নিয়ে নিন Adobe Reader LE 2.5 কোনো লাইসেন্স-কী ছাড়া (সিম্বিয়ান মোবাইলের জন্যে)।

আসসালামু-আলাইকুম।

আশা করি সবাই ভাল আছেন। অনেকদিন ধরে টেকটিউনের সাথে আছি কিন্তু কোনো পোস্ট করা হয় না। কিছু জানিই না, পোস্ট করবো কি :)। এখানে আসলে সবার জ্ঞানের কাছে নিজের জানাগুলোকে কিছুই মনে হয়না। তাই পোস্টও করা হয়না। যাই হোক এবার কাজের কথায় আসি।

আমরা অনেকেই মোবাইলে আনেক সময় pdf ফাইল পড়তে চাই কিন্তু ভালো সব সফটওইয়্যারগুলোঈ লাইসেন্স কী চায়। আর তাই আমরা সেগুলো বেশিদিন ব্যবহার করতে পারিনা। আর এইসব pdf ফাইল পড়তে Adobe Reader LE 2.5 অন্যতম। কিন্তু এটার ফুলভার্সন কেনা লাগে। ডেমো ভার্সন এর মেয়াদ ৭ দিন। আমি আজ আপনাদের দেখাব কী করে Adobe Reader LE 2.5 কে ফুল ভারসন এ রুপান্তরিত করবেন। ইন্টারনেটে অনেক খুজতে হয়েছে এই সমাধানটির জন্য। আপনাদের জন্য বাংলায় করে দিলাম।

* এটি মনেহয় বাংলা ফন্টও সাপোর্ট করে, কারন আমি আমার মোবাইলে দেখেছি।

 

 

 

 

১। প্রথমে http://www.mediafire.com/?a579abrpl0uuhvr (পাসওয়ার্ডঃ tech)এই লিঙ্ক এ গিয়ে zip করা ফাইলটি ডাউনলোড করে নিন।

২। ডাউনলোড শেষে ফাইলটি unrar করে ফোল্ডারটি আপনার মোবাইল এ ট্রান্সফার করুন (ভিতরে Adobe License নামে একটি ফল্ডার আছে সেটি সহ)।

৩। এবার মোবাইল থেকে ফোল্ডারটিতে যান এবং sis ফাইলদুটো ইন্সটল করুন।

৪। ইন্সটল শেষে Adobe Reader ওপেন করুন এবং একটি ভেলিড ই-মেইল একাউন্ট দিয়ে সেটি রেজিস্ট্রেশন করুন।

৫। এবার adobe ক্লোস করে ২য় application টি ওপেন করে task manager এ যান ও অপশন এ গিয়ে সব application ক্লোস করুন।

৬। এখন  file manager থেকে  C:\Data\system\quickoffice\licenses\AdobeReaderLE এ গিয়ে  (data.xml ও key) ফাইল দুটো ডিলিট করে দিন।

৭। এবার আবার file manager এ গিয়ে যেখানে আপনি Adobe License ফল্ডারটি রেখেছেন সেখানে গিয়ে ফল্ডারটি থেকে data ও key ফাইলদূটো কপি বা কাট করে C:\Data\system\quickoffice\licenses\AdobeReaderLE তে গিয়ে প্যাস্ট করে দিন।

৮। এবার C:\System\data\  তে গিয়ে  (ARNLS0142592sys) বা এরকম নামের কুনো ফাইল থাকলে তা ডিলিট করে দিন।

৯। এখন M.Guard থেকে এক্সিট করুন আর উপভোগ করুন Adobe Reader LE 2.5 ফুল ভার্সন।

সবার শেষে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এই পোস্টটে আগে কেউ করে থাকেন। আমার লেখার বানানেও আনেক ভুল থাকতে পারে তার জন্য আমি দুঃখিত, আশা করি ক্ষমা করে দিবেন।

আর সবার প্রতি আরেকটা অনুরোধ, কমেন্ট করুন ভালো কথা। আমরা সবাই এখানে সব কিছু শেয়ার করি আপনাদের জন্যই। আপনাদের মতামত বা সমালোচনা আমাদের সবার জন্যই জরুরি। কিন্তু দয়া করে নিজের ব্লগ বা ওয়েবসাইট এর প্রচারনার জন্য কমেন্ট করবেননা। আমার এই কথাটা কারো কাছে কারাপ লেগে থাকলে আমাকে ক্ষমা করবেন।

Level 0

আমি সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Josh……..Ami Akta New Handset Nete Chise,,Plz Amake Ak2 Help Korben? Nokia Brand-er সিম্বিয়ান Set-er Modhe Kon Seta Kinle Best Hobe,,,,,Jeheto 3G is Comming

Welcome Shimul. You have very good writing skill. Please carry on.

@প্রযুক্তির অতন্ত্র প্রহরী (বেকার খাঁন), Please tell us your budget. After telling the budget, I think “Shimul” can give you a good suggestion.

Level 0

nice…

Level 2

ata ki nokia 6670 tey support korbe?

Level 0

vai pdf + ei jhamela nai

কেন সিম্বিয়ান সেটাতো এমনিতেই এটা বিল্টইন থাকে বলেই জানতাম !!?
আমার নকিয়া ই৫ | আমার সেটেও তো আছে !!
😕

Level 0

For which platform (v2/v3/v5) !?

Keep posting, with out caring about what othe will think or say. Share your knowledge with us what you know, there may be a lot topics/things that you know but we dont. Please……..

শিমুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে জিনিস টা শেয়ার করার জন্য।
ভাই শ্যাম সুন্দর @ বিল্ট ইন Adobe Reader যেটা থাকে, সেটা দিয়ে কবিতা পড়া যায় !!!!!!!!!! ভাল মানের বই না।

আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে দেরী হওয়া তে প্রথমেই আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।। আর আনেক ধন্যবাদ আপনাদের কমেন্টের জন্য।

@ প্রযুক্তির অতন্ত্র প্রহরী (বেকার খাঁন): আমি মেঘবন্ধু’র সাথে একমত। আপনি কি ধরনের সেট কিনবেন সেটে নির্ভর করছে আপনার বাজেটের ওপর।

@ মেঘবন্ধু & shasam: আপনাদের কমেন্টের জন্য ধন্যবাদ।

@Sohel & mishu36: আমি নকিয়া c5-03 ইউজ করি। তবে আমার জানা মতে এটি Symbian S60 সাপর্ট করে এমন সব সেটেই চলবে।

@REJWANHUQ: আসলে ভাই যে যেটা ইউজ করে মজা পায়।

@শ্যাম সুন্দর: আমার মনে হয় রাকিব ভাই আপনার উত্তরটা দিয়ে দিয়েছেন। আর অনেকের কাছেই এটা নেই। আপনি যদি নেটে একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন এটার ফুল ভার্সনের জন্য মানুষ কত খুজাখুজি করছে। আপনার কাছে এটা আছে তাই আপনার তেমন চাহিদা নেই। কিন্তু যাদের নেই তারাই বুঝে।

@রাকিব: আপনাকেও অনেক ধন্যবাদ।

আরেকটে কথা, আমার ইচ্ছা ছিল পোস্টটা স্ক্রীনশটসহ করব। কিন্তু মোবাইলে সেটা পারিনা বলে করতে পারলামনা। আমি দুঃখিত।

Level 0

tnx….a lot .. But download prblm password protected file…plz helppp

you most welcome. Password: tech.
Upore link er pashe e deya ache. Apni hoyto lokkho korenni.

ভাই পাসওয়ার্ড প্রোটেকক্টেড 🙁 ডাউনলোড করুম ক্যামনে 🙁

ভাই, পাসওয়ার্ডটা লিঙ্কের পাশে দেয়া আছে। একটু খেয়াল করুন, তাহলেই পেয়ে যাবেন।

ভাই আমার পি সি নাই. মোবাইল দিয়ে ডাউনলোড হয় না। দয়া করে যদি ফাইলটা আমার ইমেইল এ সেন্ড করতেন তাহলে আমার খুব উপকার হত। জানি ফাইলটা বেশ বড়, কিন্তু আমার উপকারের চেয়ে নিচ্ছয় বড় না? [email protected]

ভাই বড় সাইজের (30, 40,……mb) pdf পড়া যাবে কি?