সবাই কে ১১.১১.১১ তারিখের সুভেচ্ছা। আজ সেই রকম একটা তারিখ যা আমরা প্রতি বছর পালন করি। অনেকে এই দিন টি কে স্বরনীয় করে রাখার জন্য নানা জায়গায় বেড়াতে জায় । জাদের মনে নেই তাদের মনে করিয়ে দিলাম। তো কাজের কথায় আসি। আজ আমি দেখাবো কি ভাবে সিম্বিয়ান মোবাইল এর মেনু ভিউ চেঞ্জ করা যায়। কোন রকম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
প্রথমে এখান থেকে menu ফোল্ডার টি ডাউনলোড করুন। তারপর এক্সট্রাক্ট করুন। এক্সট্রাক্ট করা মেনু ফোল্ডার টি আপনার মোবাইল এর মেমোরি কার্ড এ ট্র্যান্সফার করুন। মোবাইল এ এক্সপ্লর ওপেন করুন।
মোবাইল অবশ্যই হ্যাক করা হতে হবে।
মেমোরি কার্ড এ যান।
মেনু ফোল্ডার টি ওপেন করুন
rompatcher ইন্সটল করুন
ছবি দেখুন
রম প্যাঁচার ওপেন করুন
অপশন এ গিয়ে Disable caps এ ক্লিক করুন
এবার ্মেনু ফোল্ডার এ গিয়ে C2Z ফোল্ডার ওপেন করুন
C2Z.RMP কপি করুন
E:\ patches এ পেস্ট করুন
আবার রম প্যাঁচার ওপেন করুন। C2Z এর উপর অপশন এগিয়ে PATCH APPLY করুন
দেখেবেন সবুজ হয়ে গেছে। বের হয়ে আসুন
এবার মেনু ফোল্ডার এ গিয়ে Private ফোল্ডার টি কপি করুন
ডাইরেক্ট C: তে পেস্ট করুন
কপি হচ্ছে
হচ্ছে
দেখবেন মেসেজ এসেছে নিচের মত। ওকে করুন
কাজ হয়ে গেছে। একবার রিস্টার্ট দিন। এবার যেকোনো জায়গায় অপশন এগিয়ে CHANGE MENU VIEW তে যান
যদি Grid দেওয়া থাকে List এ ক্লিক করুন। একটু সময় লাগবে। ব্যাস কাজ শেষ
বলবেন how to see me
কিছু ছবি
তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেট অফ করে অন করলে প্যাচ ডিসেবল হয়ে জেতে পারে। তাই সেট অফ করে অন করলে C2Z প্যাচ অ্যাপ্লাই করতে হবে । করা থাকলে প্রয়োজন নেই।
এই টিউনটি যদি একটু ভাল লাগে তবে আমার ব্লগ থেকে একটু ঘুরে আসুন
আমি ফয়সাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 579 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I have a decade of experience in the field of web development, during which I have honed my skills in various technologies and frameworks. My expertise primarily revolves around Laravel and WordPress, two popular platforms for building web applications and content management systems. In addition, I have a strong grasp...
screen shot ঠিক ভাবে আসে নাই