বাজারে আসার সাথে সাথে এনড্রয়েড ব্যবহারকারীদের মনে শক্ত জায়গা করে নিয়েছে। আমার মতে এনড্রয়েডের সেরা ২৫টি অ্যাপ্লিকেশন নিয়ে এই লেখা। লেখাটি আমার ব্লগে ও টেকস্পেট-এ প্রথমে প্রকাশিত। পোস্ট সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে নিচে ই-মেইল না করে নিচে কমেন্টে লিখতে অনুরোধ করছি।
সামাজিক যোগাযোগঃ
- Facebook for Android: কম্পিউটারের ফেসবুক থেকে অনেক কম ফিচার হলেও অ্যাপ্লিকেশন হিসেবে এটি বেশ ভালই। এই তালিকায় প্রথমে জায়গা করে নেবার কারন হল ফেসবুকের নিজের জনপ্রিয়তা। অ্যাপ্লিকেশনটি অনেক ফাস্ট। 3.6 রেটিং সম্বলিত এই অ্যাপ্লিকেশনটি অতি দ্রুত আরো সুযোগ-সুবিধা নিয়ে সামনে আসবে তাই সবাই প্রত্যাশা করছেন। ডাউনলোড করুন এখানে
- Twitter app: যারা টুইটার ব্যবহার করেন তাদের জন্য অফিসিয়াল টুইটার ক্লায়েন্ট। অত্যন্ত পরিপূর্ণ এ অ্যাপ আপনাকে মোবাইলে ডেস্কটপ টুইটারের প্রায় সকল সুবিধাই দেবে। ডাউনলোড করুন এখানে।
- Skype: মোবাইল থেকে মোবাইলে ৩জি বা ওয়াইফাই দিয়ে ভয়েস/ভিডিও কল করুন। এছাড়াও একদম কম রেটে দেশ বিদেশে ল্যান্ডফোন বা মোবাইলে কথা বলা যাবে অনেক কম রেটে। সাথে ফ্রি ফাইল সেন্ডিং সুবিধা। একদম ফ্রি অ্যাপ। ডাউনলোড করুন এখানে
- Tweet Deck: ফেসবুক ও টুইটার একসাথে পেতে Tweet Deck একটি ভাল অ্যাপ। ডাউনলোড করুন এখানে
- Yahoo Messenger: ইয়াহু মেসেঞ্জারের অফিসিয়াল অ্যাপ। সাথে আছে ফেসবুক ইন্টিগ্রেশন ও ফটো শেয়ারের সুবিধা। ডাউনলোড করুন এখান থেকে
মাল্টিমিডিয়াঃ
- MX video player: সাবটাইটেল সাপোর্ট সহ অসাধারন ফাংশন সম্বলিত মিডিয়া প্লেয়ার। ডাউনলোড করুন এখানে
- Perfect Piano: মোবাইলে একদম সত্যিকারের পিয়ানো বাজানোর সুবিধা পাবেন। বাস্তব সাউন্ড ও সম্পূর্ণ পিয়ানোর সব নোট বাজানোর সুবিধা। ডাউনলোড করুন এখানে
অফিসঃ
- Adobe Reader: pdf ফাইল পড়ার জন্য একটি নির্ভরযোগ্য সফটওয়্যার। খুব ফাস্ট ইন্টারফেস, pdf পাসোয়ার্ড প্রটেকশন, কপি-পেস্ট, ল্যান্ডস্কেপ ভিউ সহ সফটওয়্যারটি অনেক সুবিধা দিচ্ছে। ডাউনলোড করুন এখানে
- Anti-Virus Free: AVG এন্টিভাইরাসের ফ্রি এডিশন। বেসিক প্রোটেকশন দেবার জন্য এই সফটওয়্যার এর ফ্রি ভার্সনটিই যথেষ্ট। তবে পরিপূর্ণ সিকিউরিটির জন্য প্রো এডিশন কিনে নিতে পারেন। ডাউনলোড করুন এখানে
- Opera Mini web browser: ডেটা কম্প্রেস করে সম্পূর্ণ কম্পিউটারের স্ক্রিনের মত ভিউ দিতে পারে এই সেরা মোবাইল ওয়েব ব্রাউজারটি। ডাউনলোড ম্যানেজার উন্নত, সাথে আছে আপলোডিং সাপোর্ট। ডাউনলোড করতে এখানে যান।
- Dolphin Browser™ HD: নতুন এই ব্রাউজারটি আপনাকে দেবে ফাস্ট রেন্ডারিং এড-অন সাপোর্ট। ফায়ারফক্স ও ক্রোমের অনেক এড-অনের ডলফিন ব্রাউজার এডিশন আছে। ফলে বুঝতেই পারছেন। নানান থিমে একে রাঙ্গিয়েও নেয়া যাবে। ডাউনলোড করুন এখানে
- Adobe Photoshop Express: ফটোশপের বেসিক অনেক সুবিধা নিয়ে এই সফটওয়্যারটি আইফোন মাত করে এখন এনড্রয়েডে। দরকারি সব ফটো এডিট এই সফটওয়্যার দিয়ে আপনার এনড্রয়েডেই সারতে পারবেন। ডাউনলোড করুন এখানে
ব্লগিং:
- WordPress for android: মোবাইল থেকেই ওয়ার্ডপ্রেস ব্লগে পোস্ট করুন। কমেন্ট দেখুন কিংবা সাইটের স্ট্যাটস দেখুন। এটি ফ্রি ও সেলফ হোস্টেড(ভার্সন ৩+) দু ধরনের ওয়ার্ডপ্রেস ব্লগেই কাজ করে। ডাউনলোড করুন এখানে
ইউটিলিটিসঃ
- AppSaver: এনড্রয়েডের ফ্রোয়ো (২.২ ভার্সনের) আগের ভার্সন যারা ব্যবহার করেন,তারা জানেন অ্যাপ্লিকেশন ফোন মেমরি ছাড়া ইন্সটল করা যেত না। অ্যাপসেভার আপনাকে অন্তত তখন আপনার এনড্রয়েড মার্কেট থেকে নামানো অ্যাপ-এর সেইভফাইলগুলো মেমরি কার্ডে সেভ করতে হেল্প করবে। ডাউনলোড করুন এখানে
- Advanced Task Killer: উইন্ডোজের টাস্ক ম্যানেজারের মতই আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে বন্ধ করে দিন। ডাউনলোড করুন এখানে
- Swype: এটি একটি অসাধারন টাইপিং অ্যাপ। অ্যাপটি দিয়ে ইংরেজি টাইপিং করা খুবই মজার। সিমবিয়ানে আগে যারা ব্যবহার করেছেন অলরেডি জানেন অ্যাপটি কতটা কাজের। বাটন প্রেস না করে স্ক্রিনের উপর আঙ্গুল দিয়ে স্লাইড করে করে অতি দ্রুত টাইপ করা যায়। ভুলের হার খুবই কম। একবার পারদর্শী হয়ে গেলে আর ছাড়তেই ইচ্ছে হবে না। ডাউনলোড করুন এখানে
গেমসঃ
- Angry Birds: গুলতি দিয়ে পাখি ছুড়ে পাখির ডিম চুরি করা দুষ্টু শুকরের বংশ ধংস করার খেলা। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম। এক কথায় নেশা লাগিয়ে দেয়। কোন কিছু বলার নেই, শুধু ডাউনলোড করুন। এনড্রয়েডে এসেছে নতুন একটি পর্ব 'মাইনস অ্যান্ড ডাইন্স' নিয়ে। এখানে পাবেন গেমটি। সম্পূর্ণ ফ্রি
- Angry Birds Rio: Angry Birds এর সিক্যুয়াল। যারা 'রিও' নামের এনিমেশন ফিল্মটি দেখেছেন তারা ভাল বুঝবেন। ওই কাহিনীকে কেন্দ্র করেই গেমটি তৈরি। যেখানে দুষ্ট লোকেরা সুন্দর পাখিদের ধরে পাচার করে বিদেশে। মজার ব্যাপার হচ্ছে এর গ্রাফিক্স অনেক কালারফুল। একদম মজে যাবেন। ডাউনলোড করুন এখানে। সম্পূর্ণ ফ্রি
- Angry Birds Seasons: আবারো Angry Bird। এই সিক্যুয়ালে হ্যালোইনের ভুতূড়ে পরিবেশের সাথে পাখিদের নিয়ে খেলা করতে জম্পেশ মজা যে হবে তা বলার অপেক্ষা রাখে না। ডাউনলোড করুন এখানে। সম্পূর্ণ ফ্রি
- Paper Toss: আরেকটি নেশা ধরানোর মত গেম। গেমে আপনাকে কাগজ দলা পাকিয়ে বিভিন্ন দুরত্বে রাখা বাস্কেটে ফেলতে হবে। আপনার টাচের দক্ষতার উপর আপনার একুরেসি নির্ভর করবে। গেমটির সুন্দর ইন্টারফেস আপনাকে আনন্দ দেবেই। ডাউনলোড করুন এখানে
পেইড গেমসঃ
- Cut the rope: বুদ্ধি আর দ্রুততার খেলা। বর্তমানে এনড্রয়েড মার্কেটে এর অবস্থান ১ নাম্বারে। এখানে আপনাকে দড়ি দিয়ে বাঁধা ক্যান্ডি খাওয়াতে হবে পোষা প্রানীটিকে। কিন্তু কথা হচ্ছে খাওয়ানো যেমন বুদ্ধির কর্ম তেমনি লাগবে ক্ষিপ্রতা। না খেললে বলে বোঝানো যাবে না। অ্যাপল অ্যাপস্টোরের হিট এই গেমটি এনড্রয়েডেও হিট করেছে। ডাউনলোড করুন এখানে
- Fruit Ninja: ফল কেটে কুচি কুচি করে ফেলুন ফ্রুট নিনজায়। টাইমার ও মাল্টিপ্লেয়ার সুবিধা সহ অপূর্ব মজার এই গেমটিও আইফোন মাতিয়ে আসা হিট গেম। নানান ধরনের ফল ছুড়ে দেয়া হবে, আঙ্গুল স্ক্রিনে নাচিয়ে টুকরা করে ফেলুন না? কিন্তু সাবধান, সাথে বোমাও ছুড়ে দেয়া হতে পারে, সেটা কেটে ফেললে কিন্তু মরেছেন। ডাউনলোড করতে চলে আসুন এখানে আর ফ্রি ভার্সন চাইলে দেখুন এখানে আর একই ধরনের আরেকটি গেম Fruit Slice ডাউনলোড করতে এখানে যান। এটিও ফ্রি
- Flick Golf: মোবাইল স্ক্রিনে গলফ খেলা যে কত মজার সেটা যারা খেলেছেন শুধু তারাই বলতে পারবেন। এনড্রয়েডে গলফ থাকবেনা তা কল্পনাই করা যায় না। কিন্তু কথা হচ্ছে সেটা যদি কোন ক্লাব ছাড়া শুধু আঙ্গুল টাচ করে খেলা হয়? ডাউনলোড করতে এখানে যান।
- Asphalt 6: Adrenaline HD: যেকোন মোবাইল রেসিং গেম ক্যাটাগরিতে সেরা গ্রাফিক্সের গেমস হল অ্যাসফল্ট। অ্যাড্রেনালিনের দুর্দান্ত গ্রাফিক্স আপনার মন জয় করে নেবে। ডাউনলোড করতে খোঁজ করুন এখানে।
- Talking Tom Cat 2: আবারো টকিং টম এল আপনাদের মাতাতে। যারা দেখেছেন তারা তো জানেনই, টম আপনার হাতের স্পর্শে হাসবে কাতুকুতু দিলে, আদর করলে চোখ বন্ধ করে ফেলবে, মেরে বসলে ব্যাথা পেয়ে চিৎকার দেবে। সাথে আপনি যা বলবেন তা শুনবে ও ওর ভাষায় আপনাকে শুনিয়ে হাসিয়ে মারবে। ডাউনলোড করুন এখানে।
Technorati Tags: এনড্রয়েড, android
খুবই চমতকার পোস্ট। ধন্যবাদ। অফটপিক, স্ক্রিনশট গুলো কোন মোবাইল দিয়ে নেয়া?