এন্ড্রয়েড ফোন আছে কিন্তু ইউজ করে মজা পাচ্ছে না এরকম লোক মনে হয় একজনও নাই! এর পিছনে যে কারন গুল আছে তা হল ফোনটিকে ইচ্ছেমত কাস্টমাইজ করা যায়। আর পার্সোনাল কাস্টমাইজেশন এর কথা বললে প্রথমেই চলে আসে ওয়ালপেপার এর নাম। আর সেই ওয়ালপেপারটিই যদি হয় প্রাণবন্ত ও সজীব তাহলে কেমন হয়? সেরকম কিছু আসাধারন ওয়ালপেপার নিয়ে আমার আজকের এ আয়োজন।
এ লাইভ ওয়ালপেপারে ট্যাপ করলে পানির অরিজিনাল ইফেক্ট দেখা যায়। সাথে আছে রঙ্গিন কিছু মাছ। ব্যাকগ্রাউন্ড এ থাকছে চমৎকার ছবি। ডাবল ট্যাপ করে মাছগুলোকে খাওয়ান যায়।
এই লাইভ ওয়ালপেপারে সমুদ্র সৈকত এর সবগুলো উপাদান দেখা যাবে। পানির আছরে পরা থেকে শুরু করে রাতের ফায়ারপ্লেস, চাঁদ সবকিছু এই এক ওয়ালপেপার এই দেয়া আছে।
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=64cPGvkiJaM
এন্ড্রয়েড ব্যাবহারকারিদের জন্য সুখবর! এখন আর আপনাকে কষ্ট করে নেট ঘেটে এন্ড্রয়েড এর HD গেমস, গেমস, অ্যাপ্লিকেশান, লাইভ ওয়ালপেপার, উইজেট গুলো খুঁজে বের করতে হবে না। পোহাতে হবে না কোন ইন্সটলেশন ঝামেলা।
বাংলাদেশে প্রথমবারের মত এন্ড্রয়েড মোবাইল ফোনের জন্য ৪ টি ভিন্ন ভিন্ন DVD প্রকাশ করেছে লাইকেনবিডি। এগুলো হলঃ
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
আমি লাইকেনবিডি.কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগল