কম দামে সেরা ফোন ২০২২ ১৫০০০ হাজার টাকার মধ্যে সেরা ২ টি স্মার্টফোন 

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আশাকরি আপনারা সকলেই ভালো আছে। আজকে আপনাদের জন্য খুব দারুন একটি বিষয় নিয়ে হাজির হলাম আর তা হল কম দামের মধ্যে সেরা ২টি মোবাইল ফোন সম্পর্কে।

আপনার বাজেট যদি ১৫ হাজার টাকার আশপাশে হয়ে থাকে তবে আজকের আর্টিকেলটি সম্পুর্ণ মনোযোগ সহকারে পরবেন আশাকরি আপনার বাজেট অনুযায়ী বেস্ট মোবাইল ফোনটি পেয়ে যাবে। আজকে আমরা জনপ্রিয় ২টি স্মার্টফোন কোম্পানির সেরা ২টি মোবাইল ফোন সম্পর্কে জানবো। এই ২টি ফোন বাংলাদেশে খুব ভালো সারা ফেলেছে।

চলুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক।

TACNO SPARK 9T/ টেকনো স্পার্ক ৯টি

বর্তমান বাজারে টেকনো খুবি পরিচিত একটি মোবাইল ফোন কোম্পানি। টেকনো কোম্পানি কম বাজেটের মধ্যে আমাদের সেরা স্মার্টফোন গুলো দিয়ে থাকে। বর্তমান বাজারে তাদের একটি জনপ্রিয় স্মার্টফোনটি হল টেকনো স্পার্ক ৯টি।

আপনি যদি কম বাজেটের মধ্যে গেমিং, ভালো ডিসপ্লে, আর্কষনীয় ডিজাইনের ফোন খুঁজে থাকে তবে টেকনো স্পার্ক ৯টি আপনার জন্য বেস্ট একটি স্মার্টফোন হবে বলে আমি মনে করি।

এক নজরে টেকনো স্পার্ক ৯টি

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৭
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩  মেগাপিক্সেল  ক্যামেরা প্রাইমারি ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল ক্যামেরা
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

দামঃ ১৪, ৯৯০ টাকা

REDMI 10C/ রেডমি ১০ সি

শাওমি কোম্পানির বাজেটের সেরা একটি মোবাইল ফোন হল রেডমি ১০সি। 

ফোনটিতে রয়েছে দারুণ কিছু ফিচার। যার কারনে ফোনটিকে আপনি কিনতে বাধ্য। ফোনটিতে ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটাপ। সাথে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০, এই প্রসেসর টি আপনি খুব ভালো  গেমিং  করতে পারবেন। সাথে ব্যাটারি হিসেবে থাকছে ৫০০০ এম্পিয়ার ব্যাটারি। আরো অনেক ফিচার রয়েছে। যেটিকে চার্জ করতে সাথে পেয়ে যাবেন ১৮ ওয়ার্টের ফাস্ট চার্জিং সিস্টেম। যটি দিয়ে খুব সহজে আপনার মোবাইল ফোনটিকে চার্জ করতে পারবেন। আপনারা ৩টি কালারে বাজারে পেয়া যাবেন। আপনার বাজেট যদি কম হয়ে থাকে তবে এই ফোনটিকে আপনি নিয়ে নিতে পারেন।

এক নজরে রেডমি ১০সি

  • ডিসপ্লেঃ ৬.৭১ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৮০
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • মেইন ক্যামেরাঃ ৫০+২  মেগাপিক্সেল  ক্যামেরা প্রাইমারি ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল ক্যামেরা
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

দামঃ ১৪, ৯৯৯ টাকা

পরিশেষে

আজকে আপনাদের বাজারের দুইটি জনপ্রিয় কোম্পানির কম বাজেটের মধ্যে ২টি মোবাইল ফোন সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। আশাকরি কম বাজেটের মধ্যে এই দুইটি ফোন আপনার জন্য বেস্ট হবে।

আশাকরি আজকের আর্টিকেলটি আপনার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

এইরকম ইন্টারেস্টিং বিষয় পেতে আমাকে ফলো করতে পারেন। এবং টেকটিউনস এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি Samiul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস