কেমন আছেন সবাই ???
আশা করি ভালই আছেন।
সব সময় ভালো থাকুন এই প্রত্যাশায় আমি আজকের টিউন শুরু করছি।
জানিনা কে কে মটোরোলা ব্যবহার করেন ।
আমার কাছে কখনো মটোরোলা ভালো লাগেনি।
টিউনের টাইটেল দেখে মনে হয় সবাই বুঝে গেছেন যে আমি কি নিয়ে টিউন করতে বসলাম।
সম্প্রতি মটোরোলা পৃথিবীর সবচেয়ে পাতলা স্মার্টফোন বাজারজাত করছে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
আপনে কই দেখলেন এইডার দাম 22800 টাকা?
আমি তো কোন জায়গায়ই 45000 এর নিচে পাইলাম না!