আস্সালামু আলাইকুম
আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
আজ আমি আপনাদের কাছে এমন একটি অ্যাপ নিয়েএসেছি যার মাধ্যমে আপনারা লাইভ স্পোর্টস, মুভি ও ওয়েব সিরিজ দেখতে পারবেন।
খেলা প্রেমীদের জন্য অ্যাপ টা বেস্ট। ক্রিকেট, ফুটবল ও অন্যন খেলার বেশি ভাগ চ্যানেল গুলো পেয়ে যাবেন। এবং সবগুলো চ্যানেল সক্রিয় পেয়েছি। এক দিন পর IPL শুরু হতে যাচ্ছে। আমার মতে IPL দেখার জন্য এইটা সবথেকে ভালো অ্যাপ হতে পারে। এছাড়াও ইন্ডিয়া ও বাংলাদেশ এর সবগুলো টিভি চ্যানেল তো আছেই।
তবে কি শুধু এই অ্যাপ টা খেলা ও টিভি দেখার জন্য ভালো? খেলা ও টিভি দেখার পাশাপাশি বাংলা, হিন্দি, ইংলিশ, কোরিয়ান ও ইত্যাদি নতুন মুক্তি পাওয়া মুভি এবং ওয়েব সিরিজ ও পাবেন। যেহেতু অ্যাপ টি নতুন রিলিজ হয়েছে তাই মুভি ও ওয়েব সিরিজ এর পরিমান অল্প। কিন্তু আপনি যদি আপনার পছন্দের মুভি এই অ্যাপ এর মাদ্ধমে দেখতে চান তাহলে অ্যাপ টি ওপেন করে সেটিং এ যাবেন এবং সেখানে দেখতে পারবেন মুভি রিকোয়েস্ট নামে একটি অপসন আছে। সেখানে আপনি আপনার পছন্দের মুভি ও ওয়েব সিরিজ এর নাম লিখে রিকোয়েস্ট পাঠিয়ে দিন। আশা করা যায় ১ থেকে ২ দিন এর মধ্যে আপনার মুভি ও ওয়েব সিরিজটি অ্যাপ এর মধ্যে আপলোড হয়ে যাবে। আর নোটিফিকেশন টা অন রাখবেন। তাহলে মুভি অথবা ওয়েব সিরিজ আপলোড হওয়ার সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন।
এখনো পর্যন্ত এই অ্যাপে কোনো Ads এর ঝামেলা পাইনি। ভবিষ্যতে হয়তো হতে পারে।
যদিও এই অ্যাপ টা প্লেস্টোরে নেই তবু অ্যাপ টাকে ট্রাস্ট করতে পারেন। কারণ সম্পূন ভাবে ট্র্যাকিং ও ম্যালওয়্যার মুক্ত। বিস্বাস না হলে ভাইরাসটোটাল সাইট এর মাদ্ধমে স্ক্যান করে দেখতে পারেন।
নিচে অ্যাপ টার কিছু স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলো।
App: Pangkhi
Size: 39 MB
Download Link: Google Drive
আমি Ahsan Habib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।