ভাঁজ করা যাবে ‘গ্যালাক্সি স্কিন’

ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাং এমন একটি নমনীয় স্মার্টফোন তৈরি করেছে যা ভাঁজ করা যাবে এমনকি রোল করে পকেটেও রাখা যাবে।

স্যামসাং তাদের জনপ্রিয় সিরিজের স্মার্টফোনের নামের সঙ্গে মিলয়ে নাম রেখেছে ‘গ্যালাক্সি স্কিন’। বলা হয়েছে , স্কিন বা চামড়ার মতই ভাঁজ করা যাবে এই মোবাইল ফোনটি। এমনকি ফোনটি নাকি হাতুড়ের আঘাতেও ভাঙবে না।

‘গ্যালাক্সি স্কিন’ তৈরির পরিকল্পনা ২০১০ সালেই সেরে ফেলেছিল স্যামসাং। সে সময় এর মডেলও প্রদর্শন করা হয়েছিল। আগামি বছরের মাজামাজি সময়েই এ ফোন বাজারে আনবে স্যামসাং। এই ফোনটি তে থাকবে হাই রেজুলেশন ফ্লেক্সিবল  amolid স্ক্রিন ,৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১ গিগা বাইট র‍্যাম  এবং ১.২ গিগাহার্টজ প্রসেসর।

স্মার্টফোনটিতে বিশেষ প্রযুক্তি গ্রাফিনির স্তর দেয়া থাকবে যা লিকুইড ক্রিস্টাল  স্ক্রিন হিসেবে ব্যবহৃত নমনীয় amolid স্ক্রিনকে সুরক্ষা দেবে। গ্রাফিনি ব্যবহারের ফলে ডিভাইসটিকে ইচ্ছেমত ভাঁজ করা যাবে। স্যামসাং আনুষ্ঠানিকভাবে এখনও এই ব্যাপারে কোন ঘোষণা দেই নি।

Level 0

আমি শাহেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই রকম একটা মোবাইল পেলে মন্দ হতো না। 🙂 ধন্যবাদ শেয়ার করার জন্য। 🙂

ধন্যবাদ

Level 0

নকিয়ারও এ ধরনের ফোন আছে(অর্ডারভিত্তিক), এ ছাড়াও হাতে পেঁচিয়ে রাখার ফোনও আনার কথা আছে। দাম বলতে চাইনা।