মোবাইল চোরের দিন শেষ! খুব সহজেই হাতে নাতে ধরে ফেলুন চোরকে আর উদ্ধার করুন মোবাইল!!! :D

কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। 🙂

আমাদের অতি প্রিয় মোবাইলটি যখন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন কিছুই করার থাকে না। কিন্তু আপনি ইচ্ছা করলেই এখন থেকে মোবাইলের হদিস বের করতে পারবেন খুব সহজেই!
Anti-theft সফটওয়্যার অনেক আছে। তবে আমার কাছে Guardian-Mobile সফটটি বেশি ভাল লেগেছে। আশা করি আপনাদেরও ভাল লাগবে।

এবার বলি কিভাবে Guardian সফট কাজ করে। আপনি যদি মোবাইলে এই সফট ইন্সটল করে রাখেন তাহলে মোবাইল চুরি হওয়ার পর চোর যখন তার সিম মোবাইলে ঢুকাবে ঠিক তখনি তার নাম্বার থেকে গোপনে ম্যাসেজ চলে আসবে আপনার কাছে! শুধু তাই না আপনি ইচ্ছা করলে চোরের লোকেশনের ধারনাও পাবেন। এমনকি ফোন লকও হয়ে যাবে। আর এসব কিছুই হবে চোরের অজান্তে 😉 তাহলে চলুন তৈরি করা যাক চোর প্রতিরোধোক মোবাইল।

প্রথমে এখান থেকে Guardian সফট ডাউনলোড করে নিন।
ইন্সটল করতে হলে আপনার সেট হ্যাক করা থাকতে হবে। যদি এখনও হ্যাক করা না থাকে তাহলে এই টিউন দেখুন

এবার Guardian Unsigned.sisx ফাইলটি ইন্সটল করুন। সফটওয়্যার টি Registration করুন 0000 কোড দিয়ে।
তারপর Guardian Platinum Cracked.sisx ফাইলটি ইন্সটল করুন।
ব্যাস কাজ শেষ!

সিম্বিয়ান S60 V3 ও V5 সেটগুলোতে এই সফট সাপোর্ট করবে। নোকিয়া ছাড়াও কিছু সেট আছে সাপোর্ট করবে। বিস্তারিত লিস্ট দেখুন এখানে

Guardian যেভাবে কনফিগার করবেনঃ

Recipient এ এমন কারও নাম্বার দিন যার কাছে চোরের নাম্বার থেকে ম্যাসেজ আসবে। এক্ষেত্রে আপনার ফ্যামিলির কারও নাম্বার দিতে পারেন।
Secret Code থেকে আপনার পাসওয়ার্ড সেট করুন। মনে রাখবেন পাসওয়ার্ড ভুলে গেলে সমস্যা হবে।
সব শেষে Status থেকে Enable করুন।

আপনি ইচ্ছা করলে যে কোন প্রোগ্রাম লক করেও রাখতে পারবেন।

চোরের নাম্বার থেকে ম্যাসেজ আসলে এমন হবে।

চোরের লোকেশন জানতে *password code*localize* লিখে চোরের নাম্বারে ম্যাসেজ করুন। ফিরতি ম্যাসেজে দেখবেন চোরের লোকেশন লিঙ্ক দেয়া আছে। 😀

এছাড়াও এভাবে বিভিন্ন ম্যাসেজ দিয়ে অনেক কিছুই করা যাবে। বিস্তারিত জানতে সাথে দেয়া দুইটি PDF ফাইল পড়বেন।

আশা করি এখন থেকে আপনার মোবাইল কিছুটা হলেও নিরাপদ। 🙂
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ajke samu te ekta post e comment korte dekhlam apnar, tokhoni bujhe gieachhi apni onekdin pore net e eshechhen ar jokhon eshechhen tar mane notun ekta tune pachhi, 😛 peao gelam jothariti fatafati ar ekta tune

Level 0

খুব সুন্দর adsense account লাগলে আমার সাথে যোগাযোগ করেন 01759868150
http://www.incomebd.webnode.com

অনেক দিন পর বেশ কাজের টিউন পেলাম। 😀 .. বরাবরের মতই অসাধারণ 😀

hasan vai ei tune ta net muster symbian jons er chain tune a 1 bar tune hoiselo. Ei link a techtunes.io/mobileo/tune-id/5672/ kintu unar mobile n73 tai buji nai ekhon bujechi. Koita 0 dibo ek 2 janan r apni ki set use koren oi tao janan. Ami c5 use kori

দারুণ তো?!? 😀 😀
ধন্যবাদ হাসান ভাই। 😆

যতবার সিম ঢুকাবেন ততবার এটা হবে। তাই সাবধান!

Level 0

অসাধারন,হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই আপনাকে ধন্যবাদ আমাকে প্রথম টিউন করতে সাহায্য করার জন্য।আমার মনে হয় আমার ওই দিনের আজকের টিউন পাইলাম

অসাধারণ ভাই 🙂

সফটওয়ারটি ভাল এতে কোন সন্দেহ নেই। কিন্তু সমস্যা হচ্ছে সিম্বিয়ান মোবাইল ফরম্যাট করা যায়। যারা প্রফেশনাল চোর ছিনতাইকারী তারা অনেকেই এই বিষয়টা জানে। তাছাড়া এদের কাছ থেকে যারা চোরাই সেট কিনে থাকে তাদের বেশিরভাগ এই বিষয়টা জানে। তাই এই ধরনের সফটওয়ার দিয়ে কিছুটা নিরাপত্তা পাওয়া গেলেও ১০০% নিরাপদ হওয়া যায়না। সবথেকে ভাল হত হ্যান্ড ফরম্যাট কাজ করবেনা এমন কোন ফার্মওয়ার পাওয়া গেলে। সেক্ষেত্রে মোবাইলটি খুজে বের করার জন্য কিছুটা হলেও বেশি সময় পাওয়া যেত।

    মোস্তফা আরাফাত ভাই, সহমত। তবুও ধন্যবাদ হাসান ভাইকে আমাদের মাঝে সুন্দর ভাবে গুছিয়ে লিখে শেয়ার করার জন্য।

    @মোস্তফা আরাফাত: ফরম্যাট করতে সিকিউরিটি কোড লাগে। চোর ওটা পাবে কোথায়?

      @নেট মাস্টার: সিকিউরিটি কোড ছাড়াও সিম্বিয়ান সেট খুব সহজেই ফরম্যাট করা যায়। * ৩ এবং সবুজ (কল রিসিভ বাটন) এই তিনটি একসাথে ধরে রেখে বন্ধ সিম্বিয়ান সেট অন করলে তা সাথে সাথে ফুল ফরমেট হয়ে যায়। এটা এখন অনেকটা ওপেন সিক্রেট। তবে যেসব চোর ব্যাপারটা জানে না তারা অবশ্যই ঝামেলায় পড়বে 🙂

      @নেট মাস্টার: সিম্বিয়ান মোবাইল ফরম্যাট করতে সিকিউরিটি কোড লাগেনা।

      @নেট মাস্টার: আপনি সম্ভবত আগের ধারণা থেকে বলছেন। S60 সিরিজের ফোনগুলোতে ওই কোড কাজ করতো। বর্তমানের সিমবিয়ানগুলোতে ওই কোড ট্রাই করে দেখুন! পুরাই হতাশ হবেন। 😀 .. *#7370# বা *#7780# ছাড়া ফরম্যাট দিতে পারবেন না। 😀

    @মোস্তফা আরাফাত: হুম ১০০% নিরাপদ কিছুই নেই। তবে নাই মামার চেয়ে কানা মামা ভাল। 🙂

    Level 0

    @মোস্তফা আরাফাত: হুম,, যদিও পৃথিবীতে ১০০% নিরাপদ বলতে কিছু নেই।
    আর আমার একটা এল,জি সেট আছে ওটাতে সফ্টঅয়্যার সারাই চোর ধরার অশন আছে। 😀

দারুণ……..ধন্যবাদ হাসান ভাই।

বস একটিভ করলাম, ভাল লাগল। আপনি আসলে একটা জিনিয়াস।

Level 0

vai HTC-P3400i jonno kichu ase?

Jotil hoicey>>>>>>>>> 😛

Level 0

Hasan bhai prothome dhonnobad janai sundor akta tune korar jonno.
Facebook a মুঠোফোন name a amar akta page ache. Ami ki oi page a apnar ei tune er link niye akta post korte pari?
Page link:http://m.facebook.com/MuThofon?refid=5

Level 0

ভাল লাগলো…… আমি বর্তমানে NetQin Mobile Security ব্যাবহার করি, এটাও ভাল

আমি কিছু ফোন দেখেছি ওগুলো সিম চেন্জ করলে sms ও লোকেশন আসে কিন্তু সেটা ফোনের ডিফল্ট সফট । তবে আপনারটা অনেক আপডেট এটাতে লোকেশন , ম্যাপ ইত্যাদী নতুন অনেকগুলো ফিচার যুক্ত , ধন্যবাদ আপনাকে।।

মিয়া ভালোই তো পাইছো, এখন চোর গুলাকেও শান্তিতে থাকতে দিবানা। আমি নকিয়া ৫০৩০ আর ১১০০, তবে বর্তমানে লাগছে না। প্রিয়তে থাকলো ভবিষ্যতের জন্য। 🙂 🙂 🙂

কিন্তু আমরা যতবার মোবাইলের সিম খুলি তাতেতো এক বছরের মধ্যে ম্যাসেজে যে টাকা কাটবে তাতে একটি ফোন কিনে পাওয়া যাবে। আচ্ছা ফোন হারানো পরে ফোনের IMEI নম্বর দিয়ে ফোনটি কোথায় আছে তা সার্চ দেওয়া কোন ব্যবস্থা কি আছে?

ধন্যবাদ

আমিই ভাল আছি, নোকিয়া c100 ব্যবহার করি, চোরে নিবো, নিক, কুনো ঝামেলা নাই।
তয় ভাই আপনার টিউন আমার বরাবর ভাল লাগে, আপনার নতুন টিউনের অপেক্ষায় থাকি।

vie soboy bozlam but chor ar kacy jaor por chor jodi mobile na day!!!!!!!

Thanks ………………….

আপনার টিউন মানেই ভাল টিউন অনেক কাজের একটা সফট ।কিন্তু জাভা হলে ভাল হত.

ধন্যবাদ ।

ভাইয়া জটিল হয়েছে। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু সমস্যা, সেটা হচ্ছে sms এর মাধ্যমে অন্যান্য অপশনগুলো কাজ করছে কিন্তু লোকেশন তো আসছে না, ঘটনা কি ?? আমার ৫২৩৩। আসতে কি অনেক সময় লাগে ??

ভাইয়া দুঃখিত, লোকেশন ও আসছে। একটু সময় নিছে। ধন্যবাদ।

Level 0

ভালই পোস্ট করছ। আচ্চা একটা উইন্ডোজ ফোন কোরিয়া থেকে পাঠাইছে মডেল-samsung sph m8400
এখন এইটা কান্ট্রি লক করা আর কোরিয়ান ভাষা। স্যামসাং পিসি স্টুডিও দিয়ে ওপেন হয়না বলে windows mobile device center দিয়ে কানেক্ট করতে হবে কিন্ত সেও মোবাইলটাকে ডিটেক্ট করতে পারছেনা ! ইউএসবি ক্যাবল ঠিকাছে কারন স্টোরেজ এক্সেস করা যাচ্ছে। কি করা যায় ভাই বল দেখি ? ভাষা ইংলিশ করতে পারলামনা অনেক পরিশ্রম করেও ! কান্ট্রি অনলক করার ব্যাপারে কি করা যায়

Level 0

hasan vai xotil ekta tune disen. ki bole je apnake dhonnobad dibo bujte parchi na. vai apni ekta jinsh……

Level 0

saiful ke abar ?

Level 0

this is old version please upload 3.00

Nice tune.Thanks for share with us. carry on……….

আমাদের হাসান যোবায়ের (আল-ফাতাহ্) দেখছি এখন মোবাইল সফটের দিকে বিশেষ নজর দিছে ভাল লক্ষন আমরা আরো বেশী বেশী মোবাইলের জন্য সুন্দর সুন্দর সফট পাব।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর ও কাজের সফটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আচ্ছা IMEI code দিয়ে কি চুরি হওয়া সেট লক করা যায়?

ভাই আমি এতদিন ধরে এই মালটাকে খুজতাসি…ধন্নবাদ বস জিনিস টা পোস্ট করার জন্য…
আমি একটা সমস্যায় পরসি।পারলে কেউ সাহায্য করেন।আমার স্টার্ট মেনু নিচ থেকে উপরে চইলা গেসে পারলে কেউ একটু নিচে নামাই দেন…।ধন্নবাদ আমার কমেন্ট টা পরার জন্য।।

Level 0

ভাই আপনার টিউন আমার বরাবর ভাল লাগে, আপনার নতুন টিউনের অপেক্ষায় থাকি।

yes good

Level 2

জটিল হাসান ভাই. হাসান ভাই আমার সেট টি সিম্বিয়ান কিনা আমি জানি না. আমার সেট হলো নকিয়া c3. এই সেটে কি সফট টা কাজ করবে?

Level New

ভাল হয়েছে।

দুই বছর আগে বিস্তারিত লিখেছিলাম এটা নিয়ে https://www.techtunes.io/mobileo/tune-id/5672/

এক কথায় অসাধারণ ! সরাসরি ডাউলোডে …………..

Level 0

জাভা এরকম কোন সফটওয়্যার নাই??? সব ই দেখি খালি sis file.

আমার সিম্পুনির কিছু একটা বেবস্থা করেন। 😛

Level 0

আমি ব্যবহার করি fsecure free anti-theft for mobile. তবে এটাও ভাল।

vhai Android 2.1 2.2 e ki erokom kisu nai?

vhai Android e ki erokom kisu nai?

Level 0

via apnar email address ta kindly dan amr email id [email protected] khubi urgent….

দারুন বিশদভাবে বর্ণনা দিয়ে লিখেছো! 😀
আমার এক্টিভেট করা আছে।

বস একটিভ করলাম, ভাল লাগল। আপনি আসলে জটিল. good by

A+ Tune

Salam boss.

ভাই আপনি এক জন কাজের জিনিশ হ্যাক জানেন tanks via

@hasan jobaer vai, amar mobile set ta Samsung Champ- C3300k model er . Eita te ki Guardian Soft ta ka korbe?????

Level 0

কাজের জিনিস দিসেন ভাই। অনেক ভাল লাগলো

Level 0

ভাই টিউনটি খুবই ভাল হয়েছে. আমিত উপক্রিত হয়েছি…আসা করি শবাই উপক্রিত হবে..ধন্ন্যবাদ আরও এক বার…KEEP IT UP….:-) ভাই আমি আপনার PDF ফাই পাইতেচিনা না…কষ্ট করে বলবেন কি…..কথায় আছে ????…ধন্ন্যবাদ ভাই

Level 0

বস টিউন !!! ধন্যবাদ আপনাকে……।

Level 0

ki bolbo vasa vule gasi but jossssssssssssssssssss.

গত ১ সপ্তাহ আগে রাতে ঘুমানোর সময় জানালা লক করতে ভুলে গিয়েছিলাম। ভোর রাতে দেখি আমার হাতের পাশে রাখা ২ টা মোবাইলই নাই। কিছুক্ষন অনুসন্ধান করার পর বুঝতে পারি চোর বাবাজি জানালা দিয়ে মোবাইল ২ টা নিয়ে গেছে। একটা নোকিয়া ৫২৩৩ অপরটি ১৬৫০। Guardian সফটওয়্যার টি ৫২৩৩ এ ইন্সটল করা ছিল। তাই আশা ছিল সেটে সন্ধান হয়ত পাব। কিন্তু বিধি বাম। আজ অবধি বাসার মোবাইলে ১টা এসএমএস পর্যন্ত আসে নাই। মনে হয় সেটে ফ্লাস দিয়েছে। যদি তাই হয়, তাহলে এই সফটওয়্যার দিয়ে লাভ কি!! এমন কোন সফটওয়্যার ব্যবহার করা উচিত যা আনইন্সটল যোগ্য নয়। তাহলে এখন কার চোরেরা অনেক চালাক হয়ে গেছে। যা আমার সেট চুরির পর হাড়ে হাড়ে টের পেলাম।

Level 0

vi eta ki nokia 110 te kaz korbe………..

ভাই সফটওয়্যারটি আমার দরকার, কিন্তু আপনার লিংকে বর্তমানে কাজ করতেছে না, একটু কষ্ট করে লিংকটি আপডেট করে দিন।

আপনাকে ধন্যবাদ