আমাদের দেশে সিম্ফনি ব্র্যান্ডের মোবাইল ব্যবহারকারি নেয়ায়েত কম নয়। মাত্র ক'বছর আগে যাত্রা শুরু করা সিম্ফনি তাদের মোবাইলের দাম ও ডিজাইনে বাংলাদেশের বাজার মাত করে দিয়েছে। দামে কম হলেও অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের তুলনায় সিম্ফনি কিন্তু বেশ টেকসই। ব্যাটারি লাইফ বেশ ভাল।
সিম্ফনির ব্যবহারযোগ্যতা বেশ সন্তোষজনক হওয়ায় মধ্যবিত্ত পরিবারগুলোতে এবং ছাত্রদের মাঝে সিম্ফনি বেশ জনপ্রিয়। এমনকি সিম্ফনি বর্তমানে নকিয়ার উপরে মার্কেট শেয়ার অর্জন করেছে বলেও তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে। সস্তায় জিপিআরএস(GPRS) ও এজ(EDGE) সুবিধা পাওয়ায় এসব মোবাইল এখন নিত্যদিনকার অংশ। কিন্তু সমস্যা হল এর মডেম ড্রাইভার তেমন একটা পাওয়া যায় না।
PROGmaatic Developer Network সিম্ফনির জন্য তৈরি করেছে সিম্ফনি মডেম ড্রাইভার। এটি শুধু বাংলাদেশের যে কোন মোবাইল অপারেটরে কাজ করে। একদম হালকা ইন্টারফেইসের এই সফটওয়্যারটি ব্যবহার করাও খুব সহজ।
আমার আরো টিউনঃ
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
দিহান ভাই , এটি আসলেই সিপ্ফোনীর ইউজারদের জন্যে অনেক কাজের জিনিস…..আমি আপনার আগের টিউন থেকেই ডউনলোড করেছি ………(techspate)