আমি নকিয়া ফোন ব্যবহার করি। যেটাতে আগে বাংলা লেখা দেখা যেত। মাঝে একটা সমস্যার কারণে ফ্ল্যাশ মারতে হয়। এরপরই শুরু হয় যত সমস্যা। আগে যেখানে মজা করে বাংলা ম্যাসেজ,চ্যাট এবং বাংলা ওয়েব সাইট ঘুরতে পারতাম এখন তো আর পারছি না। আর আমার প্রিয় টেকটিউন না দেখলে কি একদিন ও চলে তাই একদিন রাত নেট ঘেটে বের করলাম এই সমাধান অর্থাৎ এই মোবাইল ব্রাউজার। তাহলে আসুন জেনে নেই এর সুবিধাগুলো আর অনান্য ব্রাউজারের অসুবিধাগুলো:
বোল্ট ব্রাউজারের সুবিধা:
ওয়েবের বিষয়বস্তু দেখার জন্য ফন্ট ইন্সটল করা হচ্ছে বাংলা ভাষায় লেখা পাঠ্য পড়ার জন্য বা পাঠ্য লেখার জন্য প্রথমবার ডিভাইসে ফন্ট ইন্সটল করতে হয়৷ তিনটি সহজ ধাপে ভারতীয় ফন্ট ইন্সটল করতে হয়৷ ফন্ট তিন ভাবে ইন্সটল করা যায়৷ বোল্ট ইন্ডিক দিয়ে আপনার মোবাইলে বাংলা ভাষা ইন্সটল করার ধাপগুলি নিচে দেওয়া রয়েছে:
বিকল্প 1. ফন্ট স্ব-ইন্সটল
বোল্ট ইন্ডিক-এ বাংলা ভাষা ব্যবহারকারী কোনো ওয়েবসাইট যখন প্রথম খোলা হয়, সেটি মোবাইল ব্যবহারকারীকে প্রয়োজনীয় বাংলা ফন্ট ইন্সটল করতে বলে দেয়৷
বিকল্প 2. ভাষা বদলান
ব্যবহারকারী যখন বোল্ট ইন্ডিক-এর ডিফল্ট ভাষা বদলান তখন সংশ্লিষ্ট বাংলা ফন্ট স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল হয়ে যায়৷
বোল্ট ইন্ডিক: বাছাই করা আঞ্চলিক ভাষায় ব্যবহারকারী ইন্টারফেস প্রদর্শন করে
বিকল্প 3. ম্যানুয়াল ইন্সটল
আপনার ডিভাইসে বোল্ট ইন্ডিক খুলুন এবং মেনু>পছন্দসই-তে যান৷ পছন্দসই-তে স্ক্রোল করে নিচে ফন্ট ইন্সটল করুন-এ যান এবং সেটিকে বাছুন৷ ফন্ট ইন্সটল করুন স্ক্রীনে আপনি যে ফন্টটি ইন্সটল করতে চান, সেটিকে বাছুন৷
বাংলা ভাষায় বোল্ট ইন্ডিক দিয়ে টাইপ করতে খুবই ভাল লাগে এবং আমরা নিশ্চিত করেছি যাতে সেই অভিজ্ঞতায় কোনো পরিবর্তন না হয়৷ বোল্ট ইন্ডিক-এর কীবোর্ড বাংলা ভাষার উপযোগী করে তৈরি করা হয়েছে যাতে আপনার ডিভাইসে বাংলা ভাষা ব্যবহারের অভিজ্ঞতা মনোগ্রাহী হয়৷
লেখার সময় বাংলা ফন্ট ব্যবহার করার জন্য কীবোর্ড বদলাতে "#" টিপুন৷ # টিপলে আপনার ইন্সটল করা বিভিন্ন ভাষার মধ্যে আপনার প্রয়োজনীয় বাংলা ভাষা পছন্দ করুন , অক্ষরগুলি লেখার জন্য কীবোর্ডের কী টিপুন৷
বোল্ট ইন্ডিক নিজে থেকেই বুঝে নেয় আপনার কোয়ার্টি কীবোর্ড না কি জেনেরিক মোবাইল কীবোর্ড এবং সেই অনুযায়ী লেখার সুবিধার জন্য অক্ষরের তালিকা প্রদর্শন করে৷ কীবোর্ডের কী টিপলে অক্ষর বাছাইয়ের তালিকা দেখতে পাওয়া যায়৷ তীর কী টিপে অথবা অক্ষরগুলির কী একাধিকবার টিপে টিপে আপনি তালিকা ব্যবহার করতে পারেন৷
বাংলা বাছুন "#" কীর টিপে
"4" কী একবার টিপে
"9" কী চারবার টিপে
"2" কী দুবার টিপে
খোঁজার জন্য বাছুন টিপুন
খোঁজার ফলাফল প্রদর্শিত হয়েছে বাংলায়
BOLT ইন্ডিক-এ টাইপের সুবিধার জন্য নির্বাচিত ভাষার সবকটি ক্যারেক্টার কীপ্যাডের বিভিন্ন কী-তে ম্যাপ করে দেওয়া হয়েছে। নীচে দেওয়া লিঙ্কগুলি থেকে উপযুক্ত লিঙ্কে ক্লিক করে আপনার ফোনের সঠিক কী ম্যাপিং জেনে নিন।
নিউমারিক কীপ্যাডের জন্য
কোয়ার্টি কীপ্যাডের জন্য
আর হ্যা অবশ্যই ফাইলটি ইন্সটলের পূর্বে একে মেমোরি কার্ড একসেসের অনুমতি দিবেন।
http://www.mediafire.com/?zr9ymrhof8e4z
(ভুল হলে কিংবা আগে টিউন হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন
আল্লাহ্ হাফেজ)
আমি ফারুক হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিশাল+সুন্দর টিউন। তবে আমার বোল্ট লাগে না। সেটে অভি সুইট দিয়ে ফ্লাস দিলেই হয়। দুবার দিসি:) তবে খুব সুন্দর টিউন। একটা মোবাইল ব্রাউজার নিয়ে এতবড় টিউন আসলেই কঠিন