আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? সকলকে ঈদ মুবারাক জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন।
তবে যারা পূর্বেই জানেন তারা দয়া করে সময় নষ্ট করবেন না কারন এটুকু সময়ে আমার মত অ্যাংরি বার্ড খেলে অন্তত একটি লেভেল পার করলেও লাভ ।
একটু ফাও প্যাঁচাল পাড়লাম কিছু মনে করবেন না ।
এবার কাজের কথায় আসি, আমরা যারা নোকিয়া ফোন ব্যবহার করি তাদের অনেকেই হয়ত জানেন না যে নোকিয়া তাদের গ্রাহকদের জন্য সুন্দর একটি পিসি অ্যাপ্লিকেশান তৈরি করে রেখেছে, যার নাম পূর্বে ছিল অভি স্যুইট এখন নতুন নাম দেয়া হয়েছে নোকিয়া স্যুইট । এটি অত্যান্ত দরকারি একটি সফটওয়্যার । এটির লেটেস্ট ভার্সন হল 3.2.100 । এবার আসুন জেনে নেই এর দ্বারা আমরা কি কি উপকার পেতে পারি তার কিছু অংশ ।
এছাড়াও আরও অনেক কিছু করতে পারবেন যা লিখে শেষ করা আমার জন্য দুঃসাধ্য, তাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আর এর গ্রাফিক্যাল ডিজাইন ও খুব সুন্দর যা আপনাকে মুগ্ধ করবে ।
এটি চালাতে মিনিমাম যা যা লাগবে তা হল -
To install Nokia Suite, you need:
Note: To play high-definition video, you need a 2 GHz processor and 128 MB of video memory
তাহলে আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ ও সুন্দর থাকুন সেই কামনা রইল, শুভ বিদায় ।
আমি শাকির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইটার প্রধান সমস্যা হইল, সফট্ওয়্যারটির কোন আপডেট ভার্সন বের হলে সেই আপডেট এপ্লাই না করা পর্যন্ত কাজ করতে দেয় না।