এবার মোবাইল থেকে কন্ট্রোল করুন আপনার কম্পিউটার- Team Viewer ফর এন্ড্রয়েড!!!

Team Viewer এর নাম মোটামুটি সবাই কমবেশি শুনে থাকবেন। এর সাহায্যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার পরিচালনা করা যায়। এই সুবিধাটি এখন পুরোপুরি উপভোগ করতে পারবেন এন্ড্রয়েড ফোনের সাহায্যে, যেখানে অনায়াসে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার পিসিটিকে!

কি জন্য দরকার হতে পারেঃ ধরেন আপনি বেশ কয়েকটি কন্টেন্ট ডাউনলোড দিয়ে বাইরে বের হয়েছেন। কিন্তু বের হয়ে আপনার মনে হল যে আপনি বাসায় ফিরে একটি মুভি দেখতে চান। সেক্ষেত্রে আপনার ফোনটিতে যদি টিম ভিউয়ার থাকে আপনি অন্য ডাউনলোড গুলো বন্ধ করে দিতে পারেন, যাতে করে ইন্টারনেট মুভি ডাউনলোড হবে বেশি স্পীড এ! আর বাসায় ফিরে দেখলেন মুভি ডাউনলোড হয়ে গেছে। যেখানে অন্য ডাউনলোডগুলো হতে থাকলে এসে দেখতেন মুভি তখনো ডাউনলোড কমপ্লিট হয়নি।

এরকম আর হাজারো সুবিধা পাওয়া যাবে এ অ্যাপ্লিকেশান থেকে।

ব্যাবহারের নিয়মঃ  

১) ইন্সটল করে নিন Team Viewer এর এন্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি। ডাউনলোড করুন এখান থেকে

২) এবার আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন Team Viewer এর পিসি ভার্সনটি। ডাউনলোড করুন এখান থেকে

৩) এখন আপনার কম্পিউটার এর Team Viewer লঞ্চ করে ID ও Password নিয়ে এন্ড্রয়েড এর Team Viewer ইন্টারফেস এ প্রবেশ করুন। ব্যস! আপনার কাজ শেষ।

এবার বাইরে থেকে, এমনকি অন্য দেশ থেকেও কন্ট্রোল করুন আপনার প্রিয় কম্পিউটারটিকে!!!

 

এন্ড্রয়েড ব্যাবহারকারিদের জন্য সুখবর! এখন আর আপনাকে কষ্ট করে নেট ঘেটে এন্ড্রয়েড এর HD গেমস, গেমস, অ্যাপ্লিকেশান, লাইভ ওয়ালপেপার, উইজেট গুলো খুঁজে বের করতে হবে না। পোহাতে হবে না কোন ইন্সটলেশন ঝামেলা।

বাংলাদেশে প্রথমবারের মত এন্ড্রয়েড মোবাইল ফোনের জন্য ৪ টি ভিন্ন ভিন্ন DVD প্রকাশ করেছে লাইকেনবিডি। এগুলো হলঃ

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

Level 0

আমি লাইকেনবিডি.কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ANDROID PHONE Aবাংলা ফন্ট instal করা ও লেখার কোন উপায় আছে?আমি samsung galaxy pop use করি কিন্তু আমার ফোনে SKYPE instal করতে পারছিনা।instal করার সময় ফোন RESTART নেয়।এর কোন সমাধান আছে?

Level 0

এনড্রয়েড সিস্টেমের মোটামুটি ভাল কোন সেটটি কিনা যায়। একটু সাহায্য করবেন প্লিজ। মাইক্রোম্যাক্স এর কি কোন এনড্রয়েড সিস্টেমের মোবাইল আছে কি? অথবা গ্রামীনের এনড্রয়েড সেটটি কেমন। পরামর্শ দিয়ে জানাবেন প্লিজ।

    @Shoptorshy: মাইক্রোম্যাক্স এর এ৬০ ও এ৭০ সেট দুইটা এন্ড্রয়েট চালিত। দামও খুব কম। কিন্তু বাংলাদেশে এখনও মনে হয় আসে নাই। আমার পছন্দ এ৭০। দেশের মার্কেটে পাওয়া গেলে কিনবো। ভারতে মাত্র ৬৭০০-৭২০০ রুপি।

Level 0

AMI INDIAI THAKI, AMAKE APNAR DVD PATHATE PARBEN ?
ADD ME> http://www.friendhost.in

Level 0

try kore dekhi. vai android a bangla type korar kicu ase? thakle janan

Level 0

thanks

Level 0

nice tune…..thanks…

18thousand er vetor android kon set vhalo hobe (with 3g support)??? ami nokia, sonyerricson like kori na. samsung, htc ai type er hole vhalo hoy….

Level 0

ready to connect( sucure connection)
ভাই protocol negiogation faild দেখায় pc তে
আর মোবাইলে দেখায় teamvewer verson too old
কানেক্ট হয় না।
সমাধান চাই।

Many many thanks