বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্ট ফোন আনলো মটোরোলা। ‘ড্রয়েড রেজর’ নামের এ ফোনটির বিষয়ে মটোরোলা বলছে, এটি ‘অসম্ভব পাতলা’ যাতে রয়েছে স্টেইনলেস স্টিল কোর, গরিলা গ্লাস স্ক্রিন এবং ন্যানোপ্রযুক্তির স্প্লার্স গার্ড যা ভিতরের ইলেকট্রিক বোর্ডকে রক্ষা করে।
এ ফোনটি মাত্রই ৭.১ মিলিমিটার পুরু। ৪.৩ ইঞ্চি স্ক্রিন সাইজের এ ফোনটি সুপার অ্যামোলিড ডিসপ্লের।
মটোরোলা মবিলিটি প্রেসিডেন্ট সঞ্জয় ঝা জানিয়েছেন, এ ফোনটি স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি ফোনগুলোর মতোই এবং কনট্রাস্ট এবং কালারের দিক থেকে অ্যাপলের আইফোন ৪ এস এর চেয়েও উন্নত। ১.২ গিগাহার্জ প্রসেসর বিশিষ্ট এ মোবাইল ফোনে নেটফ্লিক্স থেকে এইচডি মুভি ডাউনলোড করা যাবে।
অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেমচালিত মটোরোলা রেজরে রয়েছে ওয়েবটপ ইন্টারফেস। উন্নত ব্যাটারি সুবিধার এ ডিভাইসটি বেশি শব্দ বা কম শব্দের স্থানগুলোতে ¯^য়ংক্রিয় ভাইব্রেশন মোডে চলে যায়। ফলে অনাকাক্সিখত ঘটনা এড়ানো যায়।
এ ফোনটির বিশেষ ফিচার হচ্ছে মটোকাস্ট’ যা সরাসরি কম্পিউটার থেকে সিনক্রোনাইজ করার সুবিধা দেয়।
ভেরিজনের সঙ্গে ২ বছরের চুক্তিতে এ ফোনটির দাম পড়বে প্রায় ৩০০ ডলার।
সকলের সু স্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
Indiai ki beroiche ? Kinmu vubchi….
http://www.friendhost.in