নোকিয়া স্যুইট, একের ভিতর সব; নিয়ে নিন লেটেস্ট ভার্সন

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই ?  সকলকে ঈদ মুবারাক জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন।

তবে যারা পূর্বেই জানেন তারা দয়া করে সময় নষ্ট করবেন না কারন এটুকু সময়ে আমার মত অ্যাংরি বার্ড খেলে অন্তত একটি লেভেল পার করলেও লাভ ।

একটু ফাও প্যাঁচাল পাড়লাম কিছু মনে করবেন না ।

এবার কাজের কথায় আসি, আমরা যারা নোকিয়া ফোন ব্যবহার করি তাদের অনেকেই হয়ত জানেন না যে নোকিয়া তাদের গ্রাহকদের জন্য সুন্দর একটি পিসি অ্যাপ্লিকেশান তৈরি করে রেখেছে, যার নাম পূর্বে ছিল অভি স্যুইট এখন নতুন নাম দেয়া হয়েছে নোকিয়া স্যুইট । এটি অত্যান্ত দরকারি একটি সফটওয়্যার । এটির লেটেস্ট ভার্সন হল 3.2.100 । এবার আসুন জেনে নেই  এর দ্বারা আমরা কি কি উপকার পেতে পারি তার কিছু অংশ ।

  • ১. এখন থেকে মোবাইল হারালেও আপনার গ্যালারি ফাইল, গান, মেসেজ, পিকচার, ফোন বুক, এমন কি নোট এবং ক্যালেন্ডার ইভেন্ট পর্যন্তও হারাবে না কারন আপনি এর দ্বারা নিয়মিত ব্যাকআপ রাখতে পারবেন।
  • ২. আমরা জানি নোকিয়ার একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশান হচ্ছে ম্যাপস, কিন্তু মোবাইল এ এটি চালাতে গেলে আবশ্যই ইন্টারনেট লাগে। আর যার দ্বারা প্রচুর টাকা অপচয় হয়, তাছাড়া সেটি প্রতিবার নেট থেকে লোডিং হয় যা প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। আর সবচেয়ে বড় কথা এত কিছুর পরেও মনের মত হয়না। তাই আপনার এ সমস্যা সমাধান করতে এতে যোগ করা হয়েছে অ্যাডভান্সড ম্যাপস অ্যাপ, যার দ্বারা আপনি আগে থেকেই যেকোনো দেশ, মহাদেশ, এমনকি সারা বিশ্বের ম্যাপ আপনার মোবাইল এ ডাউনলোড করে রাখতে পারবেন। ডাউনলোড করুন মাত্র একবার তাও পিসি দিয়ে আর উপভোগ করুন যতবার ইচ্ছা যেখানে ইচ্ছা।
  • ৩. পিসিতে নেট আছে কিন্তু মোবাইল এ নেই,হয়ত মন চায় নোকিয়া স্টোর থেকে ডাউনলোড করতে কিন্তু পিসি দিয়ে তো আর নোকিয়া স্টোর থেকে ডাউনলোড করা যায়না, কোনো সমস্যা নেই আপনি এখন থেকে নোকিয়া স্যুইট দিয়ে পিসির মাধ্যমে ডাইরেক্ট মোবাইল এ নোকিয়া স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন ।
  • ৪. এর দ্বারা আপনি মোবাইল এর ইন্টারনেট দ্বারা পিসিকে কানেক্ট করতে পারবেন কোনরূপ ঝামেলা ছাড়া ।
  • ৫. এর দ্বারা আপনি নিয়মিত মোবাইল এর সফটওয়্যার আপডেট করতে পারবেন।
  • ৬. এর দ্বারা আপনি আপনার মোবাইল এর বিস্তারিত তথ্য জানতে পারবেন।

এছাড়াও আরও অনেক কিছু করতে পারবেন যা লিখে শেষ করা আমার জন্য দুঃসাধ্য, তাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

আর এর গ্রাফিক্যাল ডিজাইন ও খুব সুন্দর যা আপনাকে মুগ্ধ করবে ।

এটি চালাতে মিনিমাম যা যা লাগবে তা হল -

System requirements

To install Nokia Suite, you need:

  • Microsoft Windows 7 32-bit & 64-bit (excluding Starter Edition), Windows Vista 32-bit & 64-bit (Service Pack 1 or newer), or Windows XP 32-bit (with Service Pack 2 or newer)
  • 2 GB of disk space on your computer
  • 1 GHz processor
  • 64 MB graphics card
  • 1 GB of RAM (random access memory)
  • 1024x576 screen resolution and 24-bit color

Note: To play high-definition video, you need a 2 GHz processor and 128 MB of video memory

তাহলে আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই  সুস্থ ও সুন্দর থাকুন সেই কামনা রইল, শুভ বিদায় ।

Level 0

আমি শাকির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটার প্রধান সমস্যা হইল, সফট্ওয়্যারটির কোন আপডেট ভার্সন বের হলে সেই আপডেট এপ্লাই না করা পর্যন্ত কাজ করতে দেয় না।

    @সাইফুল ইসলাম: কিন্তু আমি তো এর আগের ভার্সন অনেক দিন ব্যাবহার করছি।এর মধ্যে দু তিনটা আপডেট বাদ পরেছে।কিন্তু এ রকম কোন সমস্যার সম্মুখীন হয়নি। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Level 0

Vai Kivabe koresen janle khub upokrito hobo. . Thanx

সহমত সাইফুল ইসলাম……….

খুব সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

Vai apni ki sure j map download korle pore offline e dekha jai? Amar ta khali phn memory noshto kortese. Map to phn e khuija pailam na. . .

Level 0

সহমত সাইফুল ইসলাম……….শেয়ার করার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

নকিয়া পিসি স্যুট ইউজ করিনা আর 🙁 wammu ইউজ করি 🙂 লিনাক্সে নকিয়া পিসি স্যুট নাইক্কা.

saiful vai apne amake akta mail koren…..je kivabe tune korbo????tune post korar por somossa dekhay je subject hobe 50 aopner 16 ter por tag nai etc..([email protected])

Level 0

ami o saiful vai ar sathe ekmot but ai soft ta onek valo ekta software. kajer tune. thnax bro

    @কে.এম.শরীফ: @sbn5233: @xiad: আপনারা দয়া করে একবার ট্রাই করে দেখুন, আশা করছি কোনো সমস্যা হবে না। সবাই কে অনেক ধন্যবাদ।@rok32: দুঃখিত, আপনি কি জানতে চেয়েছেন বুঝতে পারিনি।দয়া করে বিস্তারিত লেখেন, ধন্যবাদ কমেন্ট এর জন্য।@জাভেদ খাঁন: @মিনহাজুল হক শাওন: আপনাদেরও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য।@শোভন: হ্যাঁ ভাই আমি নিজে ডাউনলোড করে দেখেছি, কিন্তু আপনি কোন মডেল এর সেট ব্যবহার করেন তা জানালে সুবিধা হত।ধন্যবাদ। ভাল থাকবেন।

Xp ta use kora jaba naa ?

মাঝে মাঝে ইউজ করি,ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

nokia suit n pc suit modhe ki difference ..
amr pc suit deksi 7.00+ emon version !! logo ta emon na..ar amr ph nokia c5-03