সকল মোবাইলের বাংলা ফন্টের সমাধান। ১০০% কার্যকরী

আমি নকিয়া ফোন ব্যবহার করি। যেটাতে আগে বাংলা লেখা দেখা যেত। মাঝে একটা সমস্যার কারণে ফ্ল্যাশ মারতে হয়। এরপরই শুরু হয় যত সমস্যা। আগে যেখানে মজা করে বাংলা ম্যাসেজ,চ্যাট এবং বাংলা ওয়েব সাইট ঘুরতে পারতাম এখন তো আর পারছি না। আর আমার প্রিয় টেকটিউন না দেখলে কি একদিন ও চলে তাই একদিন রাত নেট ঘেটে বের করলাম এই সমাধান অর্থাৎ এই মোবাইল ব্রাউজার। তাহলে আসুন জেনে নেই এর সুবিধাগুলো আর অনান্য ব্রাউজারের অসুবিধাগুলো:

বোল্ট ব্রাউজারের সুবিধা:

  • ১। এটি অনান্য ব্রাউজারের মত বিট ম্যাপ ফন্ট ব্যবহার করে না। এটি সরাসরি বাংলা ফন্ট ইনস্টল করে।

বোল্ট ইন্ডিক বাংলা ভাষা ইনস্টলের নিয়ম।

ওয়েবের বিষয়বস্তু দেখার জন্য ফন্ট ইন্সটল করা হচ্ছে বাংলা ভাষায় লেখা পাঠ্য পড়ার জন্য বা পাঠ্য লেখার জন্য প্রথমবার ডিভাইসে ফন্ট ইন্সটল করতে হয়৷ তিনটি সহজ ধাপে ভারতীয় ফন্ট ইন্সটল করতে হয়৷ ফন্ট তিন ভাবে ইন্সটল করা যায়৷ বোল্ট ইন্ডিক দিয়ে আপনার মোবাইলে বাংলা ভাষা ইন্সটল করার ধাপগুলি নিচে দেওয়া রয়েছে:

বিকল্প 1. ফন্ট স্ব-ইন্সটল

বোল্ট ইন্ডিক-এ বাংলা ভাষা ব্যবহারকারী কোনো ওয়েবসাইট যখন প্রথম খোলা হয়, সেটি মোবাইল ব্যবহারকারীকে প্রয়োজনীয় বাংলা ফন্ট ইন্সটল করতে বলে দেয়৷

বিকল্প 2. ভাষা বদলান

ব্যবহারকারী যখন বোল্ট ইন্ডিক-এর ডিফল্ট ভাষা বদলান তখন সংশ্লিষ্ট বাংলা ফন্ট স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল হয়ে যায়৷




বোল্ট ইন্ডিক: বাছাই করা আঞ্চলিক ভাষায় ব্যবহারকারী ইন্টারফেস প্রদর্শন করে

বিকল্প 3. ম্যানুয়াল ইন্সটল

আপনার ডিভাইসে বোল্ট ইন্ডিক খুলুন এবং মেনু>পছন্দসই-তে যান৷ পছন্দসই-তে স্ক্রোল করে নিচে ফন্ট ইন্সটল করুন-এ যান এবং সেটিকে বাছুন৷ ফন্ট ইন্সটল করুন স্ক্রীনে আপনি যে ফন্টটি ইন্সটল করতে চান, সেটিকে বাছুন৷


বাংলা ভাষায় বোল্ট ইন্ডিক দিয়ে টাইপ করতে খুবই ভাল লাগে এবং আমরা নিশ্চিত করেছি যাতে সেই অভিজ্ঞতায় কোনো পরিবর্তন না হয়৷ বোল্ট ইন্ডিক-এর কীবোর্ড বাংলা ভাষার উপযোগী করে তৈরি করা হয়েছে যাতে আপনার ডিভাইসে বাংলা ভাষা ব্যবহারের অভিজ্ঞতা মনোগ্রাহী হয়৷

পাঠ্য কী ভাবে লিখবেন

লেখার সময় বাংলা ফন্ট ব্যবহার করার জন্য কীবোর্ড বদলাতে "#" টিপুন৷ # টিপলে আপনার ইন্সটল করা বিভিন্ন ভাষার মধ্যে আপনার প্রয়োজনীয় বাংলা ভাষা পছন্দ করুন , অক্ষরগুলি লেখার জন্য কীবোর্ডের কী টিপুন৷

বোল্ট ইন্ডিক নিজে থেকেই বুঝে নেয় আপনার কোয়ার্টি কীবোর্ড না কি জেনেরিক মোবাইল কীবোর্ড এবং সেই অনুযায়ী লেখার সুবিধার জন্য অক্ষরের তালিকা প্রদর্শন করে৷ কীবোর্ডের কী টিপলে অক্ষর বাছাইয়ের তালিকা দেখতে পাওয়া যায়৷ তীর কী টিপে অথবা অক্ষরগুলির কী একাধিকবার টিপে টিপে আপনি তালিকা ব্যবহার করতে পারেন৷

বাংলা বাছুন "#" কীর টিপে

"4" কী একবার টিপে

"9" কী চারবার টিপে

"2" কী দুবার টিপে

খোঁজার জন্য বাছুন টিপুন

খোঁজার ফলাফল প্রদর্শিত হয়েছে বাংলায়

ভাষা কী ম্যাপিং

BOLT ইন্ডিক-এ টাইপের সুবিধার জন্য নির্বাচিত ভাষার সবকটি ক্যারেক্টার কীপ্যাডের বিভিন্ন কী-তে ম্যাপ করে দেওয়া হয়েছে। নীচে দেওয়া লিঙ্কগুলি থেকে উপযুক্ত লিঙ্কে ক্লিক করে আপনার ফোনের সঠিক কী ম্যাপিং জেনে নিন।

নিউমারিক কীপ্যাডের জন্য

কোয়ার্টি কীপ্যাডের জন্য

  • ১। সরাসরি ফেসবুকে বসেই বাংলায় চ্যাট ও কমেন্টস করার সুবিধা(অর্থাৎ কোন প্রকার ম্যাসেন্জারের দরকার নেই)।
  • ২। বাংলায় ম্যাসেজ পাঠানোর সুবিধা। এজন্য আপনাকে যা করতে হবে  Bolt browser screen এ যান google search box এ mouse রেখে click করুন  mobile # button press করে ভাষা পছন্দ করে আপনার ম্যাসেজটি লিখুন এরপর মোবালের * button এ press korun এবং সব লেখাকে mark all করুন এবং সবশেষে আপনার মোবাইলের ম্যাসেজ বক্সে গিয়ে paste করুন আর send করে দিন কাংখিত নাম্বারে।(বি:দ্র: এটি অমার Nokia 3110c পরিক্ষীত। আশা করি অনান্য Nokia তেও হবে। আর চায়না সেটের জন্য কষ্ট করে ম্যাসেজিং পদ্ধতিটা আপনাকেই বের করে নিতে হবে কারণ উপরোক্ত পদ্ধতিটা আমি ব্যক্তিগতভাবে বের করে নিয়েছি।)
  • ৩। কম্পিউটারের মতই ইনস্ট্যান্ট ফেসবুকের নটিফিকেশন দেখার সুবিধা।
  • ৪। যে কোন প্রকার ওয়েবসাইট পেজকে সেভ করার সুবিধা(অর্থাৎ সেভ করা পেজের মাধ্যমে আপনি অফলাইনেও ওয়েবপেজটি ভিজিট করতে পারবেন) । আর এজন্য আপনাকে এই বোল্ট ব্রাউজারের Menu >Page Tools>Save Page এ Click করুন File Save করার জন্য ফোল্ডার চাইলে দেখিয়ে দিন। কিংবা মেমোরি কার্ড একসেস করার জন্য পারমিশন চাইলে yes করুন।
  • ৫। বিল্ট ইন ডাউনলোড ম্যানেজার।
  • ৬। সরাসরি ইউটিউবের ভিডিও দেখার সুবিধা।

এবার আসুন জেনে নিই অনান্য ব্রাউজারের অসুবিধাগুলো:

  • ১। বিট ম্যাপ ফন্ট ব্যবহার করে যার ফলে লোডিং এ সময় বেশি নেয়।
  • ২। বাংলায় চ্যাট ও কমেন্টস করার সুবিধা দেয় না।
  • ৩। বাংলায় ম্যাসেজ পাঠানোর সুবিধাও পাবেন না।
  • ৪। রিলোডিং ছাড়া ইনস্ট্যান্ট ফেসবুকের নটিফিকেশন দেখার সুবিধা পাবেন না।
  • ৫। ওয়েবসাইট পেজকে সেভ করার সুবিধা দেয় না
  • ৬। সরাসরি ইউটিউবের ভিডিও দেখার সুবিধা দেয় না ।
  • ৭। কোন বড় ওয়েব পেজ এ ঢুকতে সমস্যা করে।

আর হ্যা অবশ্যই ফাইলটি ইন্সটলের পূর্বে একে মেমোরি কার্ড একসেসের অনুমতি দিবেন।

ডাউনলোড লিংক:

http://www.mediafire.com/?zr9ymrhof8e4z

(ভুল হলে কিংবা আগে টিউন হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন
আল্লাহ্ হাফেজ)

Level 0

আমি ফারুক হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বিশাল+সুন্দর টিউন। তবে আমার বোল্ট লাগে না। সেটে অভি সুইট দিয়ে ফ্লাস দিলেই হয়। দুবার দিসি:) তবে খুব সুন্দর টিউন। একটা মোবাইল ব্রাউজার নিয়ে এতবড় টিউন আসলেই কঠিন

ভাই পুরান পেছাল । তবে অনেক সুন্দর করে লিখছেন ।
আরা মিডিয়া ফায়ারে লিংক না দিয়া সরাসরি আফিসিয়াল সাইটের লিংক দিলেই পারতেন ।তখন সাইন ভার্সন টা ইউজ করতে পারতেন । না কী জানেন না ?
লিংকটা আমি দিচ্ছি http://boltbrowser.com/mobile/wml/boltin.wml
এখান থেকে ডাউনলোড করুন ।

@মোস্তাফিজুর রহমান হ্নদয় ভাই–
ভাই জানি না তা না। কিন্তু অনেকেই আছে যারা মিডিয়াফায়ার লিংক চায় এটা তাদের জন্য। আমার আসল উদ্দেশ্য ছিল তথ্য দেয়ার আমি সেই চেষ্টাই করেছি। আর আমি যদি লিংক নাও দিতাম তাহলেও সবাই ফাইলটা ঠিকই ডাউনলোড করতে পারত গুগল এর সাহায্য নিয়ে। কিন্তু গুগলেতো কত সফটওয়্যার আছে । কই কেউত না জেনে সেসব ডাউনলোড করেনা। কারণ ঐসব সফটওয়্যার সম্বন্ধে তথ্য নেই বলে । আমি সেই কাজটি করার চেষ্টা করেছি।

    @ফারুক হোসাইন: যদি আপনার জানা থাকে তাহলে উইন্ডোস মোবাইলের জন্য বোল্ট ব্রাউজার এর লিংক টা দিয়েন। টিউনের জন্য ধন্যবাদ।

Level 0

ভাই পুরান পেছাল । তবে অনেক সুন্দর করে লিখছেন ।

    @reyad019: ভাষা এরকম কেন আপনার? উনি এত কষ্ট করে লিখল … নিজে কয়টা টিউন করেছেন?

Level 0

ami SAMSUNG GALAXY GT-I5510 (Android 2.2) use kori, tate bangla dekha na jaoa te ami Mobile diye tt visit korte parina, ki korbo?

টিউনটা বেশ ভাল হয়েছে। ধন্যবাদ।

নতুন করে ধন্যবাদ।

Level 0

Opera mini dia bangla font use korben jevabe:

opera mini te jeye about:config likhun ebong enter korun.Ebar je page ti ashbe ta opera mini er cinfig menu.Ekdom niche dekhun ekti option ase “use bitmap fons for complex scripts”.eti shadharonoto “no” thake.ei option tike “yes” kore din taholei kaaj shesh.ekhon apni bangla font dekhte parben.

nice

Level 0

nice. vai aita ke sony ericsson k610i ta hobe. ar bangla pdf file pora jabe plz bolben

বেশ চমৎকারভাবে গুছিয়ে লিখেছেন। 🙂
ধন্যবাদ আপনাকে।

আপনার টউনটা সুন্দর হয়েছে। বেশ গুছিয়ে লেখেছেন।

http://boltbrowser.com/in/boltIndicHelp_bengali.html পুরাটাই এখান থেকে কপি পেস্ট করা?

    @omairhossain: apni ki valo kore amr post ta pore dekhsen??
    ????????????????????????????????????????????????????????????????????????????
    kono lekhok jokhon boe lekhen tokhon to tokhon bivinno reference use kore …r ami to Bolt er
    browser niae post korsi….tahole tader shjjo nibonato kar nibo…tasara ae post ti te ami amr
    ovoggota tule dhorsi….ro dhorsi amar nijer idea te kivabe bangla sms kora jai tar upay …..
    abat ae brtwser er shathe onno brwser er shuvidha oshuvidha ullekh korsi…egulo ki okhane
    chilo….bolen??? kivabe ” পুরাটাই এখান থেকে কপি পেস্ট করা” ae kotha bollen>??????….
    upojukto UTTOR diben… asha kori…

      post ta purata pori nai er jonno dukkhito commeant ta delete kore deben pls

সুন্দর উপস্থাপনা…

share korar jonna donnobad.

bolt khub valo..tobe kano jani ata amar nokia n70 te khub slow kaj kore…

eta apnake temon spee na dite parleo kintu kajer kaji……

ধন্যবাদ আপনাকে

i need to talk to you 01819118612

apnake osonkho obonito dhonnobad.Ami bohu din dhore amar 6120c mbl diye bangla typ krte chaichi bt parchi na.Ageo ami bolt use korechi bt bangla opn krte parini.Allaho apnake sudirgo hayat dan koruk

vaia ekhane uccharon,akar, ea kar age pore hoye jay now ami ki krbo jate emon na hoy

Curve BlackBerry 8520 এ কী হবে ? প্লীয প্লীয