ্যান্ডসেটই কিন্তু ফ্রি! পুরা মাগ্অনা কেনার সময়! শুধু পরের ২৪ মাস খরচ।

আপনার দেয়া দাম হলে আমি অবশ্যয় এই ফোন এখনি কিনতাম

Level 0

সুন্দর!!!

bd te to motorola r ceye motorpolai besi 😛

Level New

সাব্বির ভাই, দামটা ঠিক করে দিন। আর প্রসেসর ডুয়েল কোর সেটা জানানোর দরকার আছে। এবং ১০৮০পি এইচডি ভিডিও।

Level 0

Motorola Ekon Google er Hate … R Google to Sob somoye sob kisutei Fataya Futaiya Product Ber kore ! 😀

Level 0

Information ti share korar jonno dhonnobad.Ei mob er RAM ar amar RAM eki.Boroi koster bepar

এইডা আমার দ্যাহনের কাম নাই ! এ্যাইডা বরলোক ব্যাডারে কারবার !!!! 🙁
বাই আমারে কেউ এই ফোনটা কিন্না দিবেন ?? :”(