স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করেন কিন্তু একটি হেডফোন ইউজ করেন না এরকম লোক আমাদের দেশে অনেক কম রয়েছেন। আর ফ্ল্যাগশীপ স্মার্টফোনগুলোতে কয়েক বছর আগেই ৩.৫ wired হেডফোন ব্যবহার করার ফিচার উঠিয়ে দিয়ে Bluetooth হেডফোনের দিকে বেশি ফোকাস দেওয়া হয়ে আসছে।
সময়ের বিবর্তনে এখন একটি আসলেই ভালো কোয়ালিটির Wired Headphone এর দামে ভালো ভালো Bluetooth Headphone বাজারে পাওয়া যাচ্ছে। কম দামে ভালো হেডফোন আমাদের দেশে কয়েক বছর ধরেই সরবরাহ করে আসছে হংকং এর ব্রান্ড Oraimo.
আমি Oraimo এর হেডফোন ২০২১ থেকে ব্যবহার করি। তবে কিছুদিন আগে দারাজে তাদের একটি হেডফোন দেখে চোখ আটকে গেল। সেটা হচ্ছে Oraimo Rhyme, যেটায় ANC ফিচার রয়েছে এবং তখন অফারে এর দাম ছিলো ১৩০০ টাকা। কুপন আর ভাউচার দিয়ে হেডফোনটি আমি ১১৫০ টাকায় নিয়ে নেই ২ সপ্তাহ আগে। বাজারে দুই আড়াই হাজার টাকার নিচে ANC ফিচারওয়ালা Bluetooth হেডফোন পাওয়া যায় না আর Decent কোয়ালিটির ANC Headphone এর জন্য আপনাকে ৪ হাজার টাকার উপরের বাজেট সেগমেন্টে যেতে হবে। সেখানে Oraimo মাত্র ১৩০০ টাকায় কিভাবে ANC হেডফোন বাজারে আনলো সেই কৌতুহল থেকে ব্যক্তিগত ভাবে ৩টি হেডফোন থাকার পরেও এই Rhyme হেডফোনটি কিনলাম। কিছুদিন চালিয়ে আজ অনেক দিন পরে টেকটিউনসে লিখতে চলে এলাম।
বি:দ্র: Oraimo Rhyme সম্ভবত আপনি অফলাইন কোনো মার্কেটে পাবেন না, পেলেও দাও হবে ২৫০০ থেকে ৩০০০ টাকা। তাই আমি সাজেস্ট করবো হেডফোনটি কেনার জন্য Daraz অথবা অন্য অনলাইন প্লাটর্ফম ব্যবহার করুন।
এই টিউন দারাজের স্পন্সরকৃত নয়, আমার ব্যক্তিগত রিভিউ মাত্র।
ডিজাইনের কথা বলতে গেলে এটি একটি অতি সাধারণ Bluetooth ডিভাইস। দামের হিসেবে বিবেচনা করলে এটার প্লাস্টিকের কোয়ালিটি এভারেজ মানের দেওয়া হয়েছে। কেইসে আপনি একটিই রং পাবেন সেটা হচ্ছে কালো, তার উপর এটায় ব্যবহার করা হয়েছে Chrome ইফেক্ট, মানে চকচকে কালো একটি বক্স। তার মানে এটায় ফিঙ্গারপ্রিন্ট আর অনান্য ময়লা সহজেই ভেসে থাকবে।
Charging হিসেবে পাচ্ছেন টাইপ-সি, সেটা অবশ্যই প্রসংশারযোগ্য। ওরাইমোর ডিভাইসগুলোতে Charging Port সাধারণত ডিভাইসের নিচের দিকে থাকে। কিন্তু Oraimo Rhyme ডিভাইসে Charging Port কে সাইডে দিয়ে রাখা হয়েছে। কেইসটি বেশ ছোট এবং হালকা, পকেটে নিয়ে চলাফেরায় তেমন অসুবিধা হবে না।
ভাই কি আর বলবো! যারা Bass লাভার রয়েছেন তাদের জন্যই মূলত এই হেডফোন। প্রচুর বিট দেয় এটা, খুচরা চায়না বিট না বরং কোয়ালিটিফুল বিট এটায় পাওয়া যায়। কারণ হেডফোনটিতে ব্যবহার করা হয়েছে 10mm Base Dynamic Enhancer যার মাধ্যমে বিট কোয়ালিটি বেশ ভালো সুন্দর এবং পাওয়ারফুল পাওয়া যায়। আমার মত যারা Oraimo এর পুরাতন ইউজার রয়েছেন, তারা জানেন যে ওরাইমোর প্রতিটি হেডফোনেই সুন্দর Bass পাওয়া যায়।
গেমিংয়ের ক্ষেত্রে আমি বলবো, Bluetooth হেডফোন দিয়ে গেমিং না করাই উত্তম। তবে রাইম হেডফোনটিতে রয়েছে 45ms ল্যাটেন্সির গেমিং মোড যা গেমিংয়ে মোটামুটি চলে।
এবার আসি হেডফোনটির মূল সেলিং পয়েন্টে। যারা আগে Bluetooth হেডফোনে ANC ফিচারটি ব্যবহার করেননি তাদের জন্য এই হেডফোনের ANC বেশ চমৎকার Service দিবে। তবে পাওয়ারফুল ANC ব্যবহারকারীরা এটায় তেমন একটা মজা পাবেন না। কারণ বাজেট অনুযায়ী হেডফোনটিতে এন্ট্রি লেভেলের ANC দেওয়া হয়েছে।
বাসের ভেতরে বসে গান শোনার সময় ANC বেশ ভালোই Support দিয়েছে। Office Meeting এ অনেক মানুষের কথা মাঝেও এটার ANC খারাপ পারফরমেন্স দেয় নাই। তবে এলাকায় ওয়াজ মাহফিলের মাঝখানে বসে চারিদিকের মাইকের ওয়াজ ট্যাকেল দেওয়ার মত ANC নাই এই হেডফোনে। (লুল)
একমাত্র এই একটা স্থানেই এই হেডফোনটা একটু পিছিয়ে আছে। Oraimo Freepod 4 এর দাম ৪০০০ টাকা, সেখানেও 30dB কোয়ালিটির ANC রয়েছে যা এটাতেও রয়েছে, কিন্তু Freepod 4 এর ব্যাটারী এক Charge এ আপনাকে টানা ১৪/১৬ ঘণ্টা ব্যাকআপ দিবে। অন্যদিকে Oraimo Rhyme হেডফোনটিতে ANC চালু রেখে আমি টানা ৫ ঘন্টা ২০ মিনিটের মতো ব্যাকআপ পেয়েছি (৬০% ভলিউমে)।
ANC অফ রেখে ৭ ঘণ্টার কাছাকাছি পেয়েছি। আর কেইস থেকে পেয়েছি ১৩/১৪ ঘণ্টার মত ব্যাকআপ।
ANC এর পাশাপাশি এতে রয়েছে 4-mic Noise Cancellation Technology যার মাধ্যমে ফোন কলে হেডফোনটি আপনার আশেপাশের এক্সটারনাল সাউড অনেক রিডিউজ করবে। আর রবির সীম থাকলে তো কথাই নাই, ক্লিস্টাল ক্লিয়ার ANC দিয়ে কথা বলবেন, দেখবেন যে আপনি অন্য দুনিয়ায় আছেন।
আমি যখন হেডফোনটি কিনি (ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ২০২৪) তখন এটার দাম দারাজে ছিলো ১৩৬০ টাকা। কুপন আর কয়েন ব্যবহার করে ডেলিভারী সহ আমি হেডফোনটি ১১০০ টাকার মধ্যে পেয়ে যাই। তবে এটার দারাজে দাম এখন ১৬০০+ টাকা। আপনার কাছে কুপন বা কয়েন থাকলে আরো কিছু টাকা ডিসকাউন্ট পেতে পারেন। অথবা সামনে ঈদ আসছে, সেই উপলক্ষ্যে ওরাইমো ডিসকাউন্টও দিতে পারে বলা যায় না।
১১০০ টাকায় এই কোয়ালিটির হেডফোন পেয়ে আমি খুবই খুশি। তবে ANC বাদে এটার সাউন্ড কোয়ালিটি ১৮০০/২০০০ টাকার হেডফোনকেও হার মানাবে।
ANC ফিচার যদি আপনার টপ প্রায়োরিটি না হয় এবং আপনি যদি ভালো সাউন্ডওয়ালা বাজেট হেডফোন খুঁজে থাকেন তাহলে Oraimo এর আরেকটি মডেল Freepod 3C কে দেখার সাজেস্ট করবো। দারাজে 3C দাম ২৭০০ টাকার আশেপাশে, এলাকার দোকানে গেলে দেখবেন এর দাম ৩২০০, ৩৫০০ টাকা চাইবে।
আর বাজেট থাকলে চার হাজার টাকায় Freepod 4 নিতে পারেন, সেটার সাউন্ড কোয়ালিটি অন্য লেভেলের, সাথে রয়েছে পাওয়ারফুল ANC। আমার অলরেডি এটা সহ ৩টি হেডফোন জমে গিয়েছে না হলে আমি নিজেই Freepod 4 নিয়ে নিতাম!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!