জব্বর একখান মোবাইলের জন্য ভিডিও কনভার্টার যার লাগে লইয়া লন :)

ভাইসব পোস্ট টা লেখার আগেই একটা লম্বা ভাষন দিতে চাই...আমার আবার মন্ত্রী হওয়ার খুব শখ তো...ললযযযযযযযযযযযয 😛 😛

আরেহ না ভাইরা ভয় পাইয়েন না,ভাষন দিমু নাহ,জোক করলাম,কারন টেকটিউনস এ পোস্ট লিখতে গিয়ে দেখি ১ম একিসু রূল লেখা দেইখা ভয় পাইয়া গেছিলাম। 😛

যাই হউক কথা আর লম্বা করা থিক হবে না,নাইলে রিডারদের হাতে মাইর ও খাইতে পারি।। 😛 😛

আমরা সবাই মোবাইল এ ভিডিও গান ডোকানর জন্য বিভিন্ন সফটওয়ার ইউজ করি,কিন্তু অনেক কনভার্টার দিয়ে MP4 or 3GP ফরমাট  করার পর আমাদের মোবাইলে চলে না বা সাপোর্ট করে না।আর যেই গুলো সব মোবাইলে চলে অই গুলো ভাল প্রিন্ট এর হয় না। আমি নিজেও এর ভুক্তভুগী,আমার মোবাইলে আমি ভাল প্রিন্ট ছাড়া গান ডুকাই না,আর MP4 সব কনভার্টার দিয়ে কনভার্ট করলে আমার টায় সাপোর্ট ও করে না তাই বাধ্য হয়ে H.264 ফরম্যাটের গান ঢুকাতে হতো,যদিও অই গুলো অনেক ভাল প্রিন্ট ছিল কিন্তু সাইজ মারাত্তক বড় হয়ে যেত ।এমন কি অরজিনাল গান থেকে কনভার্ট করা গানের বা মুভির সাইজ বেশি হয়ে যায়। তাই অনেক খোজা খোজির পর একটা মনের মত 3gp & MP4 কনভার্টার পেলাম যেইটা দিয়ে অনেক ভাল প্রিন্ট এর এবং সাউন্ডের গান কনভার্ট করা যায় এবং সাইজও অনেক কম হয়।
তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি,দেখি কার কাজে আসিতেও পারে।

যাদের দরকার তারা নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিতে পারেন।।সাইজ মাত্র  :৪.৮৯ এম.বি

এইখানে ক্লিক করে ডাউনলোড করেন

 

কারো যদি রেজিস্ট্রেশন লাগে তাইলে এইটা এউজ করতে পারেন : Name : iLgiNcH   Serial : 933E68CF
ইনস্টল দেওয়া শেষ হইলে,কিভাবে কাজ করবেন তা নিচে কিছু Snapshot এর দ্বারা দেখানো হইছে। 🙂 🙂
আশা করি কারো সমস্যা হবে না।

এর পর আপনার পছন্দের ফাইলটি অ্যাড করুন।আপ্নি যেকোনো মুভিও কনভার্ট করতে পারেন 🙂

আর আজকের মতো এইটুকু ই।জান যার যার বাড়িতে গিয়া ঘুমান,সারাদিন কি আমার মত পিসিতে ঘুমাইলে চলব 😛 😛 😛
আর যদি ইচ্ছা হয় তাইলে আমার আগের তিনটা টিউন দেখতে পারেন 🙂

১.

আমার দেখা সি প্রোগ্রামিং এর সবচেয়ে ভাল বাংলা বই 🙂

২.

মাইক্রোস্ফট অফিস 2007 SP3 লেটেস্ট আপডেট যার লাগে লইয়া লন 🙂

৩.

যদি সময় থাকে মানবতার খাতিরে দেখতে পারেন,আশা করি খারাপ লাগবে না 🙂

আর একখান কথা...ভাল লাগলে লাইক খান মাইরেন কিন্তু।। 😛 😛

Level 0

আমি Tj Thouhid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনটা অনেক কষ্টের ভাই,তাই বলে কি সারাদিন কান্না করব নাকি, যতো পারো ইনজয় কর,পারলে কিছু ভাল কাজও কর :) আমার সাথে এফ.বি(ফেইস বুক) এ যোগ হইতে চাইলে নিচের প্রোফাইল এ ক্লিক করতে পারেন :) Tj Thouhid আমার লিঙ্কটা এইজন্য দিলাম কারন দুই একজন ভাই টেকটিউনস থেকে আমার নামে দিয়ে আমায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

adsddf

Level 0

অনেক অনেক ধন্যবাদ। কিন্তু license key ছাড়া তো long ভিডিও convert করা যায় না

    Level 0

    @Rigen: ভাইইয়া এইটা Pre Activated Version,Licence করাই আছে তারপর ও যদি আপনার Licence চায় তাইলে উপরে টিউনটি তে Licence Update করে দিছি।
    আর না হলে এইটা ট্রাই করতে পারেন ঃ
    License Name: NeoX TEAM
    License Code: 2D71991F
    কাজ হবেই 🙂

সুন্দর !

Level 0

bes valo hoese

vai thanksssssssssssssssssssss

    Level 0

    @masud08rana: আপনাকেও ধন্যবাদ ভাইয়া।আমার পোস্ট টা ভাল লাগার কারনে

Level 0

অনেক দিন ধরে ব্যবহার করছি। দারুন একটা জিনিস।
ধন্যবাদ শিয়ার করার জন্য।

    Level 0

    @rokun: আপনাকেও ধন্যবাদ ভাইয়া কস্ট করে পোস্টটি পড়ার জন্য 🙂

Level 0

ওজনে হালকা কিন্তু কাজের কাজী, ধন্যবাদ এমন একটা সফট শেয়ার করার জন্য। 🙂

    Level 0

    @Farabi: হে ভাই,জনিসটা সত্যিই কাজের।এবং আমার খুব ভাল লাগছে যে আপনাদের ও কাজে আসছে।

Level 0

সরি,ভাইরা সবার চজবাবগুলা একটু দেরিতে দিসি,কিন্তু আমার দুষ না…সব দুষ TechTunes এর …তিন দিন ধরে লগিন করতে পারি নাই।সারভার নট ফাউন্ড ছিল।। 🙂

Level 0

THANKS.

Level 0

অনেক সুন্দর একটা কনভার্টার উপহার দেওয়ার জন্য, আপনাকে কি ধন্যবাদ দেওয়া উচিত হবে? তাই, আপনার প্রতি কৃতঙ্গতা জানাই।

    Level 0

    @zashid: আপনাকেও অনেক ধন্যবাদ 🙂 🙂 ভাই

ভাইজান কি ঘুমের ঘোরে টিউনটা করছেন।নাকি পাগলামি।আপনি টিউন করলেন mobileo তে।পোস্ট ও হল mobileo।কিন্তু এই convaretor টা কিসের?
এটা exe ফাইল। কোন মোবাইলে এই ফাইল সাপোট করে। পাগলামির আর জায় গায় নাই। আশা করি ভুলটা বুজেছেন?শুধরে নিবেন।এই রকম পাগলামি করে আমাদের দোকা দিবেন না।

    Level 0

    @অবুজ শিশু: ভাই জান আগে ভাষাটা শিক্ষা লইয়া আসেন বুঝলেন। Change ur behaviour. এইটা একটা মোবাইল সম্পর্কিত পোস্টই। কারন এই কনভার্টার টি আমি মোবাইলে ভিডিও ঢুকানোর জন্যই দিছি, So না পরে মন্তব্য করাটা উচিত না।