হে বন্ধুরা, আজ আমরা বাস করছি বিজ্ঞান ও প্রযুক্তির নতুন এক দুনিয়ায়। এই যুগে এসে আমরা বিজ্ঞানের চমৎকার কিছু যাদু দেখছি।
আজ কাল স্মার্টফোন গুলোর মতো হয়ে উঠছে বাটন ফোন। তেমনি একটা বাটন ফোন নিয়ে আজ কথা বলব।
আপনারা এই ফোনের ফিচার্চ দেখে চমকে যাবেন। কারণ এখানে স্মার্ট ফোনের মতো কিছু চমৎকারি ফিচার্চ আছে। এই বাটন ফোনটি হলো Geo T19i.চলুন তাহলে জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার্চ সম্পর্কে।
এখন আসি আসল ফিচার গুলিতে।
ফিচার্চ: ইউটিউব, ফেজবুক, ওয়ার্টস অ্যাপ ইত্যাদি।
নেটওয়ার্ক: 2জি, 3জি ও 4জি।
আরও আছে হটসপোর্ট ও ওয়াইফাই।
আর কি চান সবই আছে এই ফোনেতে আর কেমেরা তো ভুলে গেছি। ফাস্ট ও ফোরন্ট কেমেরা 2 মেগাপিকচাল। তাহলে আর দেরি কেন যারা এরকম ফোন কিনতে চান তারা Geo Mobail কোম্পানির ফেজবুক পেজে গিয়ে অর্ডার দিন। এই মোবাইলের বাংলাদেশ পেরাইজ 3500 টাকা।
সো বন্ধু কেমন লাগবে বিজ্ঞানের এই নতুন আবিরভাব। এই সম্পর্কে টিউমেন্ট করুন। আজ এখানে শেষ করছি।
ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে নতুন আরেকটি টিউন এ ততদিন পর্যন্ত আল বিদায়। শুভ কামনা রইলো সবার জন্য। বাই।
ফোনটির ফিচার্চ কেমন লাগলো বলবেন।
আমি সামিউল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ টিউনার।