ভাইসব পোস্ট টা লেখার আগেই একটা লম্বা ভাষন দিতে চাই...আমার আবার মন্ত্রী হওয়ার খুব শখ তো...ললযযযযযযযযযযযয 😛 😛
আরেহ না ভাইরা ভয় পাইয়েন না,ভাষন দিমু নাহ,জোক করলাম,কারন টেকটিউনস এ পোস্ট লিখতে গিয়ে দেখি ১ম একিসু রূল লেখা দেইখা ভয় পাইয়া গেছিলাম। 😛
যাই হউক কথা আর লম্বা করা থিক হবে না,নাইলে রিডারদের হাতে মাইর ও খাইতে পারি।। 😛 😛
আমরা সবাই মোবাইল এ ভিডিও গান ডোকানর জন্য বিভিন্ন সফটওয়ার ইউজ করি,কিন্তু অনেক কনভার্টার দিয়ে MP4 or 3GP ফরমাট করার পর আমাদের মোবাইলে চলে না বা সাপোর্ট করে না।আর যেই গুলো সব মোবাইলে চলে অই গুলো ভাল প্রিন্ট এর হয় না। আমি নিজেও এর ভুক্তভুগী,আমার মোবাইলে আমি ভাল প্রিন্ট ছাড়া গান ডুকাই না,আর MP4 সব কনভার্টার দিয়ে কনভার্ট করলে আমার টায় সাপোর্ট ও করে না তাই বাধ্য হয়ে H.264 ফরম্যাটের গান ঢুকাতে হতো,যদিও অই গুলো অনেক ভাল প্রিন্ট ছিল কিন্তু সাইজ মারাত্তক বড় হয়ে যেত ।এমন কি অরজিনাল গান থেকে কনভার্ট করা গানের বা মুভির সাইজ বেশি হয়ে যায়। তাই অনেক খোজা খোজির পর একটা মনের মত 3gp & MP4 কনভার্টার পেলাম যেইটা দিয়ে অনেক ভাল প্রিন্ট এর এবং সাউন্ডের গান কনভার্ট করা যায় এবং সাইজও অনেক কম হয়।
তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি,দেখি কার কাজে আসিতেও পারে।
যাদের দরকার তারা নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিতে পারেন।।সাইজ মাত্র :৪.৮৯ এম.বি
কারো যদি রেজিস্ট্রেশন লাগে তাইলে এইটা এউজ করতে পারেন : Name : iLgiNcH Serial : 933E68CF
ইনস্টল দেওয়া শেষ হইলে,কিভাবে কাজ করবেন তা নিচে কিছু Snapshot এর দ্বারা দেখানো হইছে। 🙂 🙂
আশা করি কারো সমস্যা হবে না।
এর পর আপনার পছন্দের ফাইলটি অ্যাড করুন।আপ্নি যেকোনো মুভিও কনভার্ট করতে পারেন 🙂
আর আজকের মতো এইটুকু ই।জান যার যার বাড়িতে গিয়া ঘুমান,সারাদিন কি আমার মত পিসিতে ঘুমাইলে চলব 😛 😛 😛
আর যদি ইচ্ছা হয় তাইলে আমার আগের তিনটা টিউন দেখতে পারেন 🙂
১.
২.
৩.
আর একখান কথা...ভাল লাগলে লাইক খান মাইরেন কিন্তু।। 😛 😛
আমি Tj Thouhid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনটা অনেক কষ্টের ভাই,তাই বলে কি সারাদিন কান্না করব নাকি, যতো পারো ইনজয় কর,পারলে কিছু ভাল কাজও কর :) আমার সাথে এফ.বি(ফেইস বুক) এ যোগ হইতে চাইলে নিচের প্রোফাইল এ ক্লিক করতে পারেন :) Tj Thouhid আমার লিঙ্কটা এইজন্য দিলাম কারন দুই একজন ভাই টেকটিউনস থেকে আমার নামে দিয়ে আমায়...
ধন্যবাদ।