সিম্বিয়ান মোবাইল কে সাজিয়ে তুলুন নতুন রূপে(নিজের ছবি দিয়ে থিম তৈরি করুন)

আসসালামুআলাইকুম।আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।

অনেক দিন ধরেই সিম্বিয়ান মোবাইল এর এই সফটওয়্যার টি নিয়ে টিউন করব বলে ভাবছিলাম।

অবশেষে আজকে টিউন করতে বসে পরলাম।

এবার মূল কথায় আসা যাক ।

আমি আপনাদের আজকে যে সফটওয়্যারটির সাথে পরিচয় করিয়ে দিব তার নাম Theme DIY

এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি দিয়ে আপনি খুব সহজেই আপনার পছন্দমত ছবি দিয়ে মোবাইল এর জন্য থিম তৈরি করা যায়।

Download[http://gallery.mobile9.com/f/401859/]

(আপনার ডিভাইস অনুসারে ডাউনলোড করুন)

কার্যপ্রণালীঃ

১।প্রথমে theme DIY ওপেন করুন.

২।এরপর আপনার থিম এর জন্য পছন্দমত template সিলেক্ট করে নিন.

৩।এরপর থিম এর জন্য একটি নাম সিলেক্ট করুন.

৪।এবার থিম এর জন্য একটি একটি background image সিলেক্ট করুন.

৫।এবার আপনি ইচ্ছামত ইফেক্ট(Blur/fade out) সিলেক্ট করে নিন.

৬।এরপর অপশন থেকে save সিলেক্ট করুন।

৭।এবার থিমটি ইন্সটল করুন।

৮।ব্যাস কাজ শেষ.

৯।এবার থিমটি apply করুন.

আমি দক্ষ টিউনার না।

তাই টিউন টি তে অনেক ভুল থাকতে পারে।

তাই আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

খোদা হাফেজ

Level 0

আমি কে.এম.শরীফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

general student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Hello, bro
Will this soft support in my nokia s60v2 hand set?

    @mishu36: Ya bro,,,,,
    আমি যে ডাউনলোড লিংক দিয়েছি সেখানে গিয়ে আপনার ডিভাইস অনুসারে সফটওয়্যার টি ডাউনলোড করে নিতে পারেন।

🙁 Symbian Series 60 3rd Edition Software 🙁

Level 2

আপনার পরবর্তী টিউনের অপেক্ষায় থাকলাম । এই টিউনটি অনেক সুন্দর হয়েছে , আপনাকে ধন্যবাদ

@লিমনআল্ট্রাটেন: ভাই আমার কাছে এমন অনেক সফটওয়্যার আছে।অতি শিগ্রই ওইগুলো নিয়ে টিউন পেয়ে যাবেন।