কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। 🙂
আমাদের অতি প্রিয় মোবাইলটি যখন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন কিছুই করার থাকে না। কিন্তু আপনি ইচ্ছা করলেই এখন থেকে মোবাইলের হদিস বের করতে পারবেন খুব সহজেই!
Anti-theft সফটওয়্যার অনেক আছে। তবে আমার কাছে Guardian-Mobile সফটটি বেশি ভাল লেগেছে। আশা করি আপনাদেরও ভাল লাগবে।
এবার বলি কিভাবে Guardian সফট কাজ করে। আপনি যদি মোবাইলে এই সফট ইন্সটল করে রাখেন তাহলে মোবাইল চুরি হওয়ার পর চোর যখন তার সিম মোবাইলে ঢুকাবে ঠিক তখনি তার নাম্বার থেকে গোপনে ম্যাসেজ চলে আসবে আপনার কাছে! শুধু তাই না আপনি ইচ্ছা করলে চোরের লোকেশনের ধারনাও পাবেন। এমনকি ফোন লকও হয়ে যাবে। আর এসব কিছুই হবে চোরের অজান্তে 😉 তাহলে চলুন তৈরি করা যাক চোর প্রতিরোধোক মোবাইল।
প্রথমে এখান থেকে Guardian সফট ডাউনলোড করে নিন।
ইন্সটল করতে হলে আপনার সেট হ্যাক করা থাকতে হবে। যদি এখনও হ্যাক করা না থাকে তাহলে এই টিউন দেখুন
এবার Guardian Unsigned.sisx ফাইলটি ইন্সটল করুন। সফটওয়্যার টি Registration করুন 0000 কোড দিয়ে।
তারপর Guardian Platinum Cracked.sisx ফাইলটি ইন্সটল করুন।
ব্যাস কাজ শেষ!
সিম্বিয়ান S60 V3 ও V5 সেটগুলোতে এই সফট সাপোর্ট করবে। নোকিয়া ছাড়াও কিছু সেট আছে সাপোর্ট করবে। বিস্তারিত লিস্ট দেখুন এখানে
Recipient এ এমন কারও নাম্বার দিন যার কাছে চোরের নাম্বার থেকে ম্যাসেজ আসবে। এক্ষেত্রে আপনার ফ্যামিলির কারও নাম্বার দিতে পারেন।
Secret Code থেকে আপনার পাসওয়ার্ড সেট করুন। মনে রাখবেন পাসওয়ার্ড ভুলে গেলে সমস্যা হবে।
সব শেষে Status থেকে Enable করুন।
আপনি ইচ্ছা করলে যে কোন প্রোগ্রাম লক করেও রাখতে পারবেন।
চোরের নাম্বার থেকে ম্যাসেজ আসলে এমন হবে।
চোরের লোকেশন জানতে *password code*localize* লিখে চোরের নাম্বারে ম্যাসেজ করুন। ফিরতি ম্যাসেজে দেখবেন চোরের লোকেশন লিঙ্ক দেয়া আছে। 😀
এছাড়াও এভাবে বিভিন্ন ম্যাসেজ দিয়ে অনেক কিছুই করা যাবে। বিস্তারিত জানতে সাথে দেয়া দুইটি PDF ফাইল পড়বেন।
আশা করি এখন থেকে আপনার মোবাইল কিছুটা হলেও নিরাপদ। 🙂
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ajke samu te ekta post e comment korte dekhlam apnar, tokhoni bujhe gieachhi apni onekdin pore net e eshechhen ar jokhon eshechhen tar mane notun ekta tune pachhi, 😛 peao gelam jothariti fatafati ar ekta tune