মুঠোফোনে স্যাটেলাইট টিভি !

মুঠোফোনে সরাসরি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দেখার প্রযুক্তি তৈরি করেছেন কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম। তাঁর এ প্রযুক্তির মাধ্যমে কোনো রকম ডাউনলোড ছাড়াই হাতের মুঠোফোনটি দিয়েই সরাসরি দেখা যাবে টিভি! শুধু টিভিই নয়, চাইলে যেকোনো বিশেষ অনুষ্ঠানও সরাসরি প্রচার করা যাবে মুঠোফোনের মাধ্যমে। সালাউদ্দিন এখন কাজ করছেন দেশ টিভিতে, ব্রডকাস্ট অপারেশন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে।

মোবাইল টিভি কী: ‘মোবাইল ফোনের মাধ্যমে টিভি দেখার ব্যাপারটিই হলো মোবাইল টিভি। তবে বর্তমান মোবাইল প্রযুক্তিতে দুই ধরনের মোবাইল টিভির সমন্বয় ঘটেছে, তা হলো এক্সটার্নাল মোবাইল টিভি প্রযুক্তি এবং অন্যটি ইন্টারনেটভিত্তিক মোবাইল টিভি।’ জানালেন সালাউদ্দিন। তিনি বলেন, কিছু কিছু মোবাইল ফোনসেটে রয়েছে এক্সটার্নাল মোবাইল টিভি সুবিধা। এক্সটার্নাল মোবাইল টিভির ক্ষেত্রে মোবাইল সার্কিটের সঙ্গে বাড়তি সুবিধা হিসেবে জুড়ে দেওয়া হয় একটি টিভির সার্কিট, যাতে এর সঙ্গে সংযুক্ত অ্যানটেনা দিয়ে কেব্ল টেরিস্ট্রিয়াল টিভি এবং ডিশের সংযোগ দিয়ে স্যাটেলাইট চ্যানেল দেখা যায়। কিন্তু এতে অসুবিধা হলো, ভ্রমণরত অবস্থায় টেরিস্ট্রিয়াল চ্যানেল (যেমন-বিটিভি) ছাড়া আর কোনো চ্যানেল দেখা যায় না। অন্যদিকে ইন্টারনেটভিত্তিক মোবাইল টিভির ক্ষেত্রে, যে মোবাইল নেটওয়ার্কের আওতায় ব্যবহারকারী থাকেন, ওই অবস্থাতেই দেখা যাবে টিভি। তবে এ সুবিধা পেতে লাগবে মাল্টিমিডিয়া সমর্থিত মুঠোফোন এবং লাগবে ইন্টারনেট-সুবিধা। ইদানীং কিছু কিছু টিভি চ্যানেল মুঠোফোনে চাহিদামতো (অন-ডিমান্ড) ভিডিও দেখার সুবিধা দিচ্ছে, সে ক্ষেত্রে প্রথমে ভিডিও ক্লিপ ডাউনলোড করতে হয়, পরে তা দেখতে হয়। তবে সালাউদ্দিনের প্রযুক্তিতে টিভিতে যা চলছে, সেটাই মুঠোফোনে দেখা যাবে সরাসরি।

যেভাবে দেখা যাবে মোবাইল টিভি: শুরুতে পরীক্ষামূলকভাবে বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভি দেখার সুবিধা নিয়ে এ প্রযুক্তি চালু করেছেন সালাউদ্দিন সেলিম। তিনি জানান, একইসঙ্গে একাধিক চ্যানেলও এই প্রযুক্তিতে দেখানো সম্ভব। এ ক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত মুঠোফোন থেকে দেশ টিভি দেখার জন্য ইন্টারনেটে সংযুক্ত হয়ে http://www.salauddinsalim.com/mobiletv ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। এবার যে লিংকে আসবে, সেখান থেকে deshtv-এ ক্লিক করুন এবং দেখতে থাকুন দেশ টিভি।

ইন্টারনেট খরচ: ‘মুঠোফোনে সরাসরি (লাইভ) ভিডিও দেখলে অনেক টাকা ইন্টারনেট বিল আসবে, এমন ভাবতে পারেন অনেকেই। তবে এ প্রযুক্তিতে খরচ কমই হবে।’ বললেন সালাউদ্দিন।তিনি বলেন, ‘আমাদের মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন প্যাকেজ দিয়ে থাকে। সেগুলো ব্যবহার করে দেখা যাবে স্যাটেলাইট টিভি। তাই মুঠোফোনে ইন্টারনেটের কোন প্যাকেজ ব্যবহার করা হচ্ছে, এর ওপর খরচ অনেকটা নির্ভরশীল।’

শুধু টিভি দেখাই নয়: এ প্রযুক্তির মাধ্যমে শুধু টিভি দেখাই নয়, বিশেষ অনুষ্ঠান শুধু মুঠোফোনের মাধ্যমেও সরাসরি সম্প্রচার সম্ভব বলে জানালেন সেলিম। তিনি বলেন, এ প্রযুক্তি ব্যবহার করে উচ্চগতির ইন্টারনেট ছাড়াই শুধু ইডিজিই মডেম সংযুক্ত একটি ল্যাপটপ থেকেই সম্প্রচার করা যাবে সরাসরি ভিডিও। তা ছাড়া বিভিন্ন টিভি চ্যানেল দেখানোর পাশাপাশি এটি এককভাবে হতে পারে শুধু মোবাইল টিভি, যা কেবল মোবাইলেই দেখা যাবে। সেখানে দরকার নেই কোনো স্যাটেলাইট ট্রান্সমিশন প্রযুক্তি কিংবা কেব্ল অপারেটরের সঙ্গে সংযোগ।

যেভাবে কাজ করে: সালাউদ্দিন সেলিমের তৈরি করা মোবাইল টিভি সোর্স, এনকোডার এবং স্ট্রিমিং সার্ভার—এই তিন ধাপে কাজ করে। এ ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে শুরুতে ভিডিও উৎস হিসেবে রয়েছে দেশ টিভি। উৎস থেকে ভিডিও চলে আসে ইনকোডার অংশে। ইনকোডার সোর্স থেকে পাওয়া ভিডিওকে প্রথমে সংকুচিত করে এবং মোবাইলের উপযোগী করে একটি বিশেষ ফরম্যাটে রূপান্তর করে। এরপর রূপান্তরিত ওই ভিডিও এনকোডার নেটওয়ার্কের মাধ্যমে পাঠিয়ে দেয় স্ট্রিমিং সার্ভারে। স্ট্রিমিং সার্ভার হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোলের (এইচটিটিপি) মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে দেয়। এভাবে ইন্টারনেটে সংযুক্ত মোবাইল ফোনসেট ওই স্ট্রিমিং সার্ভারে সংযুক্ত হয়ে ভিডিও প্রদর্শন করে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় ১০ সেকেন্ডের মধ্যে। তাই এখন টিভিতে প্রচারের ১০ সেকেন্ড পরে মুঠোফোনে টিভির অনুষ্ঠান দেখা যাবে। প্রাথমিকভাবে এ প্রযুক্তির মাধ্যমে কেবল উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত মুঠোফোনে টিভি কিংবা সরাসরি ভিডিও দেখার সুবিধা রয়েছে। তবে খুব শিগগির আইফোন, নকিয়া ই-সিরিজ এবং স্যামসাং ফোনসেটে টিভি ও সরাসরি ভিডিও দেখার ব্যবস্থাও চালু হবে বলে জানিয়েছেন তিনি। ভালোভাবে মোবাইলে টিভি দেখতে ইন্টারনেট-গতি প্রয়োজন। অর্থাৎ মোবাইল ইন্টারনেট-গতি যত বেশি হবে, তত বেশি স্বচ্ছ হবে ভিডিও দেখার কাজটি।

Level 0

আমি didarul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য। কিন্তু আপনার লিংক কাজ করে না, আর এই পদ্ধতিটি বেশ কয়েকমাস আগেই পত্রিকায় দেখেছিলাম…..আরেকটা কথা সময় নিউজ কিন্তু অনেক আগে থেকেই এই পদ্ধতিতে ব্রডকাস্ট করে আসছে…আবারো ধন্যবাদ, ভাল থাকবেন।

Level 0

This domain name expired on Sep 07 2011 09:04AM

Level 0

এখানে আসেন sure কাজে আসবে।
viewers download kore nite paren Xclusive Hindi Music Videoz.
click here:: http://downloadsoftwaremovies.blogspot.com/2011/10/xclusive-hindi-music-videoz.html
thanks

Level 0

ডাউনলোড করে নিতে পারেন Kaspersky KIS 2012 Keys. Updated Daily / [12.10.2011]।
ক্লিক করেন এখানে
http://downloadsoftwaremovies.blogspot.com/2011/10/kaspersky-kis-2012-keys-updated-daily.html

আপনার বক্তব্যগুলো সাংঘর্ষিক। আপনি বলেছেন, “তাঁর এ প্রযুক্তির মাধ্যমে কোনো রকম ডাউনলোড ছাড়াই হাতের মুঠোফোনটি দিয়েই সরাসরি দেখা যাবে টিভি!” আবার বিছু পরেই বলেছেন, ইন্টারনেটের মাধ্যমে স্ট্রিমিং করে টিভি দেখতে হবে।

আবার আপনি বলেছেন, ”মুঠোফোনে সরাসরি (লাইভ) ভিডিও দেখলে অনেক টাকা ইন্টারনেট বিল আসবে, এমন ভাবতে পারেন অনেকেই। তবে এ প্রযুক্তিতে খরচ কমই হবে।”

লাইড স্ট্রিমিং এর খরচ কোনকালেই কম হবেনা। একঘন্টায় মিনিমাম 30 মেগাবাইট ডাটা খরচ হবেই।

সর্বোপরি, আইপি টিভি ধারণাটি অনেক পুরোনো। সব বিদেশী স্যাটেলাইট চ্যানেল ও কিছু দেশী স্যাটেলাইট চ্যানেল বহু আগে থেকে আইপি টিভি সম্প্রচার করে আসছে।

তাই, মুঠোফোনে সরাসরি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দেখার প্রযুক্তি তৈরী করেছেন নতুন করে এমন দাবী করাটা চরম হাস্যকর!

Level 0

oh ha ha

Purana jinis kothay theke khonon kore ber korlen?

Level 0

@ নেট মাস্টার ঃ সহমত…offline tv soft for sym S60v5 থাকলে share করেন। ফালতু জিনিস নিয়া tune কইরেন না।